বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মরণোত্তর পদ্মবিভূষণ ওআরএস
আবিষ্কর্তা দিলীপ মহলানবিশকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৬ অক্টোবর তিনি যখন প্রয়াত হন, বিজ্ঞানীমহলে আলোচনার প্রধান বিষয় ছিল একটাই— ফের ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের ঘটনারই বোধহয় পুনরাবৃত্তি হবে। জীবিতবস্থায় প্রাপ্য সম্মান পেলেন না একবিংশ শতকের ‘সর্বশ্রেষ্ঠ আবিষ্কার’ ওআরএস-এর জনক ডাঃ দিলীপ মহলানবিশ। আঞ্চলিক, জাতীয় সংবাদমাধ্যমও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কেন্দ্রকে। বলা হয়েছিল, জীবিতবস্থায় তিনি না পেলেন নোবেল, না দেওয়া হল পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো জাতীয় সম্মান। বাস্তবটা হলও ঠিক তাই। সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে, তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণের মতো দেশের দ্বিতীয় বড় সম্মান প্রদানের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এভাবেই কিছুটা ড্যামেজ কন্ট্রোল করল কেন্দ্র। এক সরকারি বিবৃতিকে কেন্দ্র জানিয়েছে, ডাঃ মহলানবিশের কাজের জন্য এখনও পর্যন্ত পৃথিবীতে পাঁচ কোটি মানুষের মৃত্যু আটকানো গিয়েছে। 
এদিকে, পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে বিশিষ্ট কাঁথাস্টিচ শিল্পী প্রীতিকণা গোস্বামীর। বুধবার রাতে সেই খবর পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি। আবেগপ্রবণ হয়ে বলেন,‘আনন্দ হচ্ছে, দুঃখও। অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসেছি।’ রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা অসুস্থতার কারণে আপাতত ১০ জন মেয়েকে সেলাইয়ের কাজ শেখান। তাঁরাই আগামীতে এই কাজ এগিয়ে নিয়ে যাক, আশা প্রীতিকণার। 

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ