বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ 
বিজ্ঞপ্তি দিয়ে জানাল লোকসভার সচিবালয়

নয়াদিল্লি, ২৪ মার্চ: আশঙ্কা ছিলই। আজ, শুক্রবার অবশেষে সেটিই সত্যি হল। লোকসভার সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জানানো হয়েছে, সাংসদ পদে আর থাকতে পারবেন না রাহুল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময় মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাহুল গান্ধী। নীরব মোদি এবং ললিত মোদিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব চোরের পদবিই কেন মোদি হয়? তাঁর সেই মন্তব্যের পরই গুজরাতের সুরাত আদালতে মামলা দায়ের করেন বিধায়ক তথা সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। সেই মামলার রায়ে গতকাল, বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হন রাহুল। কংগ্রেস নেতার ২ বছরের জেলের সাজাও ঘোষণা হয়। আর সেই সাজার ভিত্তিতেই রাহুলের সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে বলে লোকসভার সচিবালয়ের তরফে জানানো হয়েছে। সুরাত আদালতেই গতকাল, বৃহস্পতিবার জামিনের আবেদন করেছিলেন রাহুল। তাতে সাড়া দিয়ে রাহুলকে জামিন দেয় আদালত। কিন্তু দোষী সাব্যস্ত নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। যার ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে। আর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘সত্যি কথা বলার সাজা পেলেন রাহুলজি।’ মোদি পদবি মন্তব্যে সুরাত আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় বড়সড় ধাক্কা খেল কংগ্রেস শিবির। এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।

24th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ