বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

রেকর্ড দামে বিক্রি
টিপু সুলতানের তলোয়ার

লন্ডন: রেকর্ড দামে বিক্রি হল টিপু সুলতানের তলোয়ার। তাঁর শয়নকক্ষে রাখা থাকত এই তলোয়ার। লন্ডনের নিলামকারী সংস্থা বনহ্যামসের হাত ধরে প্রায় ১ কোটি ৪০ লক্ষ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪২ কোটি টাকা) বিক্রি হল এই তলোয়ার। মঙ্গলবার এই তলোয়ার নিলামে তোলা হয়। নিলাম সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রায় সাত গুণ বেশি দামে বিক্রি হয়েছে এই ঐতিহ্যবাহী তলোয়ার। কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত যে যে ভারতীয় ঐতিহাসিক সামগ্রী বিক্রি হয়েছে, তার মধ্যে এটির বিক্রয়মূল্য সবচেয়ে বেশি।
১৭৮২ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান। নিজের পরাক্রমের জন্য তিনি পরিচিত ছিলেন ‘টাইগার অব মহীশূর’ নামে। ১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ সেনা মহীশূরের রাজধানী শ্রীরঙ্গপত্তনমে আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে। তারপর তাঁর প্রাসাদ লুট করা হয়। প্রাসাদের অন্দরমহল থেকেই উদ্ধার হয় এই তলোয়ারটি। ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডকে তাঁর সাহসের স্মারক স্বরূপ তলোয়ারটি উপহার দেওয়া হয়। জানা যায়, সুলতান যেখানে ঘুমোতেন তার ঠিক পাশে রাখা থাকত তলোয়ারটি। তাঁর অন্যান্য তলোয়ারের চেয়ে এটির সৌন্দর্য অনেক বেশি বলে দাবি নিলামকারী সংস্থার।

26th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ