দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

পান্নুনকে খুনের চেষ্টার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গড়ল দিল্লি

নয়াদিল্লি: ‌বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সেই পরিকল্পনার সঙ্গে ভারতের যোগসাজশের অভিযোগ তুলেছে আমেরিকা। এবার আমেরিকার অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিল ভারত। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, শিখস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা পান্নুনের খুনের চেষ্টা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সূত্রের খবর, গত সপ্তাহে পান্নুনকে খুনের চেষ্টা নিয়ে ভারতকে তথ্য দেয় আমেরিকা। একই সঙ্গে দিল্লির দিকেও আঙুল তোলা হয়। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, তাদেরআশঙ্কা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আমেরিকাকে আশ্বস্ত করে ভারত। হোয়াইট হাউসকে দিল্লি জানিয়েছে, এই ধরনের কাজকর্ম ভারতের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বুধবার অরিন্দম বাগচী বলেন, ১৮ নভেম্বর এই নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সন্ত্রাসী কাজকর্মের অভিযোগে শিখস ফর জাস্টিসের প্রধান পান্নুনকে ওয়ান্টেড ঘোষণা করেছে ভারত। এহেন পান্নুনকে খুনের চেষ্টায় ভারতের নাম জড়িয়ে যায় দিল্লির অস্বস্তি বেড়েছে। এর আগে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকী আমেরিকাকানাডার পাশে দাঁড়িয়েছে। এই অবস্থায় পান্নুনকে খুনের চেষ্টার পিছনে ভারতের নাম জড়িয়ে যাওয়ায় উদ্বিগ্ন দিল্লি। তাই তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন বলে মত ওয়াকিবহাল মহলের।
7Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা