উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
প্রগতি এডিবল প্রসেসিং প্রাইভেট লিমিটেড চাল উৎপাদনে অগ্রণী সংস্থারগুলির মধ্যে অন্যতম। খড়্গপুরে ২০১১ সালে প্রথম চাল উৎপাদন শুরু হয়। মিনিকিট, বাঁশকাঠি, রেগুলার বাঁশকাঠি রাইস, স্পেশাল বাঁশকাঠি, আই আর ১০১০, ঝাটি শঙ্কর, সোন্না মাসুরি, জিরা, স্বর্ণ প্রভৃতি চাল উৎপাদন করে সংস্থাটি। সংস্থার মতে, চালের গুণগত মানের ব্যাপারে কখনও আপস করা হয় না। ধান থেকে চাল উৎপাদনের বেশ কয়েকটি ধাপ আছে। জমি তৈরি, বীজ বপন, ধানের সঠিক পরিচর্যা প্রভৃতি। প্রতিটি স্তরেই কড়া নজর রাখা হয়। এরপর উন্নতমানের প্যাকেজিং করে সেই চাল বাজারে আনা হয়।
আদানি উইলমার, গ্রোফারস, স্পেনসার্স, বিগ বাস্কেট, ভেস্টিজ প্রভৃতি সংস্থায় প্রগতি এডিবল প্রসেসিং প্রাইভেট লিমিটেডের চাল পাওয়া যায়। এছাড়াও সব দোকানেই এদের প্রোডাক্ট রয়েছে।
ওহো এক্সপ্রেস
সংক্রমণ এড়াতে এবার থেকে আপনি চাইলে চাল, ডাল, চা, কফি, দুধ, বেকারি, ড্রিঙ্কস, স্ন্যাক্স, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, বাড়ি পরিষ্কারের জিনিসপত্র, অর্গানিক ফুড, বেবি কেয়ার প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে বসেই পেয়ে যাবেন। এমনকী মাছ, মাংস, ডিমও পাওয়া যাবে একইভাবে। সম্প্রতি ‘ওহো এক্সপ্রেস’ নামে একটি ই-কমার্স অ্যাপ চালু হয়েছে। অ্যাপটি ডাউনলোড করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করলে নির্দিষ্ট সময়ে তা বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়া হবে সংস্থার তরফে। ন্যূনতম ৫০০ টাকার জিনিস কেনাকাটা করতে হবে। ৭৫০ টাকা পর্যন্ত কেনাকাটা করলে ডেলিভারি চার্জ ৪৯ টাকা লাগবে। ৭৫১ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত কেনাকাটায় ডেলিভারি চার্জ লাগবে ৩৯ টাকা। আর ২০০০ টাকার বেশি হলে কোনও ডেলিভারি চার্জ লাগবে না। আপাতত গোটা কলকাতায় এই পরিষেবা পাওয়া যাচ্ছে।
খুকুমণি হার্বাল হ্যান্ড
স্যানিটাইজার
ও হ্যান্ড ওয়াশ
প্রদীপ কেমিক্যাল ওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড উন্নতমানের খুকুমণি কেয়ার হার্বাল হ্যান্ড স্যানিটাইজার, খুকুমণি কেয়ার হার্বাল অ্যান্টিসেপ্টিক ও খুকুমণি কেয়ার হার্বাল লাইম হ্যান্ড ওয়াশ বাজারে এনেছে। প্রোডাক্টগুলি প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে নিম, তুলসী, অ্যালোভেরা প্রভৃতি প্রাকৃতিক উপাদান। খুকুমণি কেয়ার হার্বাল হ্যান্ড স্যানিটাইজারে ৭১ শতাংশ ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়েছে। সংস্থার মতে, এগুলি ব্যবহার করলে ৯৯.৯৯ শতাংশ জীবাণু ধ্বংস হবে। খুকুমণি কেয়ার হার্বাল হ্যান্ড স্যানিটাইজার ৫০ এমএল, ১০০ এমএল এবং ৫ লিটারের জারে পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ২৫ টাকা, ৫০ টাকা এবং ২৪৯৯ টাকা। খুকুমণি কেয়ার হার্বাল অ্যান্টিসেপ্টিক ও খুকুমণি কেয়ার হার্বাল লাইম হ্যান্ড ওয়াশ ২৫০ এমএল-এর বোতলে পাওয়া যাচ্ছে। দাম ৬৯ টাকা। তবে সংস্থাটি খুকুমণি কেয়ার হার্বাল অ্যান্টিসেপ্টিক ও খুকুমণি কেয়ার হার্বাল লাইম হ্যান্ড ওয়াশে ১০ টাকা করে ছাড় দিচ্ছে। প্রোডাক্টগুলি সর্বত্র পাওয়া যাচ্ছে।
সেনকো গোল্ড অ্যান্ড
ডায়মন্ডস-এর উদ্যোগ
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ক্রেতাদের অনলাইন শপিংয়ের জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। গ্রাহকরা এখন বাড়িতে বসেই স্টোর থেকে গয়না কেনার মতো অভিজ্ঞতা পেতে পারবেন। এর জন্য ক্রেতাকে সংস্থার ওয়েবসাইটে গিয়ে, পছন্দের স্টোরের ফোন নম্বরে ফোন করে বা ১৮০০১০৩০০১৭ টোল ফ্রি নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর স্টোর থেকে ক্রেতার ফোন নম্বরে একটি ই-ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হবে। সেই ই-ক্যাটালগ দেখে ক্রেতারা পছন্দের গয়নার একটি সম্ভাব্য তালিকা তৈরি করে নিতে পারেন। এছাড়াও ক্রেতারা চাইলে সংস্থার ই-কমার্স ওয়েবসাইট থেকেও গয়না বেছে রাখতে পারেন। এরপর স্টোর থেকে একজন বিশেষজ্ঞ ভিডিও কল করে ক্রেতাকে তাঁর পছন্দের গয়নাগুলি দেখাবেন। এমনকী, গয়নাটি পরলে কেমন দেখতে লাগবে, তাও দেখানো হবে। পাশাপাশি গয়না নিয়ে যাবতীয় খুঁটিনাটি বিষয় জানানো হবে তাদের। শেষে গয়না অর্ডার করলে সংস্থাটি করোনা সংক্রমণ নিয়ে সব বিধিসম্মত স্বাস্থ্যসুরক্ষা মেনে ক্রেতার ঠিকানায় তা পাঠিয়ে দেবে। যে কোনও স্টোরেই এই সুবিধা পাওয়া যাবে। সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন বলেন, গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই এই উদ্যোগ। অনলাইনে বুকিংয়ে ছাড়ও দেওয়া হচ্ছে।
বিঞ্জ বেফিকরের রাখি স্পেশাল
ক্লাউড কিচেন ‘বিঞ্জ বেফিকর’ রাখি উৎসব উপলক্ষে কিছু স্পেশাল মেনু নিয়ে এসেছে। মেনু তালিকায় রয়েছে ইতালীয়, থাই ও আরবের রকমারি সুস্বাদু, পুষ্টিকর ও ইমিউনিটি বুস্টার সব খাবারদাবার। রয়েছে জিভে জল আনা স্বাদের ডের্জাট এবং স্ন্যাক্সও। সব খাবারই নিরামিষ, কোনও প্রাণীজ উৎস ব্যবহার করা হয়নি। শুধু তাই নয়, মেনু তালিকায় থাকা খাবারগুলি গ্লুটেন ও সুগার ফ্রিও! রাখি স্পেশাল কয়েকটি উল্লেখযোগ্য পদ— আরবের টোরসি ভেজিস এবং লাভাশ, ইতালির ভেজি পিৎজা এবং ইতালিয়ান চপড ভেজ স্যালাড, থাই-এর স্প্রিং রোলস উইথ থাই সুইট চিলি স্যস এবং থাই গ্রিন কারি প্রভৃতি। ডেজার্টে ব্রাউনি, স্টাফড চকোলেট এবং স্ন্যাক্সে মাল্টিগ্রেন ব্রেড, অ্যামন্ড মিল্ক কফি, রোস্টেড মিক্সড সিডস এক কথায় অসাধারণ। এ প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা অনিশা মোহতা বলেন, অনেক ধরনের স্পেশাল খাবারদাবার রয়েছে ‘বিঞ্জ বেফিকর’ মেনু তালিকায়। পছন্দের খাবার অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন সুইগি এবং জোম্যাটোর মাধ্যমে। পুরো কলকাতায় এই পরিষেবাটি পাওয়া যাচ্ছে। দাম শুরু ৬৯৯ টাকা থেকে। খাবার অর্ডার করা যাবে ৯৮৩০৫৮০৩৯৬ নম্বরে।
রাখির উপহার মেডিবাডি গোল্ড
এবার রাখিবন্ধনে একটু অন্যরকম উপহার দেওয়ার কথা ভাবতে পারেন। বোন ও প্রিয়জনকে অবাক করে দিয়ে ‘মেডিবাডি-ডকসঅ্যাপ গোল্ড’ স্বাস্থ্য পরিষেবাটি উপহার হিসেবে দিতে পারেন। এতে এক বছরের জন্য সাবসক্রিপশন পাওয়া যাবে। বছরভর ১৮ রকম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া মিলবে। মোট ১৫টি ভাষায় এই পরিষেবা দেবে সংস্থাটি। অনলাইনে ওষুধ অর্ডার করা যাবে কোনও ডেলিভারি চার্জ ছাড়াই। বিনামূল্যে ল্যাব টেস্টের স্যাম্পেল নিয়ে যাবে সংস্থাটি। আর রিপোর্ট পাওয়া যাবে অনলাইনে। ১৯৯০ টাকা দিয়ে পেটিএম, ফোনপে, গুগলপে, ফ্লিপকার্ট প্রভৃতি মাধ্যমে এই স্বাস্থ্য পরিষেবাটি কেনা যাবে।
এইচ পি-এর নতুন প্রোডাক্ট
কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা এইচ পি ভারতের বাজারে একাধিক রকমের প্রোডাক্ট এনেছে। প্রোডাক্টগুলি হল— দু’টি গেমিং ল্যাপটপ ওমেন ১৫, প্যাভিলিয়ন গেমিং ১৬, ওমেন ভিক্টর মাউস, ওমেন একসিড ব্যাকপ্যাক, এইচ পি এক্স ১০০০ ওয়্যারলেস গেমিং হেডসেট, ওমেন সারপাস রোলটপ, এবং ওমেন ডাফল ভি১। ওমেন ১৫ এবং প্যাভিলিয়ন গেমিং ১৬ ল্যাপটপ ইনটেল এবং এএমডি দু’রকম পাওয়া যাবে। ওমেন ১৫ ইন্টেলের দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা, এএমডি-র দাম ৭৫হাজার ৯৯৯টাকা। প্যাভিলিয়ন গেমিং ১৬ ল্যাপটপ ইনটেলের হলে ৭০ হাজার ৯৯৯ টাকা, এএমডি’র দাম ৫৯হাজার ৯৯৯ টাকা পড়বে। ওমেন ভিক্টর মাউসের দাম ৩৯৯৯ টাকা। ব্যাকপ্যাক পাওয়া যাবে ৫৯৯৯ টাকায়। ওয়্যারলেস গেমিং হেডসেট এবং ওমেন সারপাস রোলটপের দাম ৭৯৯৯ টাকা করে। আর ওমেন ডাফল ভি১-এর দাম পড়বে ৯৯৯৯ টাকা। প্রোডাক্টগুলি পাওয়া যাচ্ছে সব এইচ পি ওয়ার্ল্ড এবং www.store.hp.com/in-এ।
স্নেহাশিস সাউ