দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

পোস্ট মুছে ফেলতে বলছে মোদি সরকার, দাবি মাস্কের সংস্থার

নয়াদিল্লি: ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে মোদি সরকার। বারবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার কি সোশ্যাল মিডিয়াতেও সরকার ও বিজেপির বিরুদ্ধে মতামত ‘সেন্সার’ করতে চাইছে কেন্দ্র? এলন মাস্কের ‘এক্স’ মাইক্রো ব্লগিং সাইটের দাবি ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। সংস্থা জানিয়েছে, বেশ কিছু অ্যাকাউন্ট ও পোস্ট মুছতে ‘নির্দেশ’ দিয়েছে বিজেপি সরকার। বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রের এই নির্দেশে তাদের সায় নেই। তবে ইচ্ছে না থাকলেও সরকারি ‘অর্ডার’ পালনের প্রতিশ্রুতি দিয়েছে এক্স। কেন্দ্রের নির্দেশিকাও প্রকাশ্যে আনার পক্ষে তারা। কিন্তু, আইনি কারণে সেই পদক্ষেপ থেকে বিরত থাকছে এক্স। যদিও এই দাবির প্রেক্ষিতে মোদি সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কৃষক আন্দোলনের আবহে মাস্কের সংস্থার এই দাবি তাত্পর্যপূর্ণ। বৃহস্পতিবার এক্স-এর ‘গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স’ হ্যান্ডেল থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে।  তাতে সরকারি নির্দেশের কথা উল্লেখ করে মাইক্রো ব্লগিং সাইট জানিয়েছে, শুধু ভারত থেকেই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা পোস্টগুলি দেখা যাবে না। তবে এধরনের পদক্ষেপের সঙ্গে আমরা সহমত নই। কারণ ওই পোস্টগুলির সঙ্গে বাক স্বাধীনতার অধিকার জড়িয়ে রয়েছে। তাই সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রিট দায়ের করেছে তারা। উল্লেখ্য, গত জুন মাসে অ্যাকাউন্ট ব্লক করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করেছিল এক্স। পাল্টা কেন্দ্রের নির্দেশ পালন না করায় ওই সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করে আদালত। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের আইন সকলকেই মেনে চলতে হবে।  
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা