দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

পরিবারতন্ত্র আর দুর্নীতিই কংগ্রেসের শেষ কথা: মোদি

জয়পুর: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই রাজস্থানে বিধানসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে বিজেপির ভরসা সেই মোদিই। সোমবার পালির নির্বাচনী সভায় গেহলট সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং পরিবারতন্ত্রের সেই ভাঙা রেকর্ডই আরও একবার বাজনোর চেষ্টা করলেন ‘বিজেপির মুখ’। প্রধানমন্ত্রী বলেন, রাজস্থানে কংগ্রেস তুষ্টির রাজনীতি ছাড়া আর কিছুই করেনি। ফলে গত পাঁচ বছরে সেরাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ এবং সন্ত্রাসবাদের মানসিকতা তৈরি হয়েছে। তাঁর কথায়, রাজস্থানে এমন সরকার প্রয়োজন, যা শুধু উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। প্রধানমন্ত্রীর অভিযোগ, পেট্রোপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য দায়ী গেহলট সরকার। বিজেপি শাসিত হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাতের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করছে রাজস্থান, অভিযোগ মোদির। এছাড়া কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে নারীবিদ্বেষী মানসিকতার অভিযোগও করেন প্রধানমন্ত্রী।
এদিন নাম না করে কংগ্রেস সহ ‘ইন্ডিয়া’ জোটের বিরুদ্ধেও সুর চড়ান মোদি। জানান, কংগ্রেস আমলে দেশে বছরে ২ লক্ষ টাকা আয় হলেই কর দিতে হতো। কিন্তু এখন ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর লাগে না। শুধু দুর্নীতি অস্ত্রে কাজ হবে না বুঝে আস্তিন থেকে ধর্মীয় তাসও বের করেন মোদি। বলেন, রাজস্থানের পাশাপাশি বিরোধী শাসিত রাজ্যগুলিতে সনাতন ধর্মকে ধ্বংসের চেষ্টা হচ্ছে। এর ফলে মরুরাজ্যের কৃষ্টি-সংস্কৃতি ধ্বংস হবে। -পিটিআই
8Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা