বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিজেপির নতুন দপ্তর নিয়ে জল্পনা  
দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি

সাততলা বিল্ডিং। আবাসিকদের জন্য কমবেশি ৬০টি ঘর। সেমিনার হলে প্রায় এক হাজার মানুষের একসঙ্গে বসার বন্দোবস্ত। নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে মঙ্গলবার  সম্প্রসারিত এই দলীয় দপ্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নামে ‘সম্প্রসারিত’ হলেও আদতে বিজেপির নতুন পার্টি অফিস-কাম-রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যেন একটি পাঁচতারা হোটেল। কিন্তু জল্পনা বাড়িয়েছে তার কড়া নিরাপত্তা। কঠোর নজরদারি এড়িয়ে কার্যত মাছিও গলতে দিচ্ছেন না বিজেপির নতুন ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। গেরুয়া শিবিরের কয়েকজন হাতে গোনা নেতা ছাড়া এই মুহূর্তে নতুন ভবনে প্রবেশাধিকার নেই কারও। সম্পূর্ণ ব্রাত্য সংবাদমাধ্যমও। নতুন ভবনে প্রবেশে কেন এত কড়াকড়ি, উদ্বোধনের একদিনের মধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি। অশোকা রোড থেকে দলের কেন্দ্রীয় কার্যালয় আইটিও’র কাছে দীনদয়াল উপাধ্যায় মার্গে সরিয়ে নিয়ে আসে বিজেপি। তখনই গেরুয়া শিবিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, এটি দেশের মধ্যে তো বটেই - এমনকী, সারা বিশ্বে কোনও রাজনৈতিক দলের সবথেকে বড় পার্টি অফিসের তকমা পাওয়ার দাবিদার। কিন্তু উদ্বোধনের পর দেখা যাচ্ছে, বিজেপির এই সম্প্রসারিত নতুন ভবনের আয়তন দলের বর্তমান কেন্দ্রীয় কার্যালয়ের থেকেও অনেকটাই বড়। কেন্দ্রীয় কার্যালয়ের মোট আয়তন প্রায় ১ লক্ষ ৭০ হাজার বর্গফুট। ফলে সম্প্রসারিত ভবনটির বহর সহজেই অনুমেয়। কিন্তু আয়তন বা নির্মাণ ব্যয় নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই মুখে কুলুপ এঁটেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ