দেশ

শুক্রবার দিনভর মুম্বইয়ে বৃষ্টি হলেও তার তেজ ছিল তুলনামূলকর অনেক কম। যদিও দুর্যোগ এখনও কাটেনি। শনিবার পর্যন্ত মুম্বই এবং পাশ্ববর্তী পালঘরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। লাল সতর্কতা জারি আছে রত্নাগিরি, রায়গড়ে। ইতিমধ্যে বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। রায়গড়ের আলিবাগ উপকূলে আরব সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি টাগবোটের ১৪ জন নাবিককে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। পিটিআই

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নাম জড়ালো
কেসিআর কন্যার, পাল্টা তোপ কবিতার  

 

হায়দরাবাদ, ১৯ ডিসেম্বর: বিরোধীদের মুখবন্ধ করতে মোদি-শাহের হাতিয়ার ইডি-সিবিআই। সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি-মহারাষ্ট্র। কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করে    বিরোধীদের মনোবল ভাঙা ও আক্রমণের মুখ ভোঁতা করতে কেন্দ্রের তরফে আসরে নামানো হচ্ছে ইডি-সিবিআইকে। এবার তেলেঙ্গনাতেও বিরোধী কণ্ঠস্বরকে দমাতে কেন্দ্রীয় এজেন্সিকে এগিয়ে দিয়েছে মোদি-শাহ জুটি। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডির তালিকায় নাম উঠে এসেছে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার। এই আবগারি মামলাতেই আপ নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে লাগাতার জেরা করেছে ইডির আধিকারিকেরা। এবার সেই একই মামলায় নাম জুড়ল কেসিআর কন্যার। যা নিয়ে আজ, বৃহস্পতিবার ক্ষোভ উগরে দিয়েছেন তেলেঙ্গনার বিধান পরিষদের সদস্যা কে কবিতা। তিনি বলেছেন, এখন বাচ্চারও জানে যে মোদি আসার আগে ইডি আসে। এইভাবে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করে আপনারা নির্বাচনে জিততে পারবেন না। নিম্নমানের রাজনীতি করছে বিজেপি। গতকাল, বুধবার আদালতে ইডি জানায় এই আবগারি মামলার মূল চক্রী হলেন কে কবিতা। এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে কেসিআর কন্যার নাম সামনে এসেছে। তাই তাঁকে জিজ্ঞসাবাদ করা জরুরি। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে তেলেঙ্গনায় বিধানসভা নির্বাচন। তার আগেই ওই রাজ্যে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা চোখে পড়ার মতো। যদিও আবগারি দুর্নীতিতে কোনও যোগ নেই বলে স্পষ্ঠ জানিয়েছেন কেসিআর কন্যা। তদন্তের স্বার্থে তিনি ইডি ডাকলেই যাবেন বলে জানিয়েছেন।
20Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা