বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিআরএসের মন্ত্রী ও এমপিকে
নোটিস পাঠাল সিবিআই

নয়াদিল্লি: তেলেঙ্গানা সরকারের মন্ত্রী গাঙ্গুলা কমলাকরকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল সিবিআই। পাশাপাশি ভারত রাষ্ট্র সমিতির রাজ্যসভার সদস্য বদ্দিরাজু রামচন্দ্রকেও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার দিল্লির তামিলনাড়ু ভবনে এক ভুয়ো সিবিআই অফিসারকে গ্রেপ্তার করেছিলেন গোয়েন্দারা। তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমলাকর ও রামচন্দ্রকে ডেকে পাঠানো হয়েছে। আজ, বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের প্রধান কার্যালয়ে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। বুধবার সিবিআইয়ের দু’টি টিম কমলাকার এবং রামচন্দ্রের বাড়িতে এই নোটিস দিয়ে আসে। 
গত ২৮ নভেম্বর দিল্লির তামিলনাড়ু ভবন থেকে কে রেড্ডি শ্রীনিবাস নামে এক ভুয়ো অফিসারকে গ্রেপ্তার করে সিবিআই। বিশাখাপত্তনমের চিন্নাওয়ালতাইয়ের বাসিন্দা ওই ব্যক্তি নিজেকে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বলে পরিচয় দেয়। শুধু তাই নয়, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিসের পরিচয় দিয়ে ওই ব্যক্তি তামিলনাড়ু ভবনে থাকছিল। সিবিআই ও আইপিএস অফিসারের ছদ্মবেশ নিয়ে শ্রীনিবাস সরকারি কর্মচারীদের থেকে নথি সংগ্রহ এবং লবি করছিল বলে অভিযোগ।

1st     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ