দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

চীনের নিউমোনিয়া নিয়ে সতর্কতা জারি করল কর্ণাটক ও উত্তরাখণ্ড

নয়াদিল্লি: চীনে দ্রুত ছড়িয়ে পড়ছে নিউমোনিয়া। করোনার মতো মারণক্ষমতা না থাকলেও, উদ্বেগ বাড়ানোর পক্ষে তা যথেষ্ট। ইতিমধ্যে এনিয়ে রাজ্যগুলির উদ্দেশে অ্যাডভাইসরি জারি করেছে কেন্দ্র। এবার একধাপ এগিয়ে সতর্কতা জারি করল দুই রাজ্য—কর্ণাটক এবং উত্তরাখণ্ড। কর্ণাটক স্বাস্থ্যদপ্তরের তরফে হাসপাতালগুলিকে যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজ্যবাসীকে সচেতন করতেও দেওয়া হয়েছে একগুচ্ছ বার্তা। বলা হয়েছে, চরিত্রের দিক থেকে এই নিউমোনিয়া মরশুমি ফ্লু-র মতো। এর প্রভাব পাঁচ থেকে সাতদিন পর্যন্ত স্থায়ী হয়। এই রোগ ছড়িয়ে পড়া এবং তা থেকে মৃত্যুর হার সামান্যই। ফলে আতঙ্কের কোনও কারণ নেই। তবে শিশু, বয়স্ক, সন্তানসম্ভবা মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় বা দীর্ঘদিন স্টেরয়েডের মতো ওষুধ নিতে হয়, এমন মানুষদের ক্ষেত্রে এই রোগ ঝুঁকির। প্রয়োজনে তাঁদের হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া হাঁচির সময় নাক ও মুখ ঢেকে রাখা, ঘন ঘন হাত ধোওয়া, বারবার মুখে হাত না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় মাস্ক পরতেও বলা হয়েছে। চীনের সীমান্ত ঘেঁষা উত্তরাখণ্ডের তিন জেলা—চামোলি, উত্তরকাশী এবং পিথরাগড়। স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য রাজ্যের থেকে চীনা নিউমোনিয়া নিয়ে অনেকটাই বেশি উদ্বেগে রয়েছে উত্তরাখণ্ড সরকার। স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে তামিলনাড়ু, গুজরাত, হরিয়ানা এবং রাজস্থানও।
8Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা