বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দুর্ঘটনার ছবি ঢাকতে লাইনের 
দু’পাশে টাঙানো হল সবুজ পর্দা

অলকাভ নিয়োগী, বাহানাগা: শুক্রবারের সেই অভিশপ্ত সন্ধ্যার স্মৃতি ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাহানাগা বাজার স্টেশন। সোমবার দূরপাল্লার ট্রেন ছুটেছে সেই রেললাইন দিয়ে। আর রেল কর্তৃপক্ষ সেই দুর্ঘটনার ছবি আড়াল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রেল লাইনের দু’পাশে টাঙানো হয়েছে সবুজ পর্দা। ফতোয়া জারি হয়েছে, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদেরও সেখানে প্রবেশ নিষেধ। 
শনিবার রাতে দুমড়ে যাওয়া বগিগুলো রেল লাইনের পাশে রাখা হয়েছিল। রবিবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে কেউ যেন প্রবেশ না করতে পারে, সেই কারণে নিরাপত্তা বসেছে। এই বিষয়ে রেলের সাফাই, ভিভিআইপি মুভমেন্ট রয়েছে। যেহেতু সেখানে পুনরুদ্ধারের কাজ চলছে, তাই বিপদ এড়াতেই সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে পর্দা টাঙানোর কোনও কারণ রেলের তরফে জানানো না হলেও, স্থানীয়দের দাবি, রেল আসলে নিজেদের গাফিলতি ঢাকা দেওয়ার জন্যই এই পর্দা টাঙানোর ব্যবস্থা করেছে। চলতি পথে ট্রেনযাত্রীরা যাতে কোনও ছবি তুলতে বা ভিডিও করতে না পারেন, সেই কারণেই হয়তো পর্দা টাঙানো হয়েছে। আবার অনেকে বলছেন, কেন্দ্রীয় সরকারের এমন আড়াল করার ইতিহাস আগেও দেখা গিয়েছে। বছর তিনেক আগে আমেরিকার তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে এসেছিলেন, সেই সময়েও দেশের দারিদ্র্য গোপন করতে তোলা হয়েছিল দেওয়াল। 
তবে যতই পর্দা যতই টাঙানো হোক, তার আড়ালে এখনও পড়ে রয়েছে ছেঁড়া জামা-কাপড়, ব্যাগ। এখনও সমস্ত এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে মানবদেহের পচা গন্ধ। স্থানীয়দের একাংশের প্রশ্ন, হঠাত্ পর্দা টাঙানো হচ্ছে মানে কিছু কি লুকোনো হচ্ছে? পর্দা দিয়েই কি সব লুকোনো যায়?    

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ