উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
হ্যালো, আমার নতুন ‘হ-য-ব-র-ল’-র বন্ধুরা। তোমরা সবাই কেমন আছ? আগের সংখ্যায় (২৪ মার্চ, ২০১৯) প্রকাশিত ‘তাস ও ছক্কার ম্যাজিক’ তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা সবাই এখন এক-একজন জাদুকর হয়ে গিয়েছ। আমি তো নিজেই এই নতুন ম্যাজিকটা আমার জাদুকর বন্ধুদের দেখালাম, মোহরকুঞ্জে, ফিমার ম্যাজিক মেলায় আমার ক্লোজ আপ ম্যাজিক-এর অনুষ্ঠানে।
আজ তোমাদেরকে একটা অন্য ধরনের ম্যাজিক শেখাচ্ছি। এটাও তোমরা বাড়িতে বসেই তৈরি করতে পারবে। বন্ধুদের দেখিয়ে মজা পাবে।
কী কী লাগবে?
ছবির মতো সাদা পাঁচটা কার্ড (২ ইঞ্চি বাই ২ ইঞ্চি) এবং কিছু নম্বর (সংখ্যা) ক্যালেন্ডার থেকে কাটা যেতে পারে। সংখ্যাগুলো হল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ ইত্যাদি। এবারে একের উল্টোদিকে দুই, তিনের উল্টোদিকে চার, পাঁচের উল্টোদিকে ছয়, সাতের উল্টোদিকে আট এবং নয়ের উল্টোদিকে দশ সংখ্যাগুলো আঠা দিয়ে লাগিয়ে নাও। ব্যাস, এবার তুমি তৈরি এই নতুন ম্যাজিকের খেলাটা দেখানোর জন্য।
কীভাবে দেখাবে?
এই সংখ্যার পাঁচটা কার্ড, যেভাবে খুশি মিশিয়ে নাও এবং তোমার দর্শকবন্ধুর হাতে দিয়ে দাও। আবারও বন্ধুকে মিশিয়ে নিতে বলো। এবার টেবলের ওপর ছবির মতো সাজাতে বল। উদাহরণ: যেমন এখানে ১০,
৩, ৬, ২, ৭ ইত্যাদি দেখা যাচ্ছে। বলো এর মধ্যে ৩ আর ৭ Odd নম্বর
এবং ১০, ৬, ২ হল Even নম্বর কার্ড। এই খেলাটা দেখানোর সময় আমি দর্শকবন্ধুদের ধারেকাছে থাকব না। তোমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে শুধু কটা Odd নম্বর কার্ড আছে আমাকে বলবে। আমি সব কার্ডের যোগফল না দেখেই বলে দেব তোমাদের। এক্ষেত্রে, যেমন দুটো Odd নম্বর কার্ড আছে। বন্ধুরা তোমরা বললে দুই। আমি পিছন ঘোরা অবস্থায় তৎক্ষণাৎ বলে দিলাম মোট কার্ডের যোগফল হল আটাশ!
খেলার কৌশল
এই খেলাটা শেখার জন্য আমার জাদুকর বন্ধু থেকে শুরু করে মোহরকুঞ্জের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা জিজ্ঞাসা করেছিল। আমি সবাইকেই বলেছিলাম রবিবারের বর্তমানের হ-য-ব-র-ল বিভাগটি দেখার জন্য। কারণ, আমি আমার হিলি গিলি হোকাস ফোকাস-এর পাতাতেই এটা শেখাব।
এই খেলার কৌশল লুকিয়ে আছে ওই কতগুলো Odd নম্বর কার্ডে। দেখা যাচ্ছে এবং দর্শকবন্ধুরা তোমায় সেটা বলছে। কারণ, এক্ষেত্রে দর্শক দুই বলাতে আমি তিরিশ থেকে দুই বাদ দিয়েই আটাশ সংখ্যাটি পেয়েছি। এইভাবে তিনটে Odd নম্বর হল ৩০-৩= ২৭ হবে। নীচে তোমাদের সুবিধার জন্য আরও ভালোভাবে টেবিল করে দিলাম।
৩০-১ (Odd)= ২৯
৩০-২ (Odd)= ২৮
৩০-৩ (Odd)= ২৭
৩০-৪ (Odd)= ২৬
৩০-৫ (Odd)= ২৫
আবার কোনও Odd নম্বর না থাকলে উত্তর তিরিশই হবে। কার্ডগুলো তৈরি করে একবার হাতেনাতে করে দেখো নিজেই অবাক হয়ে যাবে অঙ্কের এই আশ্চর্য সমাধানে। মনে রাখবে ১, ৩, ৫, ৭ এবং ৯ এই নম্বরের কার্ডগুলিই Odd নম্বর (ছবি দেখো)। তাহলে আর দেরি কেন, এবার শুরু করো। Ready, Steady and Go!
পুনশ্চ: এই খেলার মজা হল, এই ম্যাজিকটি একাধিকবার দেখানো যেতে পারে। শুরুতে থট-রিডিং বা মানসিক শক্তি ইত্যাদি বিষয়ে একটু বলে নিয়ে আরম্ভ করলে খেলাটা যে জমে উঠবে, তাতে কোনও সন্দেহ নেই।
ছবি: সুফল ভট্টাচার্য