বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সম্পাদকীয়

জনগণ জানতে চায়

নেতা-মন্ত্রীদের কথা শুনলে মাঝেমধ্যে ধন্দ জাগে! একই কথা যখন কোনও সমাজ সংস্কারক বা বিশিষ্ট নাগরিক বলেন, তখন তা গভীরভাবে মনে রেখাপাত করে। কোনও প্রশ্ন বা শঙ্কা তাড়া করে বেড়ায় না। এমনকী তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের মতো কোনও এক স্কুলের প্রধান শিক্ষিকাও যখন নাবালিকা পড়ুয়াদের  সাদা কথায় উচিত-অনুচিতের পাঠ দেন, তা বিশ্বাস করতে ইচ্ছে করে। আর জি কর কাণ্ডে এক ডাক্তার-পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় অযুত কণ্ঠে সুবিচারের আওয়াজ উঠেছে। এই হিংস্র ঘটনায় যুক্ত দোষী বা দোষীদের দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমেছেন অগণন মানুষ। কঠোরতম শাস্তি মানে ‘মৃত্যুদণ্ড’। খুব দ্রুত বিচারপর্ব সেরে কঠোর শাস্তির পক্ষে জোরালো সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর জি করের নাম না করে নারী নির্যাতন নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর শাসনকালের ইতিহাস বলছে, সাধারণত এমন ‘ছোটখাট’ বিষয় নিয়ে মুখ খোলেন না তিনি। কিন্তু এখন, মাত্র দশ দিনের ব্যবধানে দু’বার অর্ধেক আকাশ নিয়ে তাঁর উদ্বেগ ও কঠোর শাস্তির দাওয়াইয়ের কথা ইথার তরঙ্গে ভর করে দেশের কোণে কোণে পৌঁছে গিয়েছে। তিনি বলেছেন, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ‘অমার্জনীয় পাপ’। অপরাধী ও তার মদতদাতারা যেন কোনওভাবেই ছাড় না পায়, তা দেখতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী যখন এমন কড়া পদক্ষেপের নিদান দেন, তখন তা শুনে দেশের ১৪২ কোটি জনগণের আশায় বুক বাঁধার কথা। ভেবে নেওয়া উচিত, আসমুদ্রহিমাচলে আর একজন মেয়েও পৈশাচিক আক্রমণের শিকার হলে অপরাধীর পরিণতি হবে ভয়ঙ্কর। কিন্তু এমনটা ভাবা যাচ্ছে না! প্রধানমন্ত্রী বলার পরেও না। কারণ, গত দশ বছরের অতীতে এমন ‘অমার্জনীয় অপরাধে’ বারবার যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাঁর দলেরই কোনও কোনও নেতা-জনপ্রতিনিধির বিরুদ্ধে, ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা পড়েছে প্রশ্নের মুখে। অথচ প্রায় প্রতিবারই তিনি থেকেছেন মৌন! তাই এখন তাঁর মুখে অপরাধী ‌ও মদতদাতাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণার কথা শুনে ভরসা রাখা যাবে কি? বরং মনে হচ্ছে, রাজনৈতিক অঙ্ক মেনে এসব বলছেন প্রধানমন্ত্রী। 
নির্ভয়ার ঘটনা ভুলে যায়নি দেশ। ২০১২ সালে রাজধানীর বুকে গণধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিল নাগরিক সমাজ। তখন অবশ্য মোদির দল ক্ষমতায় ছিল না। কিন্তু তারপর হাতরাস, উন্নাও, কাঠুয়া, মণিপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের মিছিল দেখেছে দেশবাসী। এর অনেক ঘটনার সঙ্গেই শাসকদলের কর্মীদের একাংশের যোগাযোগ স্পষ্ট হয়েছে। কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের শিশুকে ধর্ষণ করে খুনের পর ধর্ষকদের মুক্তির দাবিতে মিছিল করতে দেখা গিয়েছে বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীদের একাংশকে। যোগীরাজ্য উত্তরপ্রদেশের উন্নাও-এ এক তরুণীর উপর পাশবিক অত্যাচারে যুক্ত অভিযুক্তের নাম কুলদীপ সেঙ্গার। তিনি ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক। হাতরাসে দলিত কন্যাকে গণধর্ষণের পর দোষীদের মুক্তির দাবিতে গ্রামসভা বসিয়েছিল শাসকদলেরই লোকজন। এই ঘটনায় যোগীর পুলিসের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন ওঠে। মণিপুরে বিজেপি’র রাজত্বে মহিলাকে ধর্ষণ এবং প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানোর ঘটনায় গোটা বিশ্বের কাছে মাথা হেঁট হয়েছে ভারতের। অথবা ব্রিজভূষণ সিংয়ের কথাও ভুলে যায়নি দেশ। বিজেপি’র প্রাক্তন সাংসদ ও ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন এই কর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক পদকপ্রাপ্ত ছয় কুস্তিগীর যৌন হেনস্তার অভিযোগ আনেন। দিল্লির রাজপথে এই সোনার মেয়েদের উপর পুলিসের নির্মম অত্যাচার এবং ব্রিজভূষণকে রক্ষা করতে মোদি সরকারের ভূমিকায় কোনও আব্রু ছিল না সেদিন। এই বাহুবলী নেতার ছেলেকে লোকসভায় প্রার্থীও করেছে বিজেপি। গেরুয়াবাহিনীর কুকীর্তির আরও এক অকুস্থল প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাত। সেই রাজ্যের বিলকিস বানোর ধর্ষকদের যাবজ্জীবনের সাজা কমিয়ে মুক্তি দিয়েছিল গুজরাতের বিজেপি সরকার। ‘অপরাধীদের’ মুক্তির দিন ঢালাও সংবর্ধনার আয়োজন করেছিল ‘উগ্রহিন্দুত্ববাদীরা’। এসবই নরেন্দ্র মোদির ঘোষিত ‘অমৃতকালে’র ফসল। কিন্তু এর কোনও ঘটনাতেই প্রধানমন্ত্রীকে সেভাবে উদ্বেগ প্রকাশ করতে দেখেনি দেশের মানুষ (পরে মণিপুর নিয়ে তিনি মৌনতা ভাঙেন)। অধিকাংশ ক্ষেত্রেই কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে। দেশের মানুষ এর উত্তর চায় আজকের উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর কাছে। 
১ জুলাই থেকে ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছে মোদি সরকার। নতুন আইনে মহিলা ও শিশুদের উপর নির্যাতনে একাধিক শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের উপর হামলা রুখতে আইনে আলাদা করে কঠোর ধারার কথা বলা নেই। অথচ এসব ধারা থাকা উচিত বলে মনে করে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন। খবরে প্রকাশ, এই সংক্রান্ত আইনের প্রস্তাব করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকার অবশ্য সেসব খারিজ করে দিয়েছে। বর্তমান আইন অনুযায়ী, নাবালিকা ধর্ষণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের কথা বলা হলেও অন্যক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে। এখন দেখার, সমাজের দাবি এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে আইনে নতুন কোনও কঠোর ধারা যুক্তি হয় কি না।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা