দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

সাংসদ পদ খারিজই হল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

নয়াদিল্লি:  আশঙ্কাই সত্যি হল। শেষমেশ খারিজই হয়ে গেল মহুয়া মৈত্রের সাংসদ পদ। ঘুষের বিনিময়ে প্রশ্ন করা ইস্যুতে আজ লোকসভায় পেশ হল এথিক্স কমিটির রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতেই  এই সিদ্ধান্ত। আলোচনার পর ভোটাভুটিতে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। আজ এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ার পর তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির তরফে ওই রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছিল। কিন্তু সময় দেননি স্পিকার। এমনকী মহুয়াকে কিছু বলারও অনুমতি তিনি দেননি। এদিন, মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনার সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলতে ওঠেন পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মহুয়া নিজেই তৃণমূলের তরফ থেকে বলবেন। তবে স্পিকার মহুয়াকে কথা বলার সুযোগ দেননি। স্পিকারের যুক্তি, এই বিষয়ে মহুয়া আগেই নিজের বক্তব্য পেশের সুযোগ পেয়েছিলেন, তাই নতুন করে মহুয়াকে কথা বলতে দেওয়া যায় না। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মহুয়াকে বলতে না দিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে।
বহিষ্কারের সিদ্ধান্তের পর তার তীব্র বিরোধিতা করেন মহুয়া। জানান, এথিক্স কমিটি ভাল করে যাচাই না করেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে এবং শাস্তি নিশ্চিত করেছে। টাকা নেওয়া বা উপহার নেওয়ার কোনও প্রমাণ নেই কোথাও। তিনি বলেন, ‘‘মোদী সরকার আমাকে চুপ করিয়ে দিতে চাইছে। মহিলা সাংসদকে হেনস্থা করা হচ্ছে। আগামী ছ’মাসও হেনস্থা করা হবে।’’
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়ায় জানান, ‘‘খুবই দুঃখজনক। ভোটে তাকে পরাজিত করতে না পেরে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে, দল ওঁর পাশে আছে, থাকবে।‘‘
উল্লেখ্য, বিতর্কের শুরু হয় ১৫ অক্টোবর। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখতে এথিক্স কমিটিকে দায়িত্ব দেন লোকসভার স্পিকার।
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা