দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

ইন্দিরার পুনরাবৃত্তি নিয়ে শঙ্কায় বিজেপি
রাহুল কাণ্ড

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এতদিন বিরোধীদের মধ্যে সেরকম কোনও সমন্বয় দেখা যাচ্ছিল না। কিন্তু শুক্রবার রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজ হতে না হতেই সেই ছবি উধাও। প্রায় সব বিরোধী দল একসুরে চরম আক্রমণ করেছে বিজেপি তথা মোদি সরকারকে। সকলের এক অভিযোগ—গণতন্ত্র বিপন্ন! আর 
এতেই অস্বস্তি বাড়ছে বিজেপির অন্দরে। রাহুল গান্ধীর ইস্যু বিরোধীদের হঠাৎ এক ছাতার নীচে নিয়ে এসে সম্মিলিত এক শক্তিতে পরিণত করবে না তো? প্রথম দিন থেকে এই ভয় গ্রাস করেছে গেরুয়া শিবিরকে। কারণ, গত শতাব্দীর সাতের দশকে রাহুলের ঠাকুমা, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যেতে হয়েছিল। তার জেরে দেশবাসীর সহানুভূতি পেয়ে যান তিনি। আর তিন বছরের মধ্যেই পরবর্তী নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়ে ফিরে আসেন। এদিনের ঘটনায় তার ছায়া দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। ঠাকুমার সেই লড়াইয়ের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন না তো রাহুল? 
এই ঘটনায় রাজনৈতিকভাবে বিজেপির লাভ কতটা হবে? ক্ষতিও বা কী হতে পারে? এই নিয়ে বিজেপির অন্দরে জোরদার জল্পনা শুরু হয়েছে। গোটা বিষয়টিকে ঢাল করে এবার আরও আক্রমণাত্মক হওয়ারই প্ল্যান গেরুয়া শিবিরের। দেশজুড়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে শুরু করা হবে প্রচার—মোদি পদবিকে অপমান করে আসলে অনগ্রসর শ্রেণিকে অসম্মান করেছেন তিনি। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, ‘দেশের দলিত অনগ্রসরকে অপমান করেছেন রাহুল গান্ধী।’ অনুরাগ ঠাকুর, ধর্মেন্দ্র প্রধানের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা জানিয়েছেন, রাহুল গান্ধী ও কংগ্রেসের উচিত বিচারবিভাগকে সম্মান করা। তাঁকে অনেকবার সতর্ক করা হহয়েছে। অথচ তিনি বারবার এভাবে অপমানসূচক মন্তব্য করেন।
অন্যদিকে, মুখে প্রকাশ করতে না পারলেও বিজেপির অন্দরে কিন্তু জন্ম নিয়েছে ভিন্ন ভাবনা। এর ফলে রাহুল গান্ধী ‘নায়ক’ হয়ে গেলেন না তো? আগামী দিনে দেশজুড়ে তিনি ও কংগ্রেস নেতারা তো প্রচার করতে পারেন যে, তাঁকে সংসদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস এই ইস্যুকে কোনদিকে এবং কীভাবে নিয়ে যাবে, তা নিয়েও ধোঁয়াশায় বিজেপি। তবে রাহুল গান্ধী যদি সহানুভূতি পেতে শুরু করেন এবং সেটাকে আগামী ভারত জোড়ো যাত্রায় পুঁজি করেন, তাহলে প্রতিরোধ করা যাবে কীভাবে? এই নিয়েও রীতিমতো জল্পনা চলছে বিজেপির মধ্যে। তবে তাদের সবথেকে বড় শঙ্কা এখন, বিরোধীদের মধ্যে এই ইস্যুতে ঐক্যের সুর। বিরোধীরা প্রশ্ন তুলেছে, এত তাড়াহুড়ো করা হল কেন? কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অবশ্য  বলেছেন, এই আইন তো ইউপিএ সরকারই করেছিল। আর রাহুল গান্ধী এই আইনের সংশোধনীর অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলেছিলেন। আজ সেই আইনের ফাঁসেই তিনি সাজাপ্রাপ্ত। এখানে রাজনৈতিক প্রতিহিংসা নেই। পাল্টা  হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরাও, ‘এবার সামগ্রিক লড়াই শুরু হবে।’ 
 আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে তদন্তের দাবি ও রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে বিক্ষোভ। নয়াদিল্লির বিজয় চকে পিটিআইয়ের তোলা ছবি।
16Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা