Bartaman Patrika
হ য ব র ল
 

ক্র্যাবি জানার মাঝে অজানা 

গতবছর মা কনফারেন্সের কাজে আমেরিকা যাবেন ঠিক হওয়ার পর বাবা বললেন, আমাকে নিয়ে কোথাও একটা বেড়িয়ে আসবেন। কোথায় যাব তাই নিয়ে জল্পনা-কল্পনা চলছে, এরই মাঝে একদিন স্কুল থেকে ফিরে জানতে পারলাম, আমরা থাইল্যান্ড যাচ্ছি। আমি তো অবাক! দার্জিলিং থেকে ভাবনা-চিন্তা শুরু করে একেবারে বিদেশ?! যাই হোক, যাওয়া যখন হচ্ছে, তখন বাবার থেকে বেড়ানোর সমস্ত বৃত্তান্ত না জানা পর্যন্ত আমার শান্তি নেই।
বাবা বললেন, আমরা গরমের ছুটিতে যাচ্ছি, এক সপ্তাহের ট্রিপ। তারই মধ্যে ঘুরে ফেলব ব্যাংকক, পাটায়া ও ক্র্যাবি। থাইল্যান্ডের নাম শুনেই মন চলে গিয়েছিল চিড়িয়াখানায়। ছবি দেখে জেনেছিলাম ওখানে নাকি পশু-পাখি সব খাঁচার বাইরে থাকে। আমাদের চিড়িয়াখানার মতো খাঁচায় বন্দি জীবন তাদের নয়। বরং খোলা আকাশের নীচে খেলে বেড়ানোর অবাধ সুযোগ রয়েছে তাদের। আরও দেখেছিলাম বাঘকে দুধ খাওয়ানোর ছবি। ছোট্ট বাঘের বাচ্চাকে কোলে বসিয়ে ফিডিং বটল থেকে নাকি দুধও খাওয়ানো যায়! ছবি দেখে মনে মনে খুব অবাক হয়েছিলাম। তাই থাইল্যান্ড যাচ্ছি শুনে বাবাকে জিজ্ঞেস করলাম বাঘকে দুধ খাওয়ানো যাবে কিনা। বাবা কিন্তু নিরাশ করলেন। বললেন, খোলা চিড়িয়াখানায় বাঘকে দুধ খাওয়ানোর চেয়ে থাইল্যান্ডের প্রকৃতি উপভোগ করার মধ্যে নাকি মজা অনেক বেশি। মনটা একটু খারাপ হল ঠিকই, তবু বেড়াতে যাওয়ার আনন্দ সেই খারাপ লাগাকে ছাপিয়ে গেল।
বাবার মুখে জায়গাগুলোর নাম শুনতে শুনতে প্রথমেই যে নামটা কানে বাজল তা হল ক্র্যাবি। এই নাম তো কখনও শুনিনি! বাবা বললেন, ক্র্যাবি থাইল্যান্ডের একটি দ্বীপ—সেখানে নাকি মজাই মজা। আমি বেড়াতে যেতে খুব ভালোবাসি, তার ওপর আবার অচেনা দ্বীপ। নাম শোনা মাত্রই দিন গুনতে শুরু করলাম।
অবশেষে বেড়ানোর দিনটা যখন এল, তখন কারও সাধ্য ছিল না আমায় দমিয়ে রাখে। আমাদের প্রথমে পাটায়া যাওয়ার কথা, তারপর ক্র্যাবি এবং শেষে ব্যাংকক। ক্র্যাবি পৌঁছেই সমুদ্রের হাওয়া লাগল গায়ে। আমরা দু’রাত্রি থাকব ক্র্যাবিতে, তাই বিকেলে পৌঁছেই আগামী বেড়ানোর পরিকল্পনা করে নিলাম। একটা দোকানের মধ্যে বুকিং কাউন্টার। সেখানে গিয়ে পরের দিনের ফি-ফি দ্বীপে যাওয়ার টিকিট বুক করলাম প্রথমেই। টিকিট কাউন্টারে ছিলেন টন। আমায় দেখে হেসে বললেন, ফি-ফিতে নাকি দারুণ মজা হবে। আমার বয়সের বাচ্চাদের কােছ এই দ্বীপের আকর্ষণ নাকি প্রচণ্ড বেশি, তাও জানালেন টন। আর বললেন, পরদিন এসে যেন তাঁকে অভিজ্ঞতার কথা অতি অবশ্য জানাই। তাঁকে সব গল্প শোনাবার আশ্বাস দিয়ে আমরা চললাম খাবারের খোঁজে। সেইদিন সামুদ্রিক খাবার দিয়ে রাতের খাওয়া সারলাম। সন্ধে হয়ে আসছিল তাই বেশি ঘোরার সুযোগ হল না। তাছাড়া পরদিন আবার ভোর ছ’টায় গাড়ি আসার কথা। একেবারে সঠিক সময়ে গাড়ি এল হোটেলের সামনে। আমাদের স্পিড বোট পর্যন্ত পৌঁছে দেবে সেই গাড়ি। তারপর স্পিড বোটে চড়ে মহাসমুদ্রে পাড়ি দেব আমরা। ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠল।
প্রথমবার স্পিড বোটে যাত্রা আমার অপূর্ব লাগল। দেখলাম ফি-ফি আসলে একটা দ্বীপ নয়, কয়েকটি দ্বীপের সমষ্টি। সব দ্বীপই আন্দামান সাগরের অংশ। সেখানে কোথাও গাছে গাছে বাঁদরের খেলা, কোথাও ঠান্ডা ডাবের জল খাওয়া, কোথাও বা লাইফ জ্যাকেট পরে মাঝ সমুদ্রে ডুব দেওয়ার সুযোগ পাওয়া যায়। সে এক অনন্য অভিজ্ঞতাই বটে। নীল সাগরের জলে যে অমন ঝাঁপিয়ে নেমে পড়া যায় তা-ই বা কে জানত? ‘হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে...’ গানের তালে মনটাও আমার নেচে উঠল। বুঝলাম এমন সমুদ্র আমি আগে কখনও দেখিনি। এখানে বিশাল ঢেউয়ের দাপাদাপি নেই, লোকের কোলাহল নেই। আছে শুধু অতল গভীর জলের আহ্বান। এত রোমাঞ্চের মাঝে আবার কোথাও আছে দু’চোখ ভরে শুধু প্রকৃতির রূপ নিদর্শন। তাই এখানে বেড়ানোর অভিজ্ঞতার সঙ্গে অন্য কিছুরই তুলনা হয় না। আমাদের স্পিড বোট দ্রুত বেগে এগিয়ে চলেছে। কাছাকাছির মধ্যে একটি দ্বীপ দেখিয়ে আমাদের গাইড বললেন, সেই দ্বীপেই নাকি জেমস বন্ডের বিভিন্ন ছবির শ্যুটিং হয়। আর কথাটা শুনেই মনে হল ও মা! এই দ্বীপ তো আমার ভীষণ চেনা! কিছুক্ষণ জলে যাত্রা করার পরেই দেখলাম আমাদের ঠিক পাশেই ধীর লয়ে ভেসে বেড়াচ্ছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী লং টেল বোট। এটি লম্বা, সরু কাঠের নৌকো। ভালো করে দেখতে না দেখতেই হারিয়ে গেল নৌকোটা। আসলে আমাদের স্পিড বোট তাকে পিছনে ফেলে এগিয়ে গেল অনেকটা পথ। খুব রাগ হল আমাদের স্পিড বোটের ওপর। অমন করে কাউকে পিছনে ফেলে পালাতে হয়! পরক্ষণেই আমার এই ছেলেমানুষিতে হাসিও পেল। আরে বাবা স্পিড বোটের দ্রুতগতির ফলেই আমরা রেসে জিতেও গেলাম যে।
বহুক্ষণ ধরে স্পিড বোটে চড়ে সমুদ্রের বুকে ভেসে চলেছি আমরা। প্রথমে বোটের আওয়াজ কানে লাগছিল। বড্ড বেশি শব্দ করে যেন এগিয়ে চলেছে সে। সমুদ্রের নিস্তব্ধ পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে হচ্ছিল আমার। খানিকক্ষণ চলার পর দেখলাম স্পিড বোটের শব্দটা আর টের পাচ্ছি না। তবে কি থেমে গেলাম নাকি আমরা? না, থামিনি। আমার কান ওই শব্দে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই শব্দটা অতিরিক্ত মনে হচ্ছে না আর। বরং একটা ছন্দ খুঁজে পেলাম সেই শব্দের মধ্যে।
ঘুরে ফিরে সন্ধেবেলা হোটেলে ফিরলাম, তবে তার আগে টনকে জানালাম, আমাদের আনন্দেভরা সকালটার কথা। তিনি খুশি হয়ে বললেন, পরেরবার যেন আরও লোক নিয়ে আসি এবং তাঁর কাছ থেকেই টিকিট কাটি। সেইদিন রাতে আমরা থাইল্যান্ডের ঐতিহ্যময় খাবার খেয়ে হোটেলে ফিরলাম। পরদিন ভোর সাড়ে পাঁচটায় গাড়ি এসে আমাদের পৌঁছে দেবে এয়ারপোর্টে— ব্যাংকক যাওয়ার ফ্লাইট ধরার জন্য। ক্র্যাবি থেকে উড়ে যাওয়ার সময় মনে হচ্ছিল, সবটাই যেন স্বপ্ন— এক অপূর্ব স্বপ্ন।
দেশে ফিরে সবাইকে বেড়ানোর গল্প বলার সময় দেখলাম ক্র্যাবির গল্প শোনায় সবারই আলাদা উৎসাহ। থাইল্যান্ডের বাকি জায়গাগুলোর কথা অনেকেরই জানা, কিন্তু ক্র্যাবি সবার কাছেই নতুন। আমার কাছে ক্র্যাবি যেন জানার মাঝেও অজানা! 
22nd  March, 2020
মার্কশিট 

তোমরা সবেমাত্র নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ করে দশম শ্রেণীতে উঠেছ এবং ২০২০ সালের মাধ্যমিকের প্রশ্নপত্রও হাতে পেয়ে যাওয়ার ফলে তোমরা মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছ। বিশদ

22nd  March, 2020
বেশি নম্বরের জন্য প্রতিটি অধ্যায় খুঁটিয়ে পড়ো 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ ‘মার্কশিট’। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইতিহাস।
বিশদ

15th  March, 2020
সোফিয়া, মিষ্টি দই ও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি 

প্রাচীন মিশরের রানি নেফারতিতির আদলে হিউম্যানয়েড সোফিয়াকে তৈরি করে হইচই ফেলে দিয়েছে হংকংয়ের এক সংস্থা। কে এই সোফিয়া, তার বিশেষত্বই বা কী? আলোচনায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতার রাশিবিজ্ঞানের অধ্যাপক অতনু বিশ্বাস। 
বিশদ

15th  March, 2020
এক্ষুনি শুরু হবে
শমীন্দ্র ভৌমিক

শীতের রেশ এখনও কাটেনি। বহু বছর বাদে বসন্তে শীতের হাওয়ায় প্রকৃতি সামান্য হলেও ছন্দ হারিয়েছে। তার উপরে হঠাৎ বৃষ্টি। এই সব মিলে এবারের বসন্তোৎসব হয়তো এক নতুন বার্তা দিতে চলেছে।  
বিশদ

08th  March, 2020
ইংরেজিতে ৯০ পাওয়া সম্ভব  

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ ‘মার্কশিট’। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইংরেজি। পরামর্শ দিচ্ছেন রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ইংরেজির শিক্ষক উৎপল ভৌমিক। 
বিশদ

08th  March, 2020
পাইনাপেল স্যান্ডউইচ ও পিনাট বাটার ট্রিটস 

তোমাদের জন্য শুরু হল একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন অলটেয়ার হোটেলের ক্লাসটার এক্সিকিউটিভ শেফ চিরঞ্জীব চট্টোপাধ্যায়। 
বিশদ

08th  March, 2020
সরকারি স্কুলে উচ্চশিক্ষায় কম্পিউটার 

সরকারি স্কুলের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। সিদ্ধান্ত অনুযায়ী, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনাকে আরও আকর্ষণীয় করতে কম্পিউটার প্রযুক্তিকে বিশেষভাবে কাজে লাগানো হবে।  
বিশদ

08th  March, 2020
মার্কশিট
এখন থেকেই প্রস্তুতি শুরু করো 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ ‘মার্কশিট’। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় বাংলা।  পরামর্শ দিচ্ছেন হিন্দু স্কুলের বাংলার শিক্ষক স্বাগত বিশ্বাস।
বিশদ

01st  March, 2020
নিউটাউনের ইকো স্পেসে নতুন প্রি স্কুল 

পূর্ব ভারতে ডে কেয়ার এবং প্রি স্কুল চেন ‘বাবল ব্লু’ গত ১২ বছর ধরে কলকাতার মেধাবী শিশুদের শিক্ষাদান, লালনপালন করছে। এই মুহূর্তে সল্টলেক, নিউটাউন, নরেন্দ্রপুর, রাজারহাট, যোধপুর পার্ক ও সেক্টর ফাইভ-এ সংস্থাটির কেন্দ্র রয়েছে। এবার এরা নিউটাউনের ইকো স্পেসে একটি কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে।  বিশদ

01st  March, 2020
শিশু মেলা 

সম্প্রতি কলকাতায় একটি জমজমাট শিশু মেলা হয়ে গেল। গত ১৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মেলাটি হয়েছিল। মেলার আয়োজন করেছিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের সোশ্যাল ওয়ার্ক বিভাগ এবং এন এস এস। মেলার থিম ছিল ‘চাইল্ড রাইটস অ্যান্ড চাইল্ড প্রোটেকশন’।  বিশদ

01st  March, 2020
মিলুদের চড়ুইভাতি
সর্বাণী বন্দ্যোপাধ্যায়

মিলুর খুব মন খারাপ। বন্ধু কালুকে আজ সকাল থেকেই ও খুঁজে পাচ্ছে না। কালু কিন্তু বেড়াল নয়। ও আসলে একটা কাঠবেড়ালি। আমাদের সাদা ধবধবে বেড়াল দিদিমণির নামই মিলু। মিঠু দিদিমণি তাকে মিলু নাম দিয়েছে।  বিশদ

01st  March, 2020
দেশলাই বাক্সের ভবিষ্যদ্বাণী 

চলছে নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাচ্ছেন। আজকের
বিষয় দেশলাই বাক্সের ভবিষ্যদ্বাণী।   বিশদ

23rd  February, 2020
এক যে ছিল সিংহ

সিংহের কথা বললেই আমাদের মাথায় আসে আফ্রিকার কথা। কিন্তু এই কলকাতা শহরেই একদা জাদুকর পি সি সরকার জুনিয়রের বাড়িতে বাস করত এক সিংহ। তার গল্প শুনিয়েছেন স্বস্তিনাথ শাস্ত্রী।
বিশদ

23rd  February, 2020
অস্ট্রেলিয়ার বিপন্নপ্রায় কয়েকটি পশুপাখি 

এদের সম্পর্কে বিশদ জানতে সোনি বিবিসি আর্থ চ্যানেলের ‘সেভেন ওয়ার্ল্ডস, ওয়ান প্ল্যানেট’ সিরিজে চোখ রাখতে হবে।   বিশদ

16th  February, 2020
একনজরে
নয়াদিল্লি ও নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১ এপ্রিল: করোনা সঙ্কট মোকাবিলায় যৌথভাবে ১ হাজার ১২৫ কোটি টাকা খরচ করার কথা জানাল তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজেস লিমিটেড এবং সংস্থার কর্ণধারের নামাঙ্কিত আজিম প্রেমজি ফাউন্ডেশন।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এল ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখনও পর্যন্ত তারা সরকারি বিভিন্ন দপ্তরে ৮০ হাজার লিটার স্যানিটাইজার সরবরাহ করেছে।   ...

লন্ডন, ১ এপ্রিল: কোভিড-১৯ থমকে দিয়েছে গোটা বিশ্বকে। স্তব্ধ হয়ে গিয়েছে খেলার দুনিয়াও। গৃহবন্দি দশায় হাঁপিয়ে উঠেছেন খেলোয়াড়রা। আর তার থেকে খানিক মুক্তি পেতে অভিনব ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা ভাইরাসের সংক্রমণ এখনও দ্বিতীয় ধাপে রয়েছে, তৃতীয় ধাপে পৌঁছয়নি। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন একমাত্র পথ, তা কোনওভাবেই শিথিল করা যাবে না। মানুষের বাড়িতে থাকা প্রয়োজন।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০২: ওস্তাদ বড়ে গুলাম আলি খানের জন্ম
১৯৩৩: ক্রিকেটার রনজিৎ সিংজির মৃত্যু
১৯৬৯: অভিনেতা অজয় দেবগনের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৬৪ টাকা ৭৬.৩৬ টাকা
পাউন্ড ৭৬.৩৬ টাকা ৯৪.৮৪ টাকা
ইউরো ৮১.৭৩ টাকা ৮৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  April, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৮ চৈত্র ১৪২৬, ১ এপ্রিল ২০২০, বুধবার, (চৈত্র শুক্লপক্ষ) অষ্টমী ৫৫/১৯ রাত্রি ৩/৪১। আর্দ্রা ৩৪/৫০ রাত্রি ৭/২৯। সূ উ ৫/৩৩/১, অ ৫/৪৮/১১, অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ৯/৩৮ গতে ১১/১৬ মধ্যে পুনঃ ৩/২১ গতে ৪/২৯ মধ্যে। রাত্রি ৬/৩৫ গতে ৮/৫৬ মধ্যে ১০/৩০ মধ্যে। বারবেলা ৮/৩৬ গতে ১০/৮ মধ্যে পুনঃ ১১/৪১ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ২/৩৬ গতে ৪/৪ মধ্যে।
১৮ চৈত্র ১৪২৬, ১ এপ্রিল ২০২০, বুধবার, অষ্টমী ৪১/১৫/৩৫ রাত্রি ১০/৪/৫৮। আর্দ্রা ২২/৩০/৫২ দিবা ২/৩৫/৫। সূ উ ৫/৩৪/৪৪, অ ৫/৪৮/৩১। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১২ মধ্যে ও ৩/২১ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৫৫ মধ্যে ও ১/৩২ গতে ৫/৩৪ মধ্যে। কালবেলা ৮/৩৮/১১ গতে ১০/৯/৫৪ মধ্যে।
 ৭ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে 
১৯০২: ওস্তাদ বড়ে গুলাম আলি খানের জন্ম১৯৩৩: ক্রিকেটার রনজিৎ সিংজির ...বিশদ

07:03:20 PM

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াল 

12:02:29 AM

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল 

09:45:51 PM

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সোহিনীর এক লক্ষ 
করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন অভিনেত্রী সোহিনী সরকার। মুখ্যমন্ত্রীর ...বিশদ

08:27:27 PM

দেশে করোনা আক্রান্ত ২৩৩১ জন, মৃত ৭৩: পিটিআই 

07:35:43 PM

রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ জন, নবান্নে জানালেন  মুখ্যসচিব
বিকেল সাড়ে ৪টে নাগাদ করোনা মোকাবিলায় নবান্নে স্পেশাল টাস্ক ফোর্সের ...বিশদ

06:34:00 PM