Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

তারার জন্ম
সৌগত গঙ্গোপাধ্যায়

‘দিস টাইম ফর মরক্কো!’ — গানে গমগম করছে বার্সেলোনা শহর থেকে ৪০ কিমি দূরের রোকাফন্দা অঞ্চল। সেই সঙ্গে বাজির আওয়াজে কান পাতা দায়। অথচ, ২০২২ সালের ৬ ডিসেম্বরের সেই রাত স্পেনের কাছে অভিশপ্ত। কিছুক্ষণ আগেই যে কাতার বিশ্বকাপের শেষ ষোল থেকে লা রোহা-ব্রিগেডকে ছিটকে দিয়েছে মরক্কো! আর স্বপ্নভঙ্গের মুহূর্তে নিজেদের দেশেই কি না মরক্কোর জয়ের সেলিব্রেশন চলছে! এ তো কাটা ঘায়ে নুনের ছিটে! বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলেন না স্প্যানিশরা। কেউ কেউ পুলিসি তদন্তের দাবিতে সোচ্চারও হন। এই ঘটনার পর রোকাফন্দা অঞ্চল একপ্রকার স্পেনের ‘বিভীষণ’ বনে গিয়েছিল। কিন্তু তখন আর কে জানত এই শহর থেকেই উঠে আসছেন স্পেনের আগামীর তারকা, লামিনে ইয়ামাল!
রোকাফন্দা অঞ্চলে ১২ হাজার বাসিন্দার ২০ শতাংশ মরক্কান বংশোদ্ভূত। লামিনের বাবা মুনির নাসরাউই তাঁদেরই একজন। আর মা গিনির বংশোদ্ভূত। তরুণ প্রতিভার কাছে আমন্ত্রণ এসেছিল মরক্কোর জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। কিন্তু লামিনে বাবার নয় নিজের জন্মভূমি, স্পেনকেই বেছে নেয়। ভাগ্যিস, সেদিন মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগির ডাকে সাড়া দেয়নি তরুণ তুর্কি। নয়তো এবার ইউরোয় লামিনে ম্যাজিক থেকে বঞ্চিত থাকত গোটা বিশ্ব। স্পেনও হয়তো রবিবার ফাইনাল খেলত না। কারণ, সেমি-ফাইনালে ১৬ বছরের এই বিস্ময়-বালকই যে তফাত্ গড়ে দিয়েছে। ফ্রান্সের কাছে গোল খেয়ে স্প্যানিশ আর্মাডা যখন ডুবতে বসেছিল, লামিনেই ত্রাতা হয়ে এগিয়ে আসে। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের সোয়ার্ভিং শট দ্বিতীয় পোস্টের কোণে লেগে জালে জড়াতেই লড়াইয়ে ফেরে লুইস ডে লা ফুয়েন্তের দল। ফাইনালেও লামিনে জাদুর অপেক্ষায় থাকবে জাভি-ইনিয়েস্তাদের দেশ।
টাইম মেশিনে একটু পিছনে ফেরা যাক। ২০০৭ সালে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে এক ফটোসেশনের আয়োজন করেছে ইউনিসেফ। চ্যারিটির অংশ হিসেবে কয়েকটি পরিবারের শিশুদের সঙ্গে ছবি তুলবেন বার্সা ফুটবলাররা। কাকতালীয়ভাবে লায়োনেল মেসি এসে দাঁড়ালেন রোকাফন্দার সেই মরক্কান-গিনি দম্পতির সামনে। সামনে নায়ককে দেখে সদ্যোজাতও বোধহয় তখন মুচকি হাসছিল। আর মননে বিড়বিড় করেছে, ‘এ তো হওয়ারই ছিল!’ মেসি সেদিন মাস ছয়েকের ছোট্ট লামিনেকে প্লাস্টিকের বড় গামলায় স্নান করান। ওই ব্যাপ্টিজমের মতো! খ্রিস্টধর্মে পাদরি যেমন বাচ্চাদের স্নান করিয়ে ঈশ্বরের সন্তান হিসেবে গ্রহণ করেন। সেদিন বোধহয় মেসিও নিজের ঈশ্বরপ্রদত্ত প্রতিভা লামিনেকে প্রদান করেছিলেন। তাই তো লিওর মতো এ স্প্যানিশ তরুণের বাঁ পা’ও হীরের ছুরি। 
সেই ঘটনার পর ছেলেকে ফুটবলার বানানোর সংকল্প করে ফেলেন মুনির। আর স্থানীয় ক্লাবে নজর কাড়ার সুবাদে মাত্র ছ’বছর বয়সেই লামিনে পৌঁছে যায় লা মাসিয়ায়। নিজের বয়সি বাচ্চাদের থেকে তখনই সে অনেক বেশি প্রতিভাবান। তাই অল্প সময়ের মধ্যে অ্যাকাডেমির কোচ ডেভিড স্যাঞ্চেজের নজরে চলে আসে লামিনে। ১-৩-২-১ ফর্মেশনে শুরুর দিকে তাকে স্ট্রাইকারের পজিশনে পরখ করে নেন কোচ। লা মাসিয়ায় প্রথম পাঁচ বছর বাচ্চাদের সেভেন সাইড ফুটবল খেলানো হয়। ১২ বছর বয়সে লামিনে প্রথমবার ইলেভেন সাইড মাঠে আসে। করোনা মহামারীর কারণে এই পর্বে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবু ম্যানেজমেন্ট লামিনেকে সরাসরি ‘ক্যাডেট-এ’ এবং পরে সরাসরি ‘জুভেনাইল এ’ দলে প্রোমোট করে। এমন ঝুঁকি তো লিও মেসির ক্ষেত্রেও নেওয়া হয়নি। লা মাসিয়ায় কোচেরা লামিনে ইয়ামালকে ‘লামিনে জিনিয়াল’ বলতেন। সে কথা দেখতে দেখতে পৌঁছে যায় তত্কালীন বার্সেলোনা কোচ জাভির কানেও। তিনি ছেলেটিকে টিমের সঙ্গে অনুশীলনে ডাকেন। প্রথম দিনেই ইয়ামালকে দেখে মেসির কথা মনে পড়ে যায় স্প্যানিশ বসের। তিনি এক সাক্ষাত্কারে বলছিলেন, ‘লামিনের মধ্যে মেসির ছোঁয়া রয়েছে। এই ছেলেটির বাঁ পাও সোনায় বাঁধানো। তবে মেসির সঙ্গে যাদের তুলনা করা হয়েছে, প্রত্যেকেই হারিয়ে গিয়েছে। তাই সেই পথে আমি হাঁটব না। বরং লামিনেকে আরও পরিণত ফুটবলার হিসেবে গড়ে তুলব।’
২০২৩ সালের ১৯ এপ্রিল লা লিগায় রিয়াল বেতিসের বিরুদ্ধে অভিষেক হয় ইয়ামালের। ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে। পরিবর্ত হিসেবে নেমে বার্সার ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড়ের রেকর্ডও গড়ে। কাতালন ক্লাবটি মেসির অভিষেকের জন্য ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করেছিল! কিন্তু ইয়ামাল... ওসুমানে ডেম্বেলে ক্লাব ছাড়ার পর থেকেই প্রথম একাদশের নিয়মিত সদস্য।
লামিনের জাতীয় দলে সুযোগ পাওয়ার গল্পটাও বেশ রোমাঞ্চকর। গত বছর সেপ্টেম্বরে ইউরোর বাছাই পর্বের ম্যাচ খেলতে জর্জিয়া উড়ে যায় লুই ডে লা ফুয়েন্তে-ব্রিগেড। কিন্তু এক অজানা কারণে খেলার বুট ছাড়াই ফুটবলারদের বিমানে তুলেছিল স্প্যানিশ ফেডারেশন। অগত্যা জর্জিয়ায় প্রথম অনুশীলন সেশন স্যান্ডল পরেই সারতে হয় পেড্রি-গাবিদের। আর সেখানেই হাল্কা চোট লাগে মার্কো আসেন্সিও ও ড্যানি ওলমোর। জর্জিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁদের প্রথমার্ধেই তুলে নিতে বাধ্য হন কোচ ফুয়েন্তে। পরিবর্ত হিসেবে মাঠে নামানো হয় নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামালকে। আর অভিষেক ম্যাচেই সুপার-সাব হিসেবে গোল করে নিজের জাত চেনায় ১৫ বছরের লামিনে। নিকো উইলিয়ামসও স্কোরশিটে নাম তোলেন। সেদিন ওলমো-আসেন্সিওর চোটটা শাপে বর হয়েছিল। কোচ ফুয়েন্তেও ইউরোর জন্য টিমের দুই উইঙ্গারকে খুঁজে পেয়ে যান।
লামিনের স্কুলজীবনের শেষ বছর চলছে। বইপত্র সঙ্গে নিয়েই জার্মানিতে গিয়েছেন তিনি। ইউরোর পরই ফাইনাল পরীক্ষা। তবে তার আগে ফুটবল পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ ইয়ামাল। স্প্যানিশ তরুণের প্রতিভায় মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব!
14th  July, 2024
ট্রাম্প ফিভার!
মৃণালকান্তি দাস

১৯৮১ সালের ৩০ মার্চ। আমি থেরাপিস্টের অফিসে বসে রয়েছি। একটু পরেই আমার শরীরে থেরাপি দেওয়া হবে। আচমকা এক সিক্রেট সার্ভিস এজেন্ট হুড়মুড় করে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। প্রথমে আমি খুবই রেগে গিয়েছিলাম। আমি ভাবলাম, ‘লোকটা আর সময় পেল না! আমার থেরাপি সেশনে ফট করে ঢুকে পড়ল?’ বিশদ

21st  July, 2024
ট্রাম্প জিতলে হারবে আমেরিকা!

আমেরিকার রিপাবলিকান দলের নেতা রোনাল্ড রেগ্যান সম্পর্কে বাজারে একটি গল্প প্রচলিত আছে। রেগ্যান ছিলেন বি-মুভির সাধারণ এক অভিনেতা। বরাতজোরে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর নাকি একদিন হোয়াইট হাউসে ঘুম থেকে উঠে স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, ‘ন্যান্সি, আমি কি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছি, না ওই ভূমিকায় অভিনয় করছি?’ বিশদ

21st  July, 2024
অস্তরাগ
সোমনাথ বসু

সেই কবে মুকুল দত্ত লিখেছিলেন, ‘চোখের জলের হয় না কোনও রং, তবু কত রঙের ছবি আছে আঁকার...’। সত্যি, মনের কত ক্যানভাস ভিজেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
বিশদ

14th  July, 2024
জয় জগন্নাথ
সুমনা সাহা

রথ বললেই মনে যে ছবি ভেসে ওঠে, তা একটা ছাদ-খোলা ঘোড়ার গাড়ির মতো। তার উপরে বিমর্ষ মুখে বসে আছেন মধ্যম পাণ্ডব অর্জুন। কাঁধ থেকে খসে পড়েছে গাণ্ডীব। তাঁর সামনে সারথি রূপে শ্রীকৃষ্ণ। পার্থকে কৃষ্ণ শোনাচ্ছেন ‘উত্তিষ্ঠত জাগ্রত’ বাণী। বিশদ

07th  July, 2024
রথচক্র

রথের জন্য চাই নিম ও হাঁসি গাছের কাঠ। মন্দির কমিটি প্রথমে বনদপ্তরের কাছে খবর পাঠায়। তারপর জঙ্গলে প্রবেশ করেন পুরোহিতরা। পুজো করা হয় নির্দিষ্ট গাছগুলিকে। সেই পর্ব শেষে সোনার কুড়ুল জগন্নাথদেবের চরণে স্পর্শ করিয়ে গাছ কাটার শুরু। বিশদ

07th  July, 2024
মাসির বাড়ির অজানা কথা

পোশাকি নাম অর্ধাসিনী মাতা। তবে সর্বজনের কাছে তার পরিচিতি ‘মৌসি মা’ বা ‘মাসি মা’ বলে। রূপে অবিকল সুভদ্রা দেবী। পুরীর এই অর্ধাসিনী দেবী সম্পর্কে জগন্নাথদেবের মাসি। বিশদ

07th  July, 2024
স্বামীজির মৃত্যু ও এক বিদ্রোহের জন্ম
সৌম্যব্রত দাশগুপ্ত

মশালটা জ্বলছে। মৃত্যুহীন প্রাণের আঁচ অনুভূত বাংলার মনে। তিনি চলে গেলেন নিঃশব্দে। তবু মশালটা জ্বলছে সংস্পর্শীদের হৃদয়তন্ত্রে। দ্বিধা-দ্বন্দ্বের মেঘরাশি নিজেই সরিয়ে দিয়ে গিয়েছেন স্বামী বিবেকানন্দ। মৃত্যুর কয়েকদিন আগে বেলুড়মঠে কামাখ্যা মিত্রকে বলেছিলেন ‘ভারতের আজ বোমার প্রয়োজন!’ বিশদ

30th  June, 2024
মহাধ্যানে মহাযোগী
পূর্বা সেনগুপ্ত

গুন গুন করে গানের সুর তুলেছেন—‘শ্যামাসুধা তরঙ্গিনী, কালী সুধা তরঙ্গিনী।’ পুরাতন মঠের সিঁড়ি বেয়ে নেমে আসছেন স্বামী বিবেকানন্দ। জীবনের শেষলগ্ন উপস্থিত হয়েছে। সকলের অবশ্য মনে হচ্ছে, বড্ড খাটুনিতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিশদ

30th  June, 2024
দাঁড়াও, পথিক-বর

হিন্দু না খ্রিস্টান—ধর্মীয় টানাপোড়েনে দেড় দিন মাইকেল মধুসূদন দত্তের নিথর দেহ পড়ে ছিল মর্গে! কবির মৃতদেহের দায়িত্ব নিতে রাজি ছিল না কেউ। কেন এমনটা হয়েছিল? লিখছেন অনিরুদ্ধ সরকার বিশদ

23rd  June, 2024
মাইকেলের সমাধি

কলকাতার কোলাহলমুখর অন্যতম ব্যস্ত মল্লিকবাজার মোড়। তার একটু আগেই শিয়ালদহ থেকে আসার পথে বাঁদিকে কলকাতার লোয়ার সার্কুলার রোড সেমেট্রি। গেট পার হলেই সোজা কিছুটা এগিয়ে ডান দিকে তাকালেই দেখা যাবে লেখা রয়েছে ‘মধু বিশ্রাম পথ’। বিশদ

23rd  June, 2024
বিস্মৃত বিপ্লবীর সন্ধানে

স্বাধীনতা সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে বিপ্লবগুরু যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে নিরালম্ব স্বামী ও তাঁর চান্না আশ্রম। ইতিহাসের সেই অধ্যায় ছুঁয়ে এসে স্মৃতি উজাড় করলেন সৈকত নিয়োগী। বিশদ

16th  June, 2024
কোথায় বিপ্লব? কখন বিপ্লব?

পাথরের দিকে দৃষ্টি নিবদ্ধ সন্ন্যাসীর। খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরে বসে আনমনা হয়ে মেঝেতে একটা বুলেট ঠুকছেন। পাশে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রিভলভারের যন্ত্রাংশ। উল্টোদিকে মোড়ায় বসে এক যুবক ক্রমাগত তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করছেন। বিশদ

16th  June, 2024
জামাইবাবু জিন্দাবাদ
কৌশিক মজুমদার

সে অনেককাল আগের কথা। এক পরিবারে দুই বউ ছিল। ছোট বউটি ছিল খুব লোভী। বাড়িতে মাছ কিংবা অন্য ভালো খাবার রান্না হলেই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর শাশুড়ির কাছে গিয়ে বলত ‘সব ওই কালো বেড়ালটা খেয়ে নিয়েছে।’ বিড়াল মা-ষষ্ঠীর বাহন। বিশদ

09th  June, 2024
আদরের অত্যাচার
কলহার মুখোপাধ্যায়

মাছের মুড়ো মনে হচ্ছে হাঁ করে গিলতে আসছে। পাক্কা সাড়ে তিন কেজির কাতলা। জল থেকে তোলার পরও দু’মিনিট ছটফট করেছিল। এক-একটি পিস প্রায় ২৫০ গ্রামের। তেল গড়গড়ে কালিয়া হয়েছে। পাশে কাঁসার জামবাটিতে খাসির মাংস। সব পিসে চর্বি থকথক করছে। বিশদ

09th  June, 2024
একনজরে
দুবাই পুলিস গ্রেপ্তার করেছে পাক সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলি খানকে। সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যমে এমনই খবর ছড়িয়ে পড়েছিল। ...

সোমবার থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই বাগনান থেকে শ্যামপুর পর্যন্ত রেললাইন চালুর দাবি জানালেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। ...

ফিটনেসের সমস্যা, চোটের জন্য মাঝেমধ্যেই বাইরে থাকা, সতীর্থদের আস্থার অভাব। ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পান্ডিয়ার ছিটকে যাওয়ার কারণ এগুলোই। সোমবার প্রধান নির্বাচক অজিত ...

বাংলাদেশের অশান্তির প্রভাব পড়েছে এপারের বাণিজ্যে। ওপারে সৃষ্টি হওয়া অচলাবস্থার জেরে মালদহের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গত এক সপ্তাহ ধরেই পণ্য পরিবহণে বিঘ্ন ঘটছিল। রবি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৯- আমেরিকাতে টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন উইলিয়াম অস্টিন বার্ড
১৮৪৩ - সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষের জন্ম
১৮৫৬- স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্ম
১৮৮১ - আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত 
১৮৯৩ - কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত
১৮৯৫- চিত্রশিল্পী মুকুল দের জন্ম
১৮৯৮ - বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯০৬ - চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী
১৯২৭ - সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৩ - ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যু
১৯৩৪ – পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণনের জন্ম
১৯৪৭ – বলিউড অভিনেতা মোহন আগাসের জন্ম
১৯৪৭ – বিশিষ্ট বেহালা বাদক এল সুব্রহ্মণমের জন্ম
১৯৪৯ -  দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ক্লাইভ রাইসের জন্ম
১৯৫৩ - ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম গুচের জন্ম
১৯৭৩ – সঙ্গীত পরিচালক তথা সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার জন্ম
১৯৯৫- হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়, পরের বছরের গোড়ায় সেটি খালি চোখে দৃশ্যমান হয়
২০০৪- অভিনেতা মেহমুদের মৃত্যু
২০১২- আই এন এ’ যোদ্ধা লক্ষ্মী সায়গলের মৃত্যু
২০১৮ - মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী বাসবী নন্দীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৫ টাকা ৮৪.৫৯ টাকা
পাউন্ড ১০৬.৪৩ টাকা ১০৯.৯৫ টাকা
ইউরো ৮৯.৬৩ টাকা ৯২.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ শ্রাবণ, ১৪৩১, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪। দ্বিতীয়া ১৩/১০ দিবা ১০/২৪। ধনিষ্ঠা নক্ষত্র ৩৭/৫৫ রাত্রি ৮/১৮। সূর্যোদয় ৫/৮/০, সূর্যাস্ত ৬/১৭/৫৯। অমৃতযোগ দিবা ৭/৪৬ গতে ১০/২৪ মধ্যে পুনঃ ১/২ গতে ২/৪৮ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৫/২৬ মধ্যে। রাত্রি ৭/১ মধ্যে পুনঃ ৯/১১ গতে ১১/২১ মধ্যে পুনঃ ১/৩১ গতে ২/৫৮ মধ্যে। বারবেলা ৬/৪৭ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ ম঩ধ্যে। কালরাত্রি ৭/৩৯ গতে ৯/০ মধ্যে। 
৭ শ্রাবণ, ১৪৩১, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪। দ্বিতীয়া দিবা ১২/৪৭। ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি ১১/৪২। সূর্যোদয় ৫/৬, সূর্যাস্ত ৬/২১। অমৃতযোগ দিবা ৭/৫০ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/৪১ মধ্যে ও ৩/৩২ গতে ৫/১৫ মধ্যে এবং রাত্রি ৬/৫১ মধ্যে ও ৯/৫ গতে ১১/১৯ মধ্যে ও ১/৩৩ গতে ৩/২ মধ্যে। বারবেলা ৬/৪৬ গতে ৮/২৫ মধ্যে ও ১/২৩ গতে ৩/৩ মধ্যে। কালরাত্রি ৭/৪২ গতে ৯/৩ মধ্যে।
১৬ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলা: পুনরায় পরীক্ষার নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

05:18:38 PM

কলকাতা লিগ: ক্যালকাটা পুলিস ক্লাব ও মোহন বাগানের ম্যাচ ড্র, স্কোর ১-১

05:10:49 PM

বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:02:23 PM

১৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভ্যাল: মমতা

04:58:39 PM

আগামী বছরে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

04:58:18 PM

চলতি বছরে পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

04:56:43 PM