বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মমতার আর্জি খারিজ বম্বে হাইকোর্টে

মুম্বই: জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন বুধবার খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। ২০২১ সালের ১ ডিসেম্বরে মুম্বই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন। এই অভিযোগে কাফে প্যারেড থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপির মুম্বইয়ের সেক্রেটারি বিবেকানন্দ গুপ্ত। মুম্বইয়ের নগর দায়রা আদালতেও মামলা করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে মমতার বিরুদ্ধে সমন জারি করে আদালত। এরপর চলতি বছরের জানুয়ারিতে পদ্ধতিগত ত্রুটি সহ নানা কারণ দেখিয়ে সমন বাতিল করে দেয় বিশেষ আদালত। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ফেরত পাঠানো হয়। বিশেষ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে যান মমতার আইনজীবী । বুধবার বিচারপতি অমিত বরকারের এক সদস্যের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, ‘বিশেষ আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে নিম্ন আদালতে ফেরত পাঠিয়েছে। তা সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ