দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

আমি মোদি, আমিই গ্যারান্টি, ‘ব্র্যান্ড মোদি’র অহং, কৃতিত্বের ভাগ হবে না

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর নাম শিবরাজ সিং চৌহান হতে পারে। কিন্তু যাবতীয় উন্নয়নের কৃতিত্ব কার? নরেন্দ্র মোদি। তাই কার নামে এখন থেকে বিজেপি ভোট চাইবে? নরেন্দ্র মোদি। সোমবার মধ্যপ্রদেশে কর্মী সম্মেলনে এই বার্তাই স্পষ্টভাবে দল, নেতানেত্রী এবং জনতার দরবারে পৌঁছে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। চারবারের মুখ্যমন্ত্রীর নাম একবারের জন্যও উচ্চারণ করলেন না। বরং গান গাইলেন কেন্দ্রীয় প্রকল্পের। জানালেন, গত ন’বছরে তাঁর সরকার মানুষের জন্য কী কী করেছে। তুলে ধরলেন ভোটের নতুন স্লোগান এবং অস্ত্র—ব্র্যান্ড মোদি। লোকসভার তো বটেই, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেরও। 
নামেই কর্মী সম্মেলন। আদপে ভোট প্রচার। ভোপালের মঞ্চ থেকে এদিন তাঁর অহং-বার্তা, ‘মোদি মানেই গ্যারান্টি। মোদি মানেই গ্যারান্টি পূরণ। প্রতিটি গ্যারান্টি পূরণ করার নামই মোদি। আজ পর্যন্ত যা যা গ্যারান্টি মোদি দিয়েছে, তার সব পূরণ করেছে।’ বিরোধীরা কটাক্ষ করেছে, আত্মস্তুতি? নাকি অহংকার? তারপরও এই এক ‘গ্যারান্টি ব্র্যান্ডের’ ভাষণ বিকেলে রাজস্থানের জয়পুরেও দিলেন মোদি। বললেন, ‘মোদি হাওয়ায় কথা বলে না। মোদির পা মাটিতে। তাই মোদি যা বলে, সেটাই করে। মোদির এই শক্তির কারণ, আপনারা আমাকে একটা করে ভোট দিয়েছেন। আর আমি আপনাদের গ্যারান্টি দিয়েছি। আমি গ্যারান্টি দিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আজ দেশজুড়ে দেখুন, দুর্নীতিবাজদের ত্রাহি ত্রাহি অবস্থা। গ্যারান্টি দিয়েছিলাম, মহিলাদের শক্তিশালী করব। মহিলা সংরক্ষণ আইনে সেই গ্যারান্টি পূরণ করে দিলাম। আর্মিদের জন্য ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশনের গ্যারান্টি দিয়েছি। পূরণ করেছি।’ ইন্দিরা গান্ধীর নাম না করে মোদির কটাক্ষ, ‘আপনাদের মনে আছে তো ৫০ বছর আগে গরিবি হটাও স্লোগান কে দিয়েছিল? কংগ্রেস কি সেই প্রতিশ্রুতি পূরণ করেছে? এবার আমার একটা হিসেব শুনুন। পাঁচ বছরেই আমরা সাড়ে ১৩ কোটি মানুষের দারিদ্র্য দূর করেছি। মনে রাখবেন, এটাই মোদির গ্যারান্টির ফল। যখন মোদি গ্যারান্টি দেয়, তখন ঘরে ঘরে তা পৌঁছয়।’ পদে পদে মোদি বোঝাতে চেয়েছেন, আগের কোনও সরকার কিছু করেনি। তাই তাঁকে এত পরিশ্রম করতে হয়। বলেছেন, ‘কংগ্রেসের হাতে এত সুযোগ ছিল, অথচ গ্রামে গ্রামে সামান্য শৌচালয় তৈরির কাজটাও আমাকে করতে হল কেন?’ 
বিধানসভা এবং লোকসভা ভোটে মোদির টার্গেট যে নতুন ভোটার, তা তিনি নিজেই এদিন প্রকাশ করে ফেলেছেন। বলেছেন, ‘নতুন ভোটারদের সৌভাগ্য, কংগ্রেসের অন্ধকার শাসন তাদের দেখতে হয়নি। মধ্যপ্রদেশকে ২০ বছর আগে অসুস্থ রাজ্যে পরিণত করেছিল ওরা। আর আজ এই রাজ্যকে উন্নতির পথে নিয়ে এসেছি আমি।’ কিন্তু মহিলা বিল ইস্যুতে বিরোধীদের তোলা ও঩বিসি সংরক্ষণ ইস্যুতে কি মোদি কিছুটা নার্ভাস? সামান্য হলেও সেরকম ইঙ্গিত পাওয়া গেল ভাষণে। বললেন, ‘আপনারা সাবধান থাকবেন। বিরোধীরা এখন মহিলা সংরক্ষণ আইনের মধ্যে নানা ভুল খুঁজে বের করছে। চেষ্টা করছে নারীশক্তির মধ্যেও বিভাজন তৈরির।’ মোদির এই বক্তব্যের কারণ কী? সংসদের ভিতরে তো বটেই, মহিলা সংরক্ষণ বিলে কেন ওবিসিদের জন্য পৃথক সুবিধা নেই, এই ইস্যুতে ইতিমধ্যেই মহাজোট ‘ইন্ডিয়া’ প্রচারে নেমে পড়েছে। যা ভোটের ময়দানে যথেষ্ট চাপে ফেলতে  পারে বিজেপিকে। সংরক্ষণ বিলে প্রত্যেক দল সমর্থন করায় লোকসভা ও রাজ্যসভায় প্রধানমন্ত্রী সকলকেই ধন্যবাদ জানিয়েছিলেন। সোমবার কিন্তু তার সব কৃতিত্ব একাই দাবি করলেন তিনি। উল্টে কী বললেন? বিরোধীরা খুশি মনে এই বিল সমর্থন করেননি। তাঁর দাবি, ‘আমি সকলের থেকে আলাদা। আমার কাজ করার শক্তি ও লক্ষ্য তাই এমন শক্তিশালী। মোদির মেজাজ আলাদা... মেহনত আলাদা... মিশনও আলাদা!’ জনতাকে ছুড়ে দেওয়া ব্র্যান্ড মোদির প্রশ্ন, ‘মোদি হ্যায় তো...’। জনতা উত্তর দিয়েছে, ‘মুমকিন হ্যায়’।  
10Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা