বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘মোসারু’ নয়, লিখতে হবে ‘দহি’
নির্দেশ ঘিরে বিতর্ক

বেঙ্গালুরু: ‘মোসারু’ নয়। প্যাকেটের উপর লিখতে হবে ‘দহি’। সম্প্রতি কর্ণাটক মিল্ক ফেডারেশনকে এমনই নির্দেশ দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)। দইয়ের প্যাকেটে স্থানীয় কন্নড় ভাষায় ‘মোসারু’ লেখা থাকে। এবার এর বদলে দইয়ের হিন্দি প্রতিশব্দ ‘দহি’ লিখতে বলা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই কর্ণাটকেও হিন্দি ভাষা চাপানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। এফএসএসএআইয়ের এই নয়া নির্দেশ তারই অংশ। এর জেরে  নতুন করে সংঘাত তৈরি হয়েছে দক্ষিণী রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে। তামিলনাড়ু কো-অপারেশন মিল্ক প্রোডিউসার্স ফেডারেশনকেও একইরকম ‘নোট’ পাঠিয়েছে এফএসএসএআই। স্থানীয় স্তরে এর চরম বিরোধিতা শুরু হয়েছে। 
গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন কমিটি সরকারি কাজকর্মের মাধ্যম হিসেবে স্থানীয় ভাষার পাশাপাশি হিন্দি ব্যবহারের সুপারিশ করেছিল। তার কড়া সমালোচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ওই সুপারিশকে অবাস্তব ও বিভাজনকারী বলে কটাক্ষ করেন তিনি। একই সুরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ