দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

কাল পাটনায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে চন্দ্রিমার নেতৃত্বে বাংলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, রবিবার পাটনায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে রাজ্যের নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পূর্বাঞ্চলের চারটি রাজ্য– পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা এই বৈঠকে থাকবে। জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীরা এই কাউন্সিলের সদস্য। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে প্রতি বছর কাউন্সিলের বৈঠক হয়। গত বছর নবান্ন সভাঘরে বৈঠকটি হয়েছিল। সভার পর কিছু সময়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের ১৪ তলায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্ধারিত কর্মসূচি থাকায় এই বৈঠকে যাবেন না বলে আগেই ঠিক ছিল। উল্লেখ্য, কলকাতার বৈঠকেও গতবার বিহার এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা আসেননি। তবে এবার পাটনার বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও অর্থসচিব মনোজ পন্থ থাকবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি পোস্ট ও ফেন্সিং বসানোর জমি পাওয়া নিয়ে পাটনায় আলোচনা হতে পারে। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে নদীর জলের বণ্টন নিয়েও আলোচনার সম্ভাবনা আছে। আলোচনা হতে পারে পোস্ত চাষের অনুমতি পাওয়া নিয়ে। 
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা