বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
উদ্বোধনী সঙ্গীত ‘এই আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদ’ গানটি গেয়ে শোনান ‘গীতায়তন’-এর শিল্পীবৃন্দ। পরবর্তী পর্বে ‘মঙ্গলাচরণ’ পাঠ করে শোনান দেবাশিস চক্রবর্তী। বিশিষ্ট চিত্রশিল্পী রবীন মণ্ডলকে এদিন ‘বিভাকর’ পুরস্কারে সম্মানিত করা হয়। চিত্রশিল্পী রবীন মণ্ডল সম্পর্কে নানা অজানা কথা শোনান পরিষদের অঙ্কন বিভাগীয় প্রধান বিরাজকুমার পাল। প্রতিষ্ঠা দিবসের বিবৃতি পাঠ করে শোনান পরিষদের কোষাধ্যক্ষ শ্যামল গঙ্গোপাধ্যায়। এছাড়া সুবোধ গঙ্গোপাধ্যায় সম্পর্কে নানা কথা শোনান তার পুত্র দেবাশিস গঙ্গোপাধ্যায়।
দ্বিতীয় পর্যায়ে ছিল সঙ্গীতানুষ্ঠান। তিন পুরুষের গান গেয়ে শ্রোতাদের মোহিত করেন সুদেব দে। মান্না দের কণ্ঠে কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা’ গেয়ে শিল্পী প্রেক্ষাগৃহে নস্ট্যালজিক বাতাবরণ সৃষ্টি করেন। শিল্পীর অন্যান্য নিবেদন ছিল, ‘মা মাগো মা’, ‘ফিরে চল’, ‘আমি চাই না’, ‘ললিতা গো’, ‘কে প্রথম’, ‘আবার হবে তো’। সুদেববাবুর কণ্ঠে তিন পুরুষের গান শ্রোতারা বেশ উপভোগ করেন। অনুষ্ঠানটি সামগ্রিক সঞ্চালনায় ছিলেন ডঃ নূপুর বসু ও রুদ্রনারায়ণ ভট্টাচার্য।