দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

স্কুলে বোমা রয়েছে! হুমকি ই-মেলের জেরে চাঞ্চল্য বেঙ্গালুরুতে

বেঙ্গালুরু, ১ ডিসেম্বর: ফের বোমা বিস্ফোরণের হুমকি! তাও আবার স্কুলে। আজ, শুক্রবার সকালে এমনই একটি ই-মেল আসে বেঙ্গালুরুর একাধিক স্কুলে। তারপরেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত খবর দেওয়া হয় থানায়। তৎপর হয়ে মোট ৪৪ টি স্কুলকে  দ্রুত খালি করে দেওয়ার নির্দেশ দেয় পুলিস। পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সকলকেই স্কুলের বাইরে নিয়ে আসা হয়। প্রত্যেকটি স্কুলে বোমা নিষ্ক্রিয়কারী বাহিনী নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। যদিও কোনও স্কুল থেকেই এখনও পর্যন্ত বোমা বা বিস্ফোরক কিছু উদ্ধার হয়নি। ই-মেলটি ভুয়ো বলে প্রাথমিক অনুমান পুলিসের। যদিও স্কুলের মতো স্পর্শকাতর জায়গায় বোমা রাখার বিষয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে। স্কুলগুলিতে অনুসন্ধানের পাশাপাশি তদন্তও শুরু করেছে পুলিস। ই-মেল পাঠানো ব্যক্তির খোঁজ শুরু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাসেশ্বর নগরের নেপেল এবং বিদ্যাশিল্প-সহ মোট সাতটি স্কুলে এই হুমকি ই-মেল এসেছিল। এই স্কুলগুলির মধ্যে একটি আবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাসভবনের ঠিক বিপরীতেই অবস্থিত। এর কিছুক্ষণ পর, আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ই-মেলের মাধ্যমে একই ধরনের হুমকি আসে। বাসভবনের উল্টো দিকে থাকা স্কুলটি পরিদর্শনে যান কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী। কথা বলেন পুলিসের আধিকারিকদের সঙ্গেও। সমস্ত স্কুল থেকেই সতর্কতামূলকভাবে শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া, অশিক্ষক কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনা নতুন নয়। উল্লেখ্য, গত বছরও বেঙ্গালুরুর একাধিক স্কুলে এই ধরনের ই-মেল আসে। তবে পরে সেটি ভুয়ো বলে প্রমাণিত হয়।
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা