বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চব্বিশে মহাজোটই লক্ষ্য, পঞ্চায়েত
নির্বাচনে রাজ্যে প্রার্থী দেবে না আপ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মূল শত্রু বিজেপি। জোট বেঁধে চব্বিশে নরেন্দ্র মোদিকে হারানোই লক্ষ্য। তাই দিল্লি ও পাঞ্জাবে মসনদ দখল, গুজরাত ও গোয়া বিধানসভায় নিজেদের উপস্থিতি প্রমাণের পর অন্য রাজ্যেও পা ফেলার পরিকল্পনা থাকলেও, আপাতত বাংলায় নয় বলেই জানিয়ে দিল আম আদমি পার্টি। তাই আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে লড়ার পরিকল্পনা নিয়ে এগলেও, এখন সিদ্ধান্ত বদলেছেন অরবিন্দ কেজরিওয়াল। থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই। প্রকাশ্যে তৃণমূলকে ভোট দিন বলে প্রচার না করলেও, পঞ্চায়েতে তলে তলে আপ বিজেপি বিরোধী জনমত তৈরিতে কাজ করবে বলেই জানা গিয়েছে। 
দলের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসু শুক্রবার বলেন, আগে বাংলার পঞ্চায়েত ভোটে লড়ার ঩জন্য তৈরি হচ্ছিলাম আমরা। কিন্তু এখন তা করছি না। কারণ, এখন আমাদের মূল রাজনৈতিক শত্রু বিজেপি। তাই যেখানেই বিজেপির সঙ্গে সরাসরি ফাইট, সেখানেই লড়াইয়ের ময়দানে নামবে আম আদমি পার্টি। যে যেখানে শক্তিশালী, সেই লড়ুক বিজেপির সঙ্গে। আপাতত কোনও আঞ্চলিক দলের বিরুদ্ধে আমরা নামছি না। এতে চব্বিশের মোদি বিরোধী মহাজোটে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ‘ইন্ডিয়া এগেনস্ট কোরাপশন’ নামে জন আন্দোলনের মাধ্যমে নিজেকে সাধারণের নজরে আনেন অরবিন্দ কেজরিওয়াল। গান্ধীবাদী আন্না হাজারেকে সামনে রেখে দিল্লির যন্তরমন্তরের ধর্ণায় রসদ সংগ্রহ করে রাজনৈতিক দল আম আদমি পার্টি, সেটা ২০১২। পরের বছরই দিল্লি দখল। এখন আঞ্চলিক দল থেকে জাতীয় দল। তাই অন্যান্য রাজ্যে নিজেদের বিস্তার করাই লক্ষ্য হলেও, পশ্চিমবঙ্গকে সেই তালিকায় বাদই রাখা হচ্ছে। সঞ্জয় বসু জানান, বাংলায় সরাসরি তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আপ কিছু করবে না। তবে বিজেপি যাতে ভোট না পায়, সেটাই আমাদের লক্ষ্য।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ