দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ 
বিজ্ঞপ্তি দিয়ে জানাল লোকসভার সচিবালয়

নয়াদিল্লি, ২৪ মার্চ: আশঙ্কা ছিলই। আজ, শুক্রবার অবশেষে সেটিই সত্যি হল। লোকসভার সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জানানো হয়েছে, সাংসদ পদে আর থাকতে পারবেন না রাহুল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময় মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাহুল গান্ধী। নীরব মোদি এবং ললিত মোদিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব চোরের পদবিই কেন মোদি হয়? তাঁর সেই মন্তব্যের পরই গুজরাতের সুরাত আদালতে মামলা দায়ের করেন বিধায়ক তথা সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। সেই মামলার রায়ে গতকাল, বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হন রাহুল। কংগ্রেস নেতার ২ বছরের জেলের সাজাও ঘোষণা হয়। আর সেই সাজার ভিত্তিতেই রাহুলের সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে বলে লোকসভার সচিবালয়ের তরফে জানানো হয়েছে। সুরাত আদালতেই গতকাল, বৃহস্পতিবার জামিনের আবেদন করেছিলেন রাহুল। তাতে সাড়া দিয়ে রাহুলকে জামিন দেয় আদালত। কিন্তু দোষী সাব্যস্ত নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। যার ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে। আর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘সত্যি কথা বলার সাজা পেলেন রাহুলজি।’ মোদি পদবি মন্তব্যে সুরাত আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় বড়সড় ধাক্কা খেল কংগ্রেস শিবির। এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।
16Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা