বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দেশের সর্বত্র পৌঁছয়নি পরিস্রুত পানীয়
জল, বলছে কেন্দ্রের রিপোর্ট
জলসঙ্কটের আশঙ্কা রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রের উদ্যোগে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে গোটা দেশে। অথচ ৭৫ বছর পরও পরিস্রুত পানীয় জল পৌঁছয়নি দেশের বিস্তীর্ণ অংশে। খোদ কেন্দ্রের রিপোর্টেই ধরা পড়েছে ব্যর্থতার এই ছবি। ২২ মার্চ, বুধবার ছিল বিশ্ব জল দিবস। তার আগে মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১১ কোটি ৪৯ লক্ষ বাড়িতে নলবাহিত জল পৌঁছে গিয়েছে। ১ লক্ষ ৫৩ হাজার গ্রামে নিরাপদ পানীয় জল সরবরাহ করা হয়। কেন্দ্রীয় রিপোর্টে অবশ্য এই পরিসংখ্যানকে সাফল্য হিসেবেই তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০১৮-’১৯ অর্থবর্ষে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৫ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চলতি অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার কোটি টাকায়। এর ফলে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বিভিন্ন জেলায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পেয়েছে।
তবে, শহরাঞ্চলে ভারতের জলসঙ্কট নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। তাতে বলা হয়েছে, ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন শহরের ৯৩ কোটি ৩০ লক্ষ মানুষ জলসঙ্কটে ছিলেন। ২০৫০ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে হবে ১৭০ কোটি থেকে ২৪০ কোটি। যাঁর অধিকাংশ বাসিন্দাই হবেন ভারত, পাকিস্তান ও চীনের। এই তিন দেশের মধ্যে আবার ভারত সবচেয়ে বেশি সঙ্কটে পড়বে। সারা বিশ্বের চিত্রও আশাপ্রদ নয়। রাষ্ট্রসঙ্ঘের তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ২৬ শতাংশ মানুষ এখনও নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত। ৪৬ শতাংশ মানুষ এখনও প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ পান না। -ফাইল চিত্র

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ