বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘জাতীয় ধর্মে’র মোড়কে
হিন্দুত্বের অস্ত্রে শান যোগীর

নয়াদিল্লি: আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। সেদিকে তাকিয়ে ফের হিন্দুত্ব অস্ত্রেই শান দিচ্ছে বিজেপি। সেই লক্ষ্যেই এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, হিন্দু সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম।  তাকে সম্মান করতে হবে সব নাগরিককেই। রাজস্থানের ভিনমলে নীলকান্ত মহাদেব মন্দিরের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিজেপির হিন্দুত্ব রাজনীতির ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পরামর্শ, অতীতে ধ্বংসপ্রাপ্ত ধর্মস্থানগুলির পুনর্গঠনে প্রচারাভিযান শুরু করা উচিত। ঠিক যেমনটা হয়েছিল অযোধ্যার রামমন্দির নির্মাণের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টায় ৫০০ বছর পর সেখানে প্রভু রামের বিশাল মন্দির তৈরি হচ্ছে। মন্দির নির্মাণে প্রত্যেক ভক্তের অবদানের মাধ্যমে জাতীয় আবেগরই প্রতিফলন ঘটেছে। যোগীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতা উদিত রাজের টুইট, ‘মুখ্যমন্ত্রী যোগী বলছেন সনাতন ধর্ম ভারতের জাতীয় ধর্ম। এর অর্থ শিখ, জৈন, বুদ্ধ, খ্রিস্টান ও ইসলামের মতো অন্য ধর্মগুলি খতম।’
আর মাস দশেক পরেই কংগ্রেস শাসিত রাজস্থানে বিধানসভা ভোট। তার আগে অশোক গেহলটের রাজ্যের ওই অনুষ্ঠানে বিতর্ক উস্কে দিয়ে সনাতন ধর্মকে ভারতের রাষ্ট্রীয় ধর্মের তকমা দিয়েছেন যোগী। একইসঙ্গে তিনি বলেছেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারলে রাষ্ট্রীয় ধর্মের সঙ্গে সংযোগ তৈরি হবে আমাদের। সেই সংযোগ গড়ে উঠলে আমাদের দেশও নিরাপদ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেষ্টাতেই আজ গোটা দেশ ঐতিহ্যরক্ষার অঙ্গীকার করেছে। ১ হাজার ৪০০ বছর পর নীলকান্ত মন্দিরের পুনর্গঠন ঐতিহ্যরক্ষা ও তার প্রতি সম্মান জানানোর উদাহরণই তুলে ধরছে।  রাজনৈতিক মহলের মতে, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের বেহাল দশায় নাজেহাল আম জনতা। এই পরিস্থিতিতে বিভাজনের চেনা ছকে ধর্মীয় ভাবাবেগেই ভরসা খুঁজছে গেরুয়া শিবির।  ফাইল চিত্র

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ