দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

আজ শুরু শীতকালীন অধিবেশন, মহুয়ার সাংসদ পদ খারিজে উদ্যোগী বিজেপি
 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চার রাজ্যের মধ্যে তিনটিতেই বিজেপির জয়। আর এই আবহে আজ সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপি যে সংসদে ‘মোদি মোদি’ রব তুলবেন, বলাই বাহুল্য। কংগ্রেস তেলেঙ্গানা জিতলেও থাকতে হবে চুপ। বিরোধীদের মধ্যেও মোদি বিরোধিতার স্লোগান হবে ম্লান। আর এমনই পরিবেশে আজই তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর এমপি পদ খারিজের উদ্যোগ নেবে বিজেপি। লোকসভায় প্রশ্নোত্তর পর্বের পরেই পেশ হবে মহুয়ার বিরুদ্ধে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। পেশ করবেন বিজেপি এমপি তথা এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ কুমার সোনকর। 
যদিও মহুয়ার বিরুদ্ধে এই রিপোর্ট এবং তাঁর সদস্যপদ খারিজের উদ্যোগ মোটেই যুক্তিযুক্ত নয় বলেই বিরোধীদের দাবি। তাই মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি যখন সাংসদ পদ খারিজের উদ্যোগ নেবে, তীব্র প্রতিবাদ করবে কংগ্রেস, তৃণমূল, জেডিইউ, বিএসপি সহ বিরোধীরা। ‘ওয়াক আউট’ও করা হবে বলেই ঠিক হয়েছে। তবে খোদ মহুয়া কী করেন, তা জানতে মুখিয়ে রাজনৈতিক মহল। সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে তিনি দিল্লি এসেছেন। দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। তাই আজ যে লোকসভা এই ইস্যুতে উত্তাল হবে, তা বলাই বাহুল্য। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। ছবি: পিটিআই
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা