বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সারা জীবনের জন্য খারিজ করে দিন
সদস্যপদ, আমি থামব না: রাহুল

নয়াদিল্লি: সারা জীবনের জন্য সদস্যপদ বাতিল করে দিন! মারুন কিংবা জেলে ভরে দিন, আমাকে ভয় পাওয়ানো যাবে না। সাংসদ পদ খারিজ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসে মোদি সরকারের বিরুদ্ধে একেরপর এক তোপ দেগে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ, শনিবার দুপুর ১টার সময় সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল। সেখানে তিনি বলেন, ‘আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কী! কীভাবে আদানির ঝুলিতে ২০ হাজার কোটি টাকা এল, এই নিয়ে প্রশ্ন করাতেই আমার বিরুদ্ধে এই পদক্ষেপ। আসলে এটা আমার প্রশ্নই নয়। মানুষকে বিপথে চালিত করতেই এই আয়োজন। প্রধানমন্ত্রীর চোখে আমি আমার আদানি নিয়ে প্রশ্নের ভয় দেখেছি।’ রাহুলের আরও অভিযোগ, তাঁর বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন বলেও দাবি করেছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ। তাঁর দাবি, ‘আমি  ইংল্যান্ডে দেশ বিরোধী কিছুই বলিনি। আমার বলা কথাকে বিকৃত করে পেশ করা হয়েছে।’ সবশেষে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেছেন, ‘আমি গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে নেমেছি। আমি সত্য ছাড়া আর কিছুতেই আগ্রহী নই। সংসদে থাকি আর না থাকি, আমি লড়াই থামাব না। এটা আমার রক্তে আছে।’ প্রসঙ্গত, সুরাত আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ২ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এই মামলায় জামিন পেলেও সাংসদ পদ খারিজ হয়েছে ২০১৯ সালে কেরলের ওয়ানাড় কেন্দ্র থেকে জয়ী রাহুলের। নিম্ন আদালতের এই রায় যদি বহাল থাকে তাহলে আগামী ৬ বছর নির্বাচন লড়তে পারবেন না সোনিয়া পুত্র। সেক্ষেত্রে ২৪-এর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে ছাড়াই ভোটে নামতে হবে কংগ্রেসকে। তবে আজ ২ বছর বা তার বেশি কারাদণ্ডের সাজাপ্রাপ্ত জনপ্রতিনিধির সদস্যপদ বাতিলের নিয়মকে অসাংবিধানিক বলে তা খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কেরলের এক বাসিন্দা। উচ্চ আদালত এই নিয়ে কী আদেশ দেয় সেই দিকে তাকিয়ে দেশের রাজনৈতিক মহল। এবার এই ঘটনায় কোন দল লাভবান হয় সেটাই দেখার।

25th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ