দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

আয় বেতনের থেকে ১১৯ গুণ বেশি, তদন্তের মুখে প্রাক্তন আমলা

নয়াদিল্লি: হিসেব বহির্ভূত সম্পত্তি মামলায় ইডি, সিবিআইয়ের তদন্তের মুখে বিহার ক্যাডারের প্রাক্তন আমলা রমেশ অভিষেক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অবসরের পর ডজনখানেক সংস্থায় পরামর্শদাতা হিসেবে কোটি কোটি টাকা পেয়েছেন তিনি। ঘটনাচক্রে আমলা থাকার সময় ওই সংস্থাগুলির সঙ্গেই সরকারের তরফে লেনদেন করতেন তিনি। ইতিমধ্যেই হিসেব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে রমেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। মঙ্গলবার প্রোমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড বিভাগের প্রাক্তন এই সচিবের বাড়ি-অফিসেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।  ইডি জানিয়েছে, চাকরিরত অবস্থায় অভিষেকের শেষ বেতন ছিল ২ লক্ষ ২৬ হাজার টাকা। কিন্তু, অবসরের পরবর্তী ১৫ মাসে পরামর্শদাতা হিসেবে ২ কোটি ৭০ লক্ষ টাকা আয় করেছেন তিনি। যা তাঁর শেষ বেতনের ১১৯ গুণ। তদন্তে আরও জানা গিয়েছে, ওই দপ্তরে কর্মরত অবস্থায় অন্তত ১৬টি সংস্থাকে অবৈধভাবে সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছিলেন অভিযুক্ত। বিনিময়ে পাওয়া বিপুল অর্থ দিয়ে দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় বিলাসবহুল বাড়ি কিনেছিলেন তিনি। পেটিএমের তিনজন স্বাধীন ডিরেক্টরের মধ্যেও ছিলেন অভিষেক। প্রসঙ্গত, এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। ২০২২ সালে লোকপালের তরফে ইডিকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়। আমলা হিসেবে তিনি কোনও অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তাও তদন্ত করে দেখার নির্দেশ দেয় লোকপাল। গত ডিসেম্বরে সিবিআইকেও যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। যদিও তাতে কোনও গুরুত্ব দেয়নি আদালত।
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা