বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এবার এক্স ব্যবহার করতে মাসিক মূল্য চোকাতে হতে পারে

ওয়াশিংটন: এবার থেকে কি এক্স ব্যবহারেও চোকাতে হতে পারে মাসিক মূল্য। সম্প্রতি এমন জল্পনাই জোরালো হয়েছে এক্স-এর কর্ণধার এলন মাস্কের মন্তব্যে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এর উল্লেখ করেছেন। প্রযুক্তি জগতে যা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। গত বছর টুইটার অধিগ্রহণের পর থেকেই তাতে একাধিক পরিবর্তন করেছেন এলন মাস্ক। কর্মী ছাঁটাই থেকে শুরু করে ভেরিফিকেশনের জন্য ফি চার্জ করা। এসবই তাঁর আমলে হয়েছে। এমনকি টুইটার নামটাকেই বাদ দিয়ে করেছেন এক্স। আর এবার বিনামূল্যে এক্স ব্যবহারেও খুব শীঘ্রই ইতি টানতে পারেন মাস্ক। এক্স ব্যবহারের জন্য মাসিক মূল্য চোকাতে হতে পারে ব্যবহারকারীদের। এক্সে অসংখ্য বট হ্যান্ডেলের উপস্থিতির জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন টেসলা কর্তা। তাঁর মতে নামমাত্র মূল্য নির্ধারণ করলে বটের সমস্যা অনেকটাই মিটতে পারে। যদিও এক্সে মান্থলি সাবস্ক্রিপশন একেবারেই নতুন নয়। ইতিমধ্যেই সেখানে এক্স প্রিমিয়াম সার্ভিস চালু রয়েছে। মাসিক ৮ মার্কিন ডলারের বিনিময়ে পোস্ট এডিটিং, বেশি লেখা, স্বল্প বিজ্ঞাপনের মতো একাধিক সুযোগ সুবিধা ভোগ করেন প্রিমিয়াম ব্যবহারকারীরা।

19th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ