দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

মহুয়ার তথ্য ফাঁসের আর্জি নিয়ে আজ রায়

মুম্বই: হিরানন্দানি গ্রুপের সদর দপ্তর সহ একাধিক অফিসে তল্লাশি চালাল ইডি। বৃহস্পতিবার ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা মামলায় মুম্বইয়ে হিরানন্দানিদের চার থেকে পাঁচটি দপ্তরে তল্লাশি চালানো হয়েছে বলে খবর। মুম্বইয়ের আশেপাশেও বেশ কয়েকটি জায়গায় তদন্তে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। এই আইনের অধীনেই কয়েকদিন আগে প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও বৃহস্পতিবারের তল্লাশির সঙ্গে তৃণমূল নেত্রীর মামলার কোনও যোগ নেই বলেই জানা গিয়েছে। বরং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই সংক্রান্ত একটি মামলাতে তল্লাশিতে গিয়েছিল ইডি। অভিযানে বেশকিছু নথিপত্র হাতে পেয়েছেন আধিকারিকরা।  অন্যদিকে, গোপনীয় ও প্রমাণিত নয় এমন তথ্য ইডি যাতে ফাঁস না করে, তার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। কাঠগড়ায় তুলেছিলেন ১৯টি সংবাদমাধ্যমকে। বৃহস্পতিবার মহুয়ার এই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট জানিয়েছে, আজ, শুক্রবার এই ইস্যুতে রায় ঘোষণা করা হবে। মহুয়ার আইনজীবী রেবেকা জন আদালতে জানিয়েছিলেন, ইডি মহুয়াকে কোনও সমন পাঠালে, তা হাতে পাওয়ার আগেই মিডিয়ায় ফাঁস হয়ে যাচ্ছে। এই ধরনের খবর মহুয়ার ভাবমূর্তির ক্ষেত্রে ক্ষতিকর বলেই দাবি করেছেন আইনজীবী। যদিও ইডির তরফে বলা হয়েছে, কোনও গোপন তথ্য তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ফাঁস করা হয়নি। ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে উপহার ও টাকা নিয়ে লোকসভায় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। পরবর্তীতে এই অভিযোগের জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়।
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা