বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভারত-পাক সীমান্তে ফের ড্রোন, গুলি করে
নামাল সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা

অমৃতসর, ২৯ নভেম্বর: ফের ভারত-পাক সীমান্তে ড্রোনের আনাগোনা। গুলি করে নামাল সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকেরা। পাঞ্জাবের অমৃতসর জেলার চাহারপুর গ্রামে সীমান্ত দিয়ে ড্রোন উড়ে আসতে দেখেন বিএসএফের জওয়ানরা। পাকিস্তানের দিক থেকেই ওই ড্রোনটি উড়ে আসছিল। যা দেখা মাত্রই গুলি করে নামায় জওয়ানরা। গতকাল, সোমবার রাতে ঘটেছে ঘটনাটি।  কিছুদিন আগে ওই এলাকায় দুটি ড্রোন দেখা যায়। সেগুলিকেও গুলি করে নামায় সীমান্ত রক্ষা বাহিনী। বিএসএফের তরফে জানানো হয়েছে, মাদক পাচারের জন্য ওই ড্রোন গুলি ব্যবহার করা হচ্ছে। বিগত কিছুদিন ধরেই চাহারপুর গ্রামে সীমান্ত দিয়ে পাকিস্তানের ড্রোনের আনাগোনা বেড়েছে। তাই ওই জায়গায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে বিএসএফ। ২০২২ সালে এখনও পর্যন্ত মোট ২৩০ টি ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতের সীমান্তে প্রবেশ করেছে। গতবছরে এই সংখ্যাটি ছিল ১০৪ এর কাছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক।  

29th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ