দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি মূল্যের ২ হাজারি নোট ব্যাঙ্কে ফেরেনি

মুম্বই:  ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার  নোটবাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই চালু হয়েছিল ২ হাজার টাকার নোট। সাত বছর পর ২০২৩ সালের ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক ওই গোলাপি নোটও প্রত্যাহারের ঘোষণা করে। গত ৩১ জানুয়ারি পর্যন্ত হিসেবে ৯৭.৫ শতাংশ গোলাপি নোট ব্যাঙ্কে ফেরত এসেছে। এখনও প্রায় ৮ হাজার ৮৯৭ কোটি টাকা মূল্যের নোট মানুষের হাতেই রয়েছে।  নোট বাতিলের অন্যতম কারণ হিসেবে বলা হয়েছিল, বাজারে নগদের জোগান কমানো। কিন্তু বাজারে নগদের পরিমাণ কমা তো দূরের কথা, বরং বেড়ে গিয়েছিল। তবে দু’হাজার টাকার নোট প্রত্যাহারের পর বাজারে নগদের পরিমাণ বৃদ্ধির হার কমেছে।  গত ৯ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ওই বৃদ্ধির হার  কমে হয়েছে ৩.৭ শতাংশ। এক বছর আগে তা ছিল ৮.২ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক এই তথ্য জানিয়েছে। 
 ব্যাঙ্কে জমা নগদ বাদ দিলে বাজারে যে পরিমাণ নোট ও কয়েন চালু থাকে, তাকে বলে কারেন্সি ইন সার্কুলেসন (সিআইসি)। দু’হাজারি নোট বাতিলের পর এই সিআইসি বৃদ্ধির হার কমেছে। সেইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে, গত জানুয়ারিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে আমানত বৃদ্ধির হারও দুই অঙ্কে পৌঁছেছে।  কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য অনুসারে,  রিজার্ভ মানি (আরএম) বৃদ্ধির হারও গত ৯ ফেব্রুয়ারির হিসেবে এক বছর আগের ১১.২ শতাংশ থেকে কমে হয়েছে ৫.৮ শতাংশ। 
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা