Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

সমান অধিকারের দিন 

সমানাধিকার। আন্তর্জাতিক নারী দিবসে এটাই হোক একমাত্র লক্ষ্য। যেখানে প্রত্যেক নারীকে যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য থাকবে না আলাদা কোনও দিন। শিক্ষা, সচেতনতার মাধ্যমে দূর হোক বৈষম্য

তাপসী পান্নু : ‘না’। এই একটি শব্দ যখন আমরা উচ্চারণ করি, তার মানেটা কিন্তু তখন জলের মতো স্পষ্ট—আমার আপত্তি আছে। এবং এর কোনও বিকল্প শব্দ নেই। ‘পিঙ্ক’ ছবির ক্লাইম্যাক্সে অমিতাভজি (বচ্চন) যখন এই শব্দটি উচ্চারণ করছেন, তার গভীরতা ছড়িয়ে যাচ্ছে সমাজের প্রত্যেকটা প্রান্তে। পাশে বসে আছি আমি... ‘মিনাল’। এক নারী। পুরুষতান্ত্রিক সমাজের জবরদস্তির বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়ার জন্য যাকে দিনের পর দিন নিগৃহীত হতে হয়েছে। ধাক্কা খেয়েছে সে আইনের দরজায় এসেও। ন্যায়বিচার পেয়েছিল মিনাল। সিনেমায়। বক্স অফিসে। সাফল্য কিন্তু সেটা নয়। সমাজে ভাবনার একটা স্রোত আনতে পেরেছিল ‘পিঙ্ক’। নারীশক্তিকে কুর্নিশ করেছিল দেশ।
আমার সৌভাগ্য, পারফর্মিং আর্টের একটা স্ট্রিমে কাজ করি। সিনেমা। মানুষের মনে সরাসরি প্রভাব ফেলতে পারে এই পারফর্মিং আর্ট। দর্শক উচ্চশিক্ষিত হতে পারেন, বা কম শিক্ষিত... প্রভাব ছড়িয়ে যায় সব স্তরেই। সিনেমার মতো পাওয়ারফুল মিডিয়াম আর কিছু হয় না। হয়। কিন্তু সিনেমা তার জনআকর্ষণী ক্ষমতায়, গল্পে, কাহিনীতে যেভাবে দর্শক বা মানুষকে টেনে রাখে, তার মধ্যে দিয়েই নারী-পুরুষ সমানাধিকারের চেতনাটা সুন্দরভাবে সাধারণ মানুষের মধ্যে জাগিয়ে দেওয়া হয়। শুধু কি নারী-পুরুষ? সিনেমা তো অনন্ত মানুষের সীমানাহীন পৃথিবীকে লোকের সামনে তুলে ধরে! তার মধ্যেই গল্পের ছলে কত কাহিনী, কত দৃষ্টিভঙ্গি আমরা ছড়িয়ে দিতে পারি, তার কোনও হিসেব নেই। আমাদের সমাজে সত্যিকারের সংবেদনশীল মনের অভাব এখনও আছে। এই সংবেদনশীলতাটা সবার মধ্যে জাগিয়ে দেওয়াটাই আমাদের প্রধান কাজ হওয়া উচিত। সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। সিনেমার অংশ হিসেবে। আর্টিস্ট হিসেবে।
আমার ছবিগুলোর কথাই ধরুন। ‘মুল্ক’, ‘পিঙ্ক’, ‘মনমর্জিয়াঁ’ বা ‘বদলা’। অভিনয়ের কেরিয়ার গ্রাফে ঘটনাচক্রে সমাজ সম্পর্কিত সূত্রগুলো বিশেষভাবে কাজ করেছে। ‘পিঙ্ক’-এ আমার চরিত্র ‘মিনাল’ যেভাবে সামাজিক অন্যায় বা স্বৈরাচারের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে লড়াই করেছে, আমি চাই এই লড়াকু মনোভাবটা যেন সবার মধ্যে জেগে ওঠে। আজ ‘আন্তর্জাতিক নারী দিবস’। নারীদের জন্য বিশেষ দিন। অবশ্যই এই ভাবনাকে সম্মান জানাই। বছরের কোনও একটা বিশেষ দিনকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে বেছে নেওয়ার মধ্যে কোনও অন্যায় নেই। কিন্তু এই একটা দিন কেন? বছরের প্রত্যেকটা দিন কেন হবে না নারীদের জন্য? তাঁদের প্রতি সম্মান, শ্রদ্ধা... এই একদিনের জন্য নয়। বরং এই ‘স্মারক দিন’কে আমরা সামনে রেখে সারা বছর একটা শপথ মনে মনে করে নিতে পারি।
ছোটবেলা থেকেই আমি একটু ডানপিটে, স্পষ্টবক্তা গোছের। সাদাকে সাদা, কালোকে কালো বলার পক্ষপাতী। মানছি, ডিপ্লোম্যাসি আমাদের জীবনে দরকার। কিন্তু সেটা যদি আমাদের পালিয়ে যাওয়ার মানসিকতাকেই শুধু জাগিয়ে তোলে, তাহলে তা সামাজিক অবক্ষয়। আমি সেই অবক্ষয়ের বিরোধী। প্রতিবাদ করব। যে মুহূর্তে দরকার মনে হবে, তখনই...। অন্যায় দেখলেই। আর মন থেকে চাইব... আশপাশে তাকিয়ে যেন দেখতে পাই প্রত্যেক নারী এই একই পথে হাঁটছেন। অন্যায়কে মেনে না নিয়ে প্রতিবাদ করছেন। এটা আজও দরকার। কেন জানেন? কারণ, এখনও আমাদের দেশে বা বিদেশেও মেয়েদের ‘দুর্বল’ হিসেবে ভাবার চলটা রয়ে গিয়েছে। এই ভাবনার মূলে সরাসরি আঘাত করতে হবে। এই প্রবণতাটাই আসলে সমাজের ‘অসুর’। তার নাশ করতে হবে। সে জন্য যতদূর যেতে হয়, আমি যেতে রাজি। স্পষ্ট কথা বলতে ভালোবাসি। শুনতেও। প্রকৃতিগতভাবে ‘দুর্বল’, এই মানসিকতা লিঙ্গ বৈষম্য বাড়িয়ে তোলে। যে মেয়ে ‘মা’ হতে পারে, যে নারী শরীরে আগামী দিনের পৃথিবীকে দশ মাস ধারণ করতে পারে, সে ‘দুর্বল’—এটাই তো ভাবনার ভুল। আমাদের চিন্তাশক্তির দৈন্য।
দিল্লির মেয়ে আমি। সেই দিল্লির বুকেই একটার পর একটা ধর্ষণের ঘটনায় মনটা বড় খারাপ হয়ে যায়। ২০১২ সালের সেই নৃশংস ঘটনা... সাউথ দিল্লির মুনিরকা। ২৩ বছরের এক প্যারামেডিক্যাল পড়ুয়াকে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়েছিল। শুধু গণধর্ষণ বলাটা ভুল হবে। নৃশংস অত্যাচার করা হয়েছিল তাঁর উপর। খুন করা হয়েছিল তাঁকে। ওই বছরই ৭০৬টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে সংখ্যাটা বেড়ে হয় দু’হাজারেরও বেশি। দিল্লি পুলিসের পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে পাঁচজন নারী ধর্ষিতা হন। আটজনেরও বেশি নিগৃহীত হন। এটা শুধু ভারতবর্ষের একটা শহরের পরিসংখ্যান। এই পরিসংখ্যানই আমাদের দেখিয়ে দিচ্ছে, আমরা বর্বরতার যুগকে পিছনে ফেলে এগিয়ে আসতে পারিনি। এখনও বাস করছি তারই মধ্যে। তাকেই লালন পালন করছি! আমার প্রতিবাদ এখানে। সরব হতে চাই এর বিরুদ্ধে। কোন অশুভ শক্তি বা মানসিকতা এই ঘটনা ঘটিয়েই চলেছে আমাদের শহরে, সমাজে, দেশে? সেই অসুখকে চিহ্নিত তাকে সমূলে উপড়ে ফেলতে ঝাঁপিয়ে পড়তে চাই। যা একা কারও পক্ষে সম্ভব নয়। এগিয়ে আসতে হবে গোটা সমাজকে। দেশকে।
সেফটি অব উওম্যান। এটাই এখন আমাদের সবার মূল কনসার্ন, দায়িত্ব হওয়া উচিত। নারীর সম্মান বাঁচানোর জন্য শুধু নারী নন, পুরুষরাও এগিয়ে আসুন। ২০১২ সালে দক্ষিণ দিল্লির যে ঘটনার কথা বললাম, সেই ‘নির্ভয়া’ কাণ্ড নিয়ে এখনও আগুন জ্বলছে। দেশ অপেক্ষায় রয়েছে সেই খুনিদের ফাঁসির। কিন্তু স্মৃতি মানব মন ঝেড়ে ফেলতে পারেনি। পারছে না। চোখ বন্ধ করলেই মনে হয়, ২৩ বছরের সেই মেয়েটা ফিরছিল বয়ফ্রেন্ডের সঙ্গে। ওরা ছাড়েনি তাকে। বাসের মধ্যে সেই পুরুষ বন্ধুর সামনেই তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। কোন শিক্ষা, সংস্কৃতির অভাব আমাদের এখনও সেই অন্ধকারের মধ্যে ফেলে রেখেছে? খুঁজতে হবে এর উত্তর। এই রোগের ওষুধ চাই। আজই। এখনই। আর তার দায়িত্ব আমাদের সবার।
সম্মান রক্ষা, মর্যাদা অক্ষুণ্ণ রাখা, বা তার হয়ে কথা বলা... এই কাজ কি শুধু নারীদেরই? পুরুষরা কেন এই বদলের অংশীদার হবে না? অঙ্গীকার যদি সমাজের হয়, তার দায় কোনও একটা লিঙ্গের নয়। এই সমাজের মধ্যে যে সবাই! কারা করছে ধর্ষণ? কোন পরিবার থেকে উঠে আসছে তারা? গলদটা সেই সংস্কারের গোড়াতেই নয় কি? সেই সমাজ, সেই পরিবেশই তাদের ইন্ধন জোগাচ্ছে... খুন হচ্ছে সংবেদনশীলতা। মানবিকতা। পরিবারের অভিভাবকরা যদি সেই মনন তৈরি না করতে পারে, তাহলে তারা আর মানুষ থাকল কি? মানবিকতা নয়... তখন যে শব্দটা উচ্চারিত হবে, তা হল পাশবিকতা। যাকে জয় করতে পারে শুধুই শিক্ষা। পরিবেশ। যা আসে পরিবার থেকে। পড়শিদের থেকে। সে জন্যই নারী শিক্ষা বা সচেতনতা আজ ভীষণ জরুরি।
তাই আজ আমার খুব করে মনে হয়, বছরের প্রত্যেকটা দিন যেন নারী-পুরুষ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। লক্ষ্য হোক এটাই। জন্ম, বুঝতে শেখা, বড় হওয়া... ভিউ পয়েন্ট তৈরি হওয়াটা যে সবচেয়ে জরুরি। যার প্রথমে আসবে ভেদাভেদ মেনে না নেওয়া। দরকার কি ভাগাভাগিতে যাওয়ার? সমান অধিকার কি এতটাই কঠিন? আনন্দে... ভালোবাসায় সেটা করতে পারলেই কিন্তু হল। উত্তর লুকিয়ে সেখানেই। এই সমানাধিকারেই খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার অর্থ। নারী সচেতনতা যে পরিবার, সমাজ, দেশকে এগিয়ে যেতে সাহায্য করে, এটা কিন্তু এতদিনে প্রতিষ্ঠিত সত্য।
নিজে অভিনয়ে যুক্ত আছি বলেই জানি, সিনেমা সবার জন্য। সিনেমার মতো অডিও-ভিস্যুয়াল মাধ্যমে সবার চোখ থাকে। সিনেমা থেকে সবাই বিনোদন, মনের আরাম খুঁজতে পর্দার সামনে বসেন। তাই আমাদের দায়িত্ব অনেক। একটা ছবির নাম মনে পড়ছে। ‘দামিনী’। পরিবারের স্ত্রীর সম্মানহানির ঘটনা। এবং তাঁর লড়াই। সেটাও ছিল সমাজকে নাড়া দিয়ে যাওয়ার মতো একটা ছবি। সাধারণ মানুষ। যাঁরা রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া সিনেমা না দেখে মেনস্ট্রিম ফরম্যাটের বিনোদনী সিনেমায় নির্ভেজাল আনন্দ খুঁজতে যান, তাঁরাও এরকম বিষয়ের মুখোমুখি হয়ে নিজেদের শিক্ষিত করে নিতে পারেন।
আমার কথাই বলি। একটু লক্ষ্য করে দেখবেন আমার কেরিয়ারে আমি এমন সিনেমা করেছি, যাকে অনেকে ‘মশালা মুভি’ বলেন। এর পাশাপাশি ‘মুল্ক’, ‘মনমর্জিয়াঁ’, ‘ষাঁন্ড কি আঁখ’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো ছবিও করেছি। স্ক্রিপ্টগুলো যখন আমার কাছে এসেছে, রীতিমতো উৎসাহ নিয়ে চিত্রনাট্যের প্রত্যেকটা পাতা গোগ্রাসে গিলেছি। আর মনে মনে বলেছি, এ ধরনের চিত্রনাট্য কেন আরও বেশি করে আমার কাছে আসে না? আমি তো সিনেমার জগৎ শুরুই করেছি দক্ষিণী ছবি দিয়ে। তেলুগু বা তামিলে আমার শুরু। ছবির তালিকায় হিন্দির চেয়ে দক্ষিণী ছবি বেশি। আর হিন্দি ছবিতে পা-ই রেখেছি ডেভিড ধাওয়ানের মতো মেনস্ট্রিম মশালা ছবির পরিচালকের হাত ধরে। ‘চশমে বদদুর’। ডেভিডজির ‘জুড়ুয়া ২’-তেও অভিনয় করেছি। কিন্তু পাশাপাশি এটাও দেখবেন, মেনস্ট্রিমের বাইরের ছবিতেও আমি কতটা উৎসাহ নিয়ে কাজ করেছি। শেষের যে ছবিগুলোর নাম বললাম, এগুলোর মধ্যে আমি আমার ‘রিয়েল আর্মি’-কে খুঁজে পাই।
আমি ‘ষাঁন্ড কি আঁখ’ নামে যে ছবিটা কয়েক মাস আগেই করেছি, এটা তো একটা রিয়েল লাইফ স্টোরি! উত্তরপ্রদেশের ‘জহরি’ নামে এক অজগ্রামে চন্দ্র আর প্রকাশি তোমর নামে দুই শার্প শ্যুটারের জীবন কাহিনী। ‘চন্দ্র’ সত্তরোর্ধ্ব। পৃথিবীর সবচেয়ে বয়স্ক এক উওম্যান শার্প শ্যুটার। ‘প্রকাশি’ একই গ্রামের আর এক মহিলা শার্প শ্যুটার। এখানে ভূমি পেডনেকর ‘চন্দ্র’-র রোল করেছেন। আর আমি করেছি ‘প্রকাশি’র চরিত্রটা। এটাও তো নারীশক্তিগর উঠে আসার ঘটনা। চেষ্টা করেছি... একজন অভিনেতা হিসেবে সমাজে নারীশক্তির উন্মেষের ঘটনায় যতদূর পারি নিজেকে যুক্ত করতে। আমার কেরিয়ারের এই ধরনের ছবি আমাকে শিল্পী হিসেবে ভিতরে ভিতরে উদ্বুদ্ধ করে... বারবার। ভাবি, যদি এভাবে আমি সমাজের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে নিজের মতো করে যথাসাধ্য সাহায্য করতে পারি।
আরও একটা কথা বলি। ‘পিঙ্ক’, ‘ষাঁন্ড কি আঁখ’ এগুলো যখনই আমাদের ব্যবসার নিরিখে বক্স অফিসে পজিটিভ রেসপন্স এনেছে, তখন সাধারণ মানুষের সাড়া বা পাল্স঩কে আরও ভালো করে বুঝে নেওয়ার সুযোগ পেয়েছি। আত্মবিশ্বাসকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। আমাদের চারপাশে এখনও যা ঘটে চলেছে, তা অশিক্ষারই পরিচয় দেয়। এর মোকাবিলায় আমাদের আরও আরও কাজ করতে হবে এটা আমি জানি। কাজ যে কিছু হচ্ছে না, তাও নয়। হচ্ছে। যদি অভিনেতা হিসেবেই বিচার করি দেখব, আমাদের ইন্ডাস্ট্রিতেই গত এক বছরে অনেক বেশি নারীকেন্দ্রিক ছবি তৈরি হয়েছে। এটা একটা বড় পরিবর্তন। গত কয়েক বছরের তুলনায় শেষের বছর মহিলাকেন্দ্রিক ছবির সংখ্যা সে কথাই প্রমাণ করে। আমি উৎসাহিত। উদ্বুদ্ধ। মেয়েরা... বিশেষ করে ভারতীয় মেয়েরা তো কোনও অংশে কম নন! কল্পনা চাওলার কথা... মেরি কমের কথা ভাবুন। ইন্ডিয়ান-আমেরিকান বিজনেস এগজিকিউটিভ ইন্দ্রা ন্যুইয়ের কথা ভাবুন। অনেক, অনেক উদাহরণ আমাদের সামনেই যে রয়েছে।
স্কুল লাইফে গ্রুপ ডিসকাশন বা ডিবেটে নারীশক্তি যে কথাগুলো বলেছি, সেটা নেহাত গভীর অর্থে কিছু না বুঝেই। কিন্তু বড় হয়ে, কাজের জগতে যোগ দিয়ে বুঝেছি, এর গভীরতা কতটা, কোথায় এবং কতদূর। সেই সব সেমিনার, ডিবেটের বাইরে নারীশক্তির উত্থানকে আত্মস্থ করা যেন নিজেকেই নতুন করে আবিষ্কার। শুধু কায়েমি স্বার্থের চোখে জীবনকে দেখা ছাড়তে হবে। ভালোবাসতে শিখুন। তাহলেই নারী বা পুরুষ নিজেদের মর্যাদা খুঁজে পাবেন। জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাবেন। বেঁচে থাকার প্রত্যেকটা দিনকে ভীষণ মূল্যবান মনে হবে।
আসুন, এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা নারী-পুরুষ সবাই মিলে একে অপরকে শক্তিশালী করার শপথ নিই। তাহলেই দেখবেন কেউ কাউকে সবল বা দুর্বল বলে ভাবছেনই না। মা আর বাবা... দু’জনেই তো আমাদের জীবনকে চিনতে শেখান। কাউকে বাদ দিয়ে নয়। এখানে কেউ ছোট বা বড় হয় না। হতে পারে না। কারণ, দু’জনেই যে সমান। তা না হলে তো আমাদের জন্মই হতো না।
 অনুলিখন: তপন বকসি              
 গ্রাফিক্স: সোমনাথ পাল               
 সহযোগিতায়: স্বাগত মুখোপাধ্যায় 
08th  March, 2020
দ্বিশতবর্ষে শম্ভুনাথ পণ্ডিত
রজত চক্রবর্তী

 আজ থেকে দু’শো বছর আগে, ১৮২০ সালে জন্মেছিলেন শম্ভুনাথ। কাশ্মীরি পণ্ডিত পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল লখনউ। শম্ভুনাথের বাবা সদাশিব পণ্ডিত ভাগ্যান্বেষণে চলে এসেছিলেন কলকাতায়। কলকাতায় শম্ভুনাথের জন্ম হলেও তাঁর কৈশোর কেটেছে লখনউয়ে। সেখানে তাঁর পড়াশোনা শুরু। বিশদ

22nd  March, 2020
বা ঙা লি র বঙ্গবন্ধু
মৃণালকান্তি দাস

তিনি বাঙালিকে শুধু বাঙালি জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ করেননি, বাঙালির আর্থিক, সাংস্কৃতিক মুক্তির জন্য তাঁদের প্রস্তুত করেছিলেন। তাঁর হাত ধরেই জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। শেখ মুজিবুর রহমান। বাংলার আপামর জনতা তাঁকে অভিহিত করেছিলেন বঙ্গবন্ধু নামে। জন্মশতবর্ষে ফিরে দেখা তাঁর জীবন সংগ্রামকে।  বিশদ

15th  March, 2020
উদ্বোধন ১২১
স্বামী শিবার্চনানন্দ

১৮৯৯ সালের জানুয়ারি মাসে পথচলা শুরু ‘উদ্বোধন’-এর। স্বামী বিবেকানন্দের প্রবল উৎসাহ আর পরামর্শে দিনরাত এক করে এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব সামলেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। পেরিয়ে গিয়েছে ১২১টি বছর। এখনও বাঙালির মননে অমলিন রামকৃষ্ণ দর্শনকে জনমানসে ছড়িয়ে দেওয়ার এই অনন্য প্রয়াস।  বিশদ

01st  March, 2020
দেশবন্ধু
সমৃদ্ধ দত্ত

গান্ধীজির একের পর এক অনুগামীকে নিজের দিকে টেনে আনতে সক্ষম হলেও, তাঁর সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি একবিন্দুও। আবার তাঁকেই দীক্ষাগুরু হিসেবে স্থির করেছিলেন সুভাষচন্দ্র বসু। জন্মের সার্ধশতবর্ষে ফিরে দেখা সেই চিত্তরঞ্জন দাশকে। বিশদ

23rd  February, 2020
পথদ্রষ্টা ফালকে
সঞ্জয় মুখোপাধ্যায়

‘রাজা হরিশ্চন্দ্র’-এর হাত ধরে পথচলা শুরু হয় প্রথম ভারতীয় পূর্ণাঙ্গ কাহিনীচিত্রের। ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গেও ফালকের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গিয়েছে। ৭৫তম মৃত্যুবার্ষিকীতে এ দেশের সিনেমার পথদ্রষ্টাকে ফিরে দেখা। 
বিশদ

16th  February, 2020
ইতিহাসে টালা
দেবাশিস বসু

 ‘টালা’ কলকাতার অন্যতম প্রাচীন উপকণ্ঠ। ১৬৯০ সালের ২৪ আগস্ট জব চার্নক নেমেছিলেন সুতানুটিতে। ১৬৯৩ সালের ১০ জানুয়ারি তিনি মারা যান। অর্থাৎ তিনি সুতানুটিতে ছিলেন জীবনের শেষ আড়াই বছর। তাঁর মৃত্যুর প্রায় পাঁচ বছর পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাবর্ণ চৌধুরীদের কাছ থেকে গোবিন্দপুর, কলকাতা ও সুতানুটি গ্রাম তিনটির জমিদারি স্বত্ব কিনে নেয়।
বিশদ

09th  February, 2020
মহাশ্বেতা 

সন্দীপন বিশ্বাস: ‘সরস্বতী পুজো।’ শব্দ দুটো লিখে ল্যাপটপের কি-বোর্ড থেকে হাতটা সরিয়ে নিল শুভব্রত। চেয়ারে হেলান দিয়ে বাইরে চোখ। রাত এখন গভীর। আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো। এডিটর একটা লেখা চেয়েছেন। পুজো নিয়ে স্পেশাল এডিশনে ছাপা হবে। সাহিত্যিক হিসেবে শুভর একটা খ্যাতি আছে। 
বিশদ

02nd  February, 2020
শতবর্ষে জনসংযোগ
সমীর গোস্বামী

অনেকে মজা করে বলেন, সেলুনে যিনি হেয়ার স্টাইল ঠিক করেন, তিনি অনেক সময় বিশিষ্ট মানুষের কানেও হাত দিতে পারেন। জনসংযোগ আধিকারিক বা পিআরও’রাও খানিকটা তেমনই। প্রচারের স্বার্থে তাঁরা কেবল সাহসের উপর ভর করে অনেক কিছু করতে পারেন। মনে পড়ছে, বহু কেন্দ্রীয় মন্ত্রী বা গণ্যমান্য ব্যক্তিকে কোনও কিছু উদ্বোধনের সময় ফিতে কাটতে দিতাম না। 
বিশদ

26th  January, 2020
অনন্য বিকাশ 

পাহাড়ী স্যান্যাল থেকে উত্তমকুমার সবাই ছিলেন তাঁর অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত। হেমেন গুপ্তের ‘৪২’ ছবিতে এক অত্যাচারী পুলিস অফিসারের ভূমিকায় এমন অভিনয় করেছিলেন যে দর্শকাসন থেকে জুতো ছোঁড়া হয়েছিল পর্দা লক্ষ্য করে। এই ঘটনাকে অভিনন্দন হিসেবেই গ্রহণ করেছিলেন তিনি। সেই অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা বিকাশ রায়কে নিয়ে লিখেছেন বেশ কিছু সিনেমায় তাঁর সহ অভিনেতা ও মণীন্দ্রচন্দ্র কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান অধ্যাপক ডঃ শঙ্কর ঘোষ।  
বিশদ

19th  January, 2020
যদি এমন হতো! 
সঞ্জীব চট্টোপাধ্যায়

যদি এমন হতো? সিমুলিয়ার দত্ত পরিবারে নরেন্দ্রনাথ এসেছেন, ধনীর আদরের সন্তান; কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পৃথিবীতে আসেননি। তাহলে নরেন্দ্রনাথ কি স্বামী বিবেকানন্দ হতেন! মেধাবী, সাহসী, শ্রুতিধর এই সুন্দর যুবকটি পিতাকে অনুসরণ করে হয়তো আরও শ্রেষ্ঠ এক আইনজীবী হতেন, ডাকসাইটে ব্যারিস্টার, অথবা সেই ইংরেজযুগের সর্বোচ্চ পদাধিকারী, ঘোড়ায় চাপা ব্রাউন সাহেব— আইসিএস। ক্ষমতা হতো, সমৃদ্ধি হতো।
বিশদ

12th  January, 2020
সেলুলয়েডের শতবর্ষে হিচকক 
মৃন্ময় চন্দ

‘Thank you, ….very much indeed’
শতাব্দীর হ্রস্বতম অস্কার বক্তৃতা। আবার এটাও বলা যেতে পারে, মাত্র পাঁচটি শব্দ খরচ করে ‘ধন্যবাদজ্ঞাপন’।
হ্যাঁ, হয়তো অভিমানই রয়েছে এর পিছনে।
বিশদ

05th  January, 2020
ফিরে দেখা
খেলা

আর তিনদিন পরেই নতুন বছর। স্বাগত ২০২০। কিন্তু ভুলে গেলে চলবে পুরনো বছরকেও। তাই ২০১৯ সালের বেশকিছু স্মরণীয় ঘটনার সংকলন নিয়ে চলতি বছরের সালতামামি। 
বিশদ

29th  December, 2019
ফিরে দেখা
বিনোদন

আর তিনদিন পরেই নতুন বছর। স্বাগত ২০২০। কিন্তু ভুলে গেলে চলবে পুরনো বছরকেও। তাই ২০১৯ সালের বেশকিছু স্মরণীয় ঘটনার সংকলন নিয়ে চলতি বছরের সালতামামি।  
বিশদ

29th  December, 2019
ফিরে দেখা
রাজ্য 

আর তিনদিন পরেই নতুন বছর। স্বাগত ২০২০। কিন্তু ভুলে গেলে চলবে পুরনো বছরকেও। তাই ২০১৯ সালের বেশকিছু স্মরণীয় ঘটনার সংকলন নিয়ে চলতি বছরের সালতামামি।   বিশদ

29th  December, 2019
একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীরা প্রতিবারই মার্চ মাসের বেতন এপ্রিলে পান। এটাই হয়ে এসেছে। লকডাউন হওয়ার আগে বিভিন্ন সরকারি দপ্তর থেকে স্থায়ী ও চুক্তিভিত্তিতে নিযুক্ত কর্মীদের এপ্রিল মাসের বেতনের বিল পাঠিয়ে দেওয়া হয়েছে। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনের জেরে চরম সঙ্কটে বিশ্ববিদ্যালয়গুলির গবেষণা। ক্যাম্পাস সম্পূর্ণ বন্ধ থাকার কারণে নষ্ট হয়েছে বেশ কিছু দামি রাসায়নিক পদার্থ। বেশ কিছু প্রাণী রয়েছে, যাদের ওপর গবেষণা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন অধ্যাপকরা, সেগুলিকে বাঁচিয়ে রাখা এখন চ্যালেঞ্জের মুখে। ...

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

 বিএনএ, বর্ধমান ও সংবাদদাতা: করোনার সংক্রমণ রুখতে সোমবার বিকেল ৫টা থেকে শুরু হয়েছে লকডাউন। বাজারে এবং মুদির দোকানে গিয়ে ভিড় এড়ানোর জন্য নিরাপদ দূরত্বে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্যদপ্তর। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৪: গিলেটিনের আবিষ্কর্তা জোসেফ ইগনেস গিলেটিনের মৃত্যু
১৮২৭: জার্মান সুরকার এবং পিয়ানো বাদক লুডউইগ ভ্যান বেইটোভেনের মৃত্যু
১৯৯৩: চিত্র পরিচালক ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের জন্ম
১৯৭১: স্বাধীনতা ঘোষণা করল বাংলাদেশ, শুরু হল মুক্তিযুদ্ধ
১৯৭৪: চিপকো আন্দোলনের সূচনা
১৯৯৯: সুরকার আনন্দশঙ্করের মৃত্যু
২০০৬: রাজনীতিবিদ অনিল বিশ্বাসের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.১৯ টাকা ৭৬.৯১ টাকা
পাউন্ড ৮৬.৮১ টাকা ৮৯.৯৫ টাকা
ইউরো ৮০.৬৪ টাকা ৮৩.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  March, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১১ চৈত্র ১৪২৬, ২৫ মার্চ ২০২০, বুধবার, (চৈত্র শুক্লপক্ষ) প্রতিপদ ২৯/২৯ অপঃ ৫/২৭। রেবতী অহোরাত্র সূ উ ৫/৩৯/৪১, অ ৫/৪৫/৪৫, অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ১/৪১ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১০/১৩ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ২/৪২ গতে ৪/১১ মধ্যে।
১১ চৈত্র ১৪২৬, ২৫ মার্চ ২০২০, বুধবার, প্রতিপদ ২৬/১০/২১ অপরাহ্ন ৪/৯/৪৯। রেবতী ৬০/০/০ অহোরাত্র সূ উ ৫/৪১/৪১, অ ৫/৪৫/৪৯। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১২ মধ্যে ও ৩/২২ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৫৫ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/৪২/৪৩ গতে ১০/১৩/১৪ মধ্যে।
২৯ রজব

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ:খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৪: গিলোর্টিনের আবিষ্কর্তা জোসেফ ইগনেস গিলেটিনের মৃত্যু১৮২৭: জার্মান সুরকার এবং ...বিশদ

07:03:20 PM

তামিলনাড়ুতে আরও ৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাস 

11:52:00 PM

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রথম করোনা আক্রান্তের খোঁজ 

09:02:11 PM

দেশে একদিনে ৮৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাস, মোট আক্রান্ত ৬৯৪: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

08:55:45 PM

কৃষ্ণনগরে করোনা আতঙ্কে আত্মহত্যা! 
হোম আইসোলেশনে থাকার নির্দেশ পাওয়ার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ...বিশদ

08:34:13 PM