দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

খুন করতে চান ফড়নবিশ, বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের সমাজকর্মী জারাঙ্গের

মুম্বই: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁকে খুন করতে চেয়েছিলেন। বিস্ফোরক অভিযোগ করলেন মারাঠা সংরক্ষণ নিয়ে আন্দোলনরত সমাজকর্মী মনোজ জারাঙ্গে। রবিবার তিনি দাবি করেছেন, স্যালাইনে বিষ মিশিয়ে তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি মুম্বই গিয়ে ফড়নবিশের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসবেন। এদিন জালনার অন্তরওয়ালি সারাতি এলাকায় ভাষণ দিচ্ছিলেন জারাঙ্গে। সেখানে তিনি ফড়নবিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। যা শুনে তাঁর সমর্থকরাও অবাক হয়ে গিয়েছেন। জারাঙ্গের অভিযোগ প্রসঙ্গে ফড়নবিশের বক্তব্য, ‘উনি কী বলেছেন, তা আমি শুনিনি।’
রবিবার জারাঙ্গে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার জন্য কিছু মানুষকে লোভ দেখানো হয়েছে, চাপ দেওয়া হয়েছে। আর এই ষড়যন্ত্রের পিছনে রয়েছেন ফড়নবিশ। উনি আমাকে মারতে চান। আমি হেঁটে সাগর বাংলো (মালাবার হিলে ফড়নবিশের সরকারি বাসস্থান)-য় যেতে চাই।’ তাঁর এই বক্তব্যের পরই সভাস্থলে হইচই পড়ে যায়। জারাঙ্গের সমর্থকরা তাঁর হাত থেকে মাইক্রোফোনও কেড়ে নিতে যান। তবে জারাঙ্গে জানিয়ে দেন, তিনি একাই মুম্বইয়ে যাবেন। তাঁর শুধু সমর্থন চাই। 
জারাঙ্গে এদিন আরও দাবি করেন, ‘ফড়নবিশ চান না তাঁর থেকে জনপ্রিয় কেউ হোক। ওঁর জন্যই মারাঠা সংরক্ষণ নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিস অভিযোগ দায়ের করেছে।  মারাঠাদের অন্যান্য অনগ্রসর শ্রেণি ভুক্ত করা ও তাদের কুনবী শংসাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’ 
জারাঙ্গের দাবির পাল্টা হিসেবে বিজেপি বিধায়ক নীতীশ রানে জানিয়েছেন, ফড়নবিশের কাছে পৌঁছানোর জন্য জারাঙ্গেকে দলের কর্মীদের বিরাট ‘দেওয়াল’ টপকে আসতে হবে।’ মুম্বইয়ের বিজেপি প্রধান আশিস শেলারের দাবি,   যে কেউ মুম্বইয়ে আসতেই পারেন। তবে বিজেপি যে কোনও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা