বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টারে
ছয়লাপ রাজধানী দিল্লি, উদ্বিগ্ন কেন্দ্র
দায়ের ১১৪টি এফআইআর, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। খোদ রাজধানীর বুকে একাধিক জায়গায় এই পোস্টার। যা নিয়ে কপালে ভাঁজ মোদি সরকারের। গোটা ঘটনায় তারা এতটাই উদ্বিগ্ন যে, প্রায় ১১৪টি এফআইআর করা হয়েছে, দিনভর তল্লাশি চলেছে সর্বত্র। এই পোস্টার লাগানো, ছাপানো এবং বিলি করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরই তেড়েফুঁড়ে নেমেছে বিরোধীরা। পোস্টার সাঁটানোর কথা স্বীকার করে আম আদমি পার্টির হুঁশিয়ারি, ‘এই স্লোগান আইনত অপরাধ কবে থেকে হল! আবার এই পোস্টার লাগাব।’ রাজধানী তো বটেই, এই ইস্যুতে প্রবল হইচই শুরু হয়েছে দেশজুড়ে।   
হিন্দুত্ব বিরোধী টুইট করার দায়ে মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চেতন কুমার। প্রকাশ্যে বিবিসি ডকুমেন্টরি দেখার জন্য দুই ছাত্রকে পরীক্ষা দেওয়া থেকে বিরত করে দুই বছরের জন্য সাসপেন্ড করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। আর মঙ্গলবার পোস্টারকাণ্ডে ১১৪টি এফআইআরের পাশাপাশি ৬ জনকে গ্রেপ্তার। মোদি সরকারের একের পর এক এহেন কর্মকাণ্ডেই প্রমাণ, লোকসভা নির্বাচনের মুখে যে কোনও বিরোধিতাকেই ভয় পাচ্ছে তারা। আপের পাশে দাঁড়িয়ে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতির বিবৃতি, ‘দেশে কি অঘোষিত জরুরি অবস্থা শুরু হয়েছে? মোদি সরকার কি এবার পূর্ণমাত্রায় স্বৈরাচারের পথেই অগ্রসর হচ্ছে?’
পোস্টার কাণ্ডে প্রিন্টিং প্রেসের মালিকসহ ৬ জনকে গ্রেপ্তার করেই বিষয়টির সমাপ্তি ঘটায়নি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিস। কোন কোন প্রিন্টিং প্রেসে এই পোস্টার ছাপা হয়েছে, সেই এলাকাগুলিতে অভিযান চলেছে দিনভর। এমনকী যে ভ্যানে করে পোস্টার বিলি হয়েছে, সেই ভ্যান আটক করে চালককে গ্রেপ্তার করা হয়েছে। আপের অভিযোগ, ‘দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া কিংবা প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরোধিতা তাহলে এখন থেকে সরাসরি আইনত অপরাধ? গণতন্ত্রের আর কী বেঁচে রইল?’
বিষয়টি নিয়ে আজ সংসদে যে ফের হইচই শুরু হবে, তা নিয়ে সংশয় নেই। কারণ বিরোধীদের প্রশ্ন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান সংবলিত পোস্টার দেওয়ার জন্য গ্রেপ্তার, জরুরি অবস্থা ছাড়া এরকম পরিস্থিতি কবে হয়েছে?’ আর মোদি সরকারের উপর প্রত্যক্ষ চাপ তৈরি করতে উদ্যত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কারণ, আজ তিনি সমাবেশ করবন যন্তরমন্তরে। এখান থেকেই উত্থান তাঁর। মোদিবিরোধী লড়াই চরমে নিয়ে যেতে সেখানেই ফিরছেন তিনি। স্লোগান হবে সেই ‘মোদি হটাও দেশ বাঁচাও’।
এই ধরনের পোস্টারে ছেয়ে গিয়েছে দিল্লি। 
 

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ