দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

হঠাৎ বেসুরো জয়ন্ত বিজেপি সঙ্গে আরএলডির জোট আলোচনায় জট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (সপা) ও কংগ্রেসের মধ্যে জোট চূড়ান্ত হয়েছে।  এই ঘটনা বিজেপির অস্বস্তি কিছুটা বাড়িয়ে দিয়েছে। কেননা, ধরেই নেওয়া হয়েছিল এই সর্ববৃহৎ রাজ্যেও ইন্ডিয়া জোট হবে না। আসন্ন লোকসভা ভোটের জন্য বুধবার সপা ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে। কিন্তু  সম্ভাব্য নতুন জোট শরিক রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-র সঙ্গে আলোচনা হঠাৎ থমকে গিয়েছে বিজেপির। আসন সমঝোতা এখনও চুড়ান্ত হয়নি।  জানা যাচ্ছে, আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরী চাইছেন বাগপত, বিজৌর, কাইরানা, মথুরা আসন। এছাড়াও আরও একটি কেন্দ্র চাইছেন অওধ অঞ্চল থেকে। কিন্তু বিশেষ করে, মথুরা আসন বিজেপি অন্য কাউকে দিতে রাজি নয়। এই কেন্দ্রের সাংসদ হেমা মালিনী সম্ভবত এবার আর প্রার্থী হবেন না। তিনি নিজেও সেকথা জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে। কিন্তু অযোধ্যা, কাশী এবং মথুরা, এই তিন তীর্থস্থানকে বিজেপি নিজেদের হাতের বা‌ই঩রে যেতে দিতে নারাজ। তাই প্রশ্ন উঠছে যে, ১০ দিন আগে জয়ন্ত চৌধুরী এনডিএ জোটে যোগ দেওয়ার ঘোষণা করলেও এখনও কোনও বাস্তবায়ন হল না কেন? আটকে আছে কেন জোট প্রক্রিয়া?  বিজেপির সঙ্গে যদি জয়ন্ত চৌধুরীর জোটের চুক্তি মনের মতো না হয়, তাহলে কি তিনি আবার ইন্ডিয়া জোটের দিকেই মুখ ফেরাতে পারেন? সেক্ষেত্রে আরও চাপে পড়বে বিজেপি। জয়ন্ত চৌধুরীর আচরণ নিয়েও প্রশ্ন উঠছে। কারণ, তাঁর পিতামহ চৌধুরী চরণ সিংকে মোদি ভারতরত্ন দেওয়ায় কিছুদিন আগেই নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে জয়ন্ত চৌধুরী বলেছিলেন, দিল জিত লিয়া। আর মঙ্গলবার রাতে  সুদূর সন্দেশখালিতে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে শিখ আইপিএস অফিসারকে খলিস্তানি তকমা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হঠাৎ বেসুরো জয়ন্ত চৌধুরী। অভিযোগ যেখানে বিজেপির বিরুদ্ধে, সেখানে জয়ন্ত চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যশপ্রীত সিংয়ের কষ্ট আমি উপলব্ধি করতে পারছি! 
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা