দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

কোনও আলোচনা ছাড়াই আজ
সংসদে পাশ হবে কেন্দ্রীয় বাজেট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকার-বিরোধীদের হট্টগোলের মধ্যেই আজ পাশ হয়ে যাবে কেন্দ্রীয় বাজেট। কোনও আলোচনা ছাড়াই। সংসদ তথা রাজনৈতিক সূত্রে এমনটাই জানা গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেছেন। বিভিন্ন মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে সংসদে আলোচনাই দস্তর। তারপরেই পাশ হয় অর্থবিল। যাকে সহজ কথায় বাজেট পাশ বলা হয়। গত ১৩ তারিখ থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। কিন্তু আদানি ইস্যুতে বিরোধীদের জেপিসি (যৌথ সংসদীয় কমিটি) গঠন করে তদন্তের দাবি, অন্যদিকে লন্ডনে রাহুল গান্ধীর ভারতের গণতন্ত্র বিষয়ে 
এক মন্তব্যে বিজেপির প্রতিবাদের জেরে লোকসভা হোক বা রাজ্যসভা, 
কোনওটিই ঠিক মতো চলছে না। কাটছে না অধিবেশনের অচলাবস্থা। তাই রেল, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ, আদিবাসী বিষয়ক, সংস্কৃতি ও পর্যটন, স্বাস্থ্যর মতো পাঁচটি মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে পৃথকভাবে আলোচনার জন্য ঠিক হলেও তা এখনও হয়নি। 
এদিকে, ১ এপ্রিল থেকে শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষ। হাতে আর সময় নেই। তাই আজ উল্লেখিত মন্ত্রকের বাজেট বরাদ্দের বিষয়টি ‘গিলোটিনে’ অর্থাৎ সবকটি একসঙ্গে ধরে পাশ করিয়ে দেওয়া হবে বলেই ঠিক করেছে মোদি সরকার। এরই পাশাপাশি পাশ হবে ‘দ্য অ্যাপ্রোপিয়েশন বিল ২০২৩।’ অর্থাৎ পাশ হবে বাজেট। আগামী ৬ এপ্রিল পর্যন্ত সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় চলার কথা থাকলেও তার আগেই আগামী কয়েকদিনের মধ্যেই তা শেষ হয়ে যাবে।
16Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা