উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
ইমামি আর্ট ‘টেলস অব আওয়ার টাইম’ নামে একটি অসাধারণ অনলাইন চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। শুরু হয়েছে গত ৫ জুলাই। অনলাইনে প্রদর্শনীটি দেখা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। অতিমারীতে একঘেয়েমি কাটাতে এই প্রদর্শনীটা দেখে ভালো লাগবে। লোকশিল্পী আনোয়ার চিত্রকর পটচিত্রের মাধ্যমে লকডাউনের সময় ছোট ছোট দৃশ্যগুলি তুলে ধরেছেন। মোট ১৩টি পটচিত্র দেখা যাবে। করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন শিল্পী অনোয়ার চিত্রকর। ওয়েবসাইট : www.emamiart.com