বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

লখিমপুর খেরি কাণ্ডের বর্ষপূর্তিতে মোদি বিরোধী আন্দোলন শুরু কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নজরে লোকসভা ভোট। তা মাথায় রেখেই এবার মোদি বিরোধী আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। আগামী ৩ অক্টোবর থেকেই শুরু হচ্ছে সেই পদক্ষেপ। লখিমপুর খেরি কাণ্ডের বর্ষপূর্তিতে আগামী ৩ অক্টোবরই দেশজুড়ে কালা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। ওইদিন দিল্লির যন্তরমন্তরেও ব্যাপক প্রতিবাদ অবস্থানের ডাক দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র দেশব্যাপী ধর্না অবস্থান কর্মসূচিই নয়। ৩ অক্টোবর দেশের প্রত্যেক রাজ্যের প্রতি জেলার সমস্ত ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর সিদ্ধান্তও নিয়েছেন সর্বভারতীয় কৃষক নেতারা। সারা ভারত কিষান সভার সর্বভারতীয় সহ-সভাপতি হান্নান মোল্লা বলেন, ‘৩ অক্টোবর শুধুমাত্র নরেন্দ্র মোদির নয়। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির কুশপুতুলও পোড়ানো হবে। কারণ লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের উপর যেভাবে গাড়ি চালানো হয়েছিল, তার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ওই কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এখনও পর্যন্ত তাঁকে বরখাস্ত করেননি। গ্রেপ্তারি তো অনেক পরের ব্যাপার।’  এদিকে, চব্বিশে মোদি হটানোর লক্ষ্যে বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র সমর্থনে দেশজুড়ে প্রচারে নামছেন প্রায় দেড় লক্ষ স্বেচ্ছাসেবী। বিজেপি জমানায় সংবিধান তথা গণতন্ত্র বিপদে বলেই তাদের অভিযোগ। তাই ‘জিতেগা ইন্ডিয়া’ স্লোগান তুলে মাঠে নামছে একগুচ্ছ সংগঠন। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মহারাষ্ট্রের ওয়ার্ধায় শুরু প্রচার কর্মসূচি। শুক্রবার সংসদ ভবনের কাছেই কনস্টিটিউশন ক্লাবে একজোট হয়েছিল তারা। নেতৃত্ব দিলেন কংগ্রেসের এমপি দিগ্বিজয় সিং, স্বরাজ ইন্ডিয়ার যোগেন্দ্র যাদব, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন, সিপিআইএমএলের দীপঙ্কর ভট্টাচার্যর মতো নেতা। বিভিন্ন রাজ্য থেকে আসা স্বেচ্ছাসেবীদের নেওয়ালেন শপথ, ‘লড়েঙ্গে, জিতেঙ্গে।’ যোগেন্দ্র যাদব বললেন, আমাদের লক্ষ্য, মোদি সরকারের মিথ্যের মুখোশ খুলে দেওয়া। বিজেপি-আরএসএসের ট্রোল আর্মির বিরুদ্ধে নামছে আমাদের ট্রুথ আর্মি। সত্য-সেনা।

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ