দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

সারা জীবনের জন্য খারিজ করে দিন
সদস্যপদ, আমি থামব না: রাহুল

নয়াদিল্লি: সারা জীবনের জন্য সদস্যপদ বাতিল করে দিন! মারুন কিংবা জেলে ভরে দিন, আমাকে ভয় পাওয়ানো যাবে না। সাংসদ পদ খারিজ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসে মোদি সরকারের বিরুদ্ধে একেরপর এক তোপ দেগে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ, শনিবার দুপুর ১টার সময় সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। সেখানে তিনি বলেন, ‘আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কী! কীভাবে আদানির ঝুলিতে ২০ হাজার কোটি টাকা এল, এই নিয়ে প্রশ্ন করাতেই আমার বিরুদ্ধে এই পদক্ষেপ। আসলে এটা আমার প্রশ্নই নয়। মানুষকে বিপথে চালিত করতেই এই আয়োজন। প্রধানমন্ত্রীর চোখে আমি আমার আদানি নিয়ে প্রশ্নের ভয় দেখেছি।’ রাহুলের আরও অভিযোগ, তাঁর বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন বলেও দাবি করেছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ। তাঁর দাবি, ‘আমি  ইংল্যান্ডে দেশ বিরোধী কিছুই বলিনি। আমার বলা কথাকে বিকৃত করে পেশ করা হয়েছে।’ সবশেষে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেছেন, ‘আমি গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে নেমেছি। আমি সত্য ছাড়া আর কিছুতেই আগ্রহী নই। সংসদে থাকি আর না থাকি, আমি লড়াই থামাব না। এটা আমার রক্তে আছে।’ প্রসঙ্গত, সুরাত আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ২ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এই মামলায় জামিন পেলেও সাংসদ পদ খারিজ হয়েছে ২০১৯ সালে কেরলের ওয়ানাড় কেন্দ্র থেকে জয়ী রাহুলের। নিম্ন আদালতের এই রায় যদি বহাল থাকে তাহলে আগামী ৬ বছর নির্বাচন লড়তে পারবেন না সোনিয়া পুত্র। সেক্ষেত্রে ২৪-এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে ছাড়াই ভোটে নামতে হবে কংগ্রেসকে। তবে আজ ২ বছর বা তার বেশি কারাদণ্ডের সাজাপ্রাপ্ত জনপ্রতিনিধির সদস্যপদ বাতিলের নিয়মকে অসাংবিধানিক বলে তা খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কেরলের এক বাসিন্দা। উচ্চ আদালত এই নিয়ে কী আদেশ দেয় সেই দিকে তাকিয়ে দেশের রাজনৈতিক মহল। এবার এই ঘটনায় কোন দল লাভবান হয় সেটাই দেখার।
16Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা