উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
ফরাসি ইলেকট্রনিক কোম্পানি ‘থমসন’ বাজারে আনল ওয়াশিং মেশিন। টেলিভিশনের দুনিয়ায় সস্তায় অত্যাধুনিক টিভি ভারতের বাজারে এনে গত কয়েক বছর রীতিমতো দর্শকদের মন জয় করেছে থমসন। সেই পথ ধরেই এবার গৃহিণীদের সুরাহার সন্ধানে নেমেছে তারা। ভারতের সুপার প্ল্যাস্ট্রোনিক্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করছে ওয়াশিং মেশিন। মাত্র ৬ হাজার ৯৯৯ টাকায় সাড়ে ছ’ কেজির অত্যাধুনিক সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন তুলে দিচ্ছে। সাড়ে ছয়, সাড়ে সাত এবং সাড়ে আট কেজি, এই তিন মাপের মেশিন বাজারে আনা হয়েছে। তবে সবটাই মিলবে অনলাইনে।
আর সেই কারণেই অন্যান্য কোম্পানির থেকে অপেক্ষাকৃত সস্তায় অথচ যে কোনও ব্র্যান্ডের সঙ্গে থমসনের এই প্রোডাক্ট পাল্লা দিতে পারে বলেই জানিয়েছেন কোম্পানির ভারতীয় পার্টনার এসপিপিএলের সিইও অভনিত সিং মাড়োয়া। বলেন, করোনা মোকাবিলায় লকডাউনের এই পরিস্থিতিতে মানুষ অনলাইনেই অভ্যস্ত হয়ে পড়ছে। তাই আমাদের প্রোডাক্টের চাহিদা বাড়ছে। ওয়াশিং মেশিনের পাশাপাশি ৪৩, ৫৫ এবং ৬৫ ইঞ্চির অত্যাধুনিক প্রযুক্তির টিভিও বাজারে আনল থমসন। দাম এক টাকা কম ২৫ হাজার, ৩৩ হাজার এবং ৫৩ হাজার। সবই অ্যানড্রয়েড ফোর-কে সুপার স্মার্ট টিভি।
সুপার পাওয়ার হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজার
সম্প্রতি সুপার পাওয়ার ডিটারজেন্ট প্রস্তুতকারী সংস্থা সাউথ ইস্ট কেমিকেলস বাজারে নিয়ে এসেছে উন্নতমানের হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার। প্রোডাক্ট দু’টির নাম দেওয়া হয়েছে —সুপার পাওয়ার হ্যান্ড ওয়াশ এবং সুপার পাওয়ার হ্যান্ড স্যানিটাইজার। ঘরে বাইরে সব সময় হাতকে জীবাণুমুক্ত রাখতে ফোম বেসড সুপার পাওয়ার হ্যান্ড ওয়াশ এবং অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাজার খুবই কার্যকরী। সংস্থার মতে, বিশেষভাবে প্রস্তুত প্রোডাক্ট দু’টি হাতের ত্বকের জন্য বেশ নিরাপদ। পাওয়া যাচ্ছে ১০০ মিলির বোতলে।
পাঞ্জাবির নতুন কালেকশন
ডিজাইনার শ্যামসুন্দর বসু পুজোর জন্য নতুন ডিজাইনের পাঞ্জাবি তৈরি করতে শুরু করেছেন। সঙ্গে থাকছে মানানসই মাস্ক। তাঁর রাইকিশোরী কালেকশনের ব্র্যান্ড ফেস সাগর ঝাকে নিয়ে পুজোর ফোটো শ্যুট চলছে। এছাড়া তাঁর বিয়ের কালেকশনে রয়েছে অভিজাত নকশায় রেশমের কারুকাজ করা পাঞ্জাবি। রিসেপশনের জন্য পার্টিওয়্যার ইন্দোওয়েস্টার্ন আউটফিট ভালো চলছে। ফ্লোরাল মোটিফের জহর জ্যাকেট এ প্রজন্মের ছেলেদের খুব পছন্দ। অলিভ গ্রিনের চাহিদা রয়েছে।
গোদরেজ-এর উদ্যোগ
একটানা দীর্ঘদিন দেশ জুড়ে লকডাউনের প্রভাব সমানভাবে পড়েছিল স্যালঁতেও। লোকজনের মধ্যে একটা ভীতি কাজ করছিল, স্যালঁয় গেলে না করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে। একই রকম ভয় কাজ করছিল স্যালঁ প্রফেশনালদের মধ্যেও। তারই ফলস্বরূপ, দীর্ঘদিন স্যালঁগুলি বন্ধ ছিল। পরে আনলক ফেজ শুরু হওয়ায় এলাকা বিশেষে শর্তসাপেক্ষে স্যালঁগুলি খুললেও মানুষজন ভয়ে সেখানে যাচ্ছিল না। পরিষেবা গ্রাহক ও স্যালঁ প্রফেশনালদের মধ্যে এই ভয় কাটাতে গোদরেজ বিশেষভাবে উদ্যোগী হয়েছে। সংস্থাটি ‘গোদরেজ প্রফেশনালস সুরক্ষা স্যালঁ প্রোগ্রাম’ নামে একটি বিশেষ কর্মসূচি নিয়েছে দেশ জুড়ে। সম্প্রতি ‘গোদরেজ প্রফেশনালস সুরক্ষা স্যালঁ প্রোগ্রাম’-এর একটি টিম কলকাতায় হেড টারনার্স স্যালঁ-র সল্টলেক ও লেক গার্ডেন শাখা এবং মিডলটন রো-তে কালার্স স্যালঁয় গিয়েছিলেন। টিমে ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, অলিভিয়া সরকার ও গীতশ্রী রায় প্রমুখ। স্যালঁ স্যানিটাইজড করার পদ্ধতি, গ্রাহক ও স্যালঁ প্রফেশনালদের কী করণীয়, যাতে অকারণে ভয় না কাজ করে প্রভৃতি বিষয়ে তাঁরা উপস্থিত সকলকে প্রয়োজনীয় পরামর্শ দেন।
অ্যাক্রোপলিসে ফেস্টিভ্যাল
ভোজন রসিকদের জন্য ভালো খবর। অ্যাক্রোপলিস মল-এ শুরু হয়েছে মনসুন ফুড ফিয়েস্তা। গত ১১ জুলাই মলের ফুড কোর্টে ফেস্টিভ্যালটি উদ্বোধন করেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। এতে ওয়াও মোমো, কে এফ সি, বার্গার কিং, ট্যাকো বেল, সাবওয়ে, ড্রানকেন মাঙ্কি প্রভৃতি সংস্থা অংশগ্রহণ করেছে। নিত্যনতুন জিভে জল আনা রকমারি খাবারদাবার তো রয়েইছে, সেই সঙ্গে সংস্থাগুলি আকর্ষণীয় ছাড়ও দিচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সব বিধি নিষেধ মেনে ফেস্টিভ্যালটি চলছে। খোলা থাকবে আগামী ৩০ জুলাই পর্যন্ত, রোজ সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা।
ফসিল-এর সেলিব্রিটি
অ্যাম্বাসাডার দিশা
অন্যতম সেরা ঘড়ির ব্র্যান্ড ফসিল গ্রুপ, ইন্ডিয়া ঘোষণা করেছে তাদের নতুন সেলিব্রিটি অ্যাম্বাসাডারের নাম। এবার অভিনেত্রী সানিয়া মালহোত্র-র জায়গায় দেখা যাবে বলিউড স্টার দিশা পাটানিকে। ১০ জুলাই সংস্থাটি তাদের ইনস্টাগ্রাম পেজ-এ দিশার নাম ঘোষণা করে। বরুণ ধাওয়ানও ফসিলের সেলিব্রিটি অ্যাম্বাসাডার। দিশার মতো জনপ্রিয় বলিউড আইকনকে সেলিব্রিটি অ্যাম্বাসাডার হিসেবে পেয়ে খুশি ফসিল গ্রুপ, ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর জনসন ভার্গিস।