উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
জেনে নিন
অনলাইন টেবিল কেনার সময় শুধু ছবি দেখে ডিজাইন বাছাই করবেন না। টেবিলের মাপ অবশ্যই ভালো করে দেখে নিন। মাপ জানার জন্য টেবিলের বিস্তারিত বিবরণ খুঁটিয়ে পড়ুন। আজকাল সব মাপ সেন্টিমিটারে দেওয়া থাকে, প্রয়োজনে তা ফুটে বদলে নিয়ে দেখুন আপনার ঘরের জন্য টেবিল মানানসই কি না।
চেয়ারের ক্ষেত্রেও বিবরণ পড়ে বুঝে নিন সেটির লুক ও ফিনিশ কেমন। যদি রিভলভিং চেয়ার কেনেন, তাহলে তা ওঠানো নামানোর সঠিক ব্যবস্থা আছে কি না, তা-ও জেনে নিন বিবরণ থেকে।
চেয়ার টেবিল সেটের ক্ষেত্রে ক্রেতাদের রিপোর্ট অবশ্যই পড়ে নেবেন। এছাড়াও যেটা কিনছেন তার স্টার মার্কিং দেখে কিনুন। ৫ স্টার হলে সবচেয়ে ভালো। কিন্তু ৪ স্টারের কম মার্কিং থাকলে তা না কেনাই ভালো।
ড্রয়ার ও ক্যাবিনট সহ টেবিল
দেওয়ালে লাগানো টেবিলে একটা বা দু’টো ড্রয়ার আর একটা ফাইল ক্যাবিেনট দেওয়া ডিজাইন খুব স্লিক। অল্প জায়গায় এমন টেবিল মানানসই। এই ধরনের টেবিল পাবেন ‘ড্যামরোইন্ডিয়া ডট কম’, ‘আর্বানল্যাডার ডট কম’, ‘পেপারফ্রাই ডট কম’ ইত্যাদি সাইটে। দাম মোটামুটি ৪০০০ টাকা থেকে শুরু। ফাইল ক্যাবিনেটে যদি পাল্লা লাগানো থাকে, তাহলে তার দাম আর একটু বেশি হবে।
বুক র্যাক সহ
পড়ার টেবিল
একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের টেবিলের সঙ্গে লাগোয়া বই রাখার তাক থাকলে পড়াশোনায় সুবিধে হয়। সেক্ষেত্রে দেওয়াল লাগোয়া বুক র্যাক সহ টেবিল পাবেন ‘আর্বানল্যাডার ডট কম’ সাইটে। এই ধরনের টেবিলের দাম ৬০০০ টাকা থেকে শুরু। বিভিন্ন ডিজাইনে পাবেন এমন টেবিল। নিজের ঘরের মাপ ও চাহিদা অনুযায়ী বাছার প্রচুর সুযোগ রয়েছে।
কম্পিউটার ইউনিট সহ অফিস টেবিল
স্টাডি কাম অফিস টেবিল পাবেন কম্পিউটার ইউনিট সহ। সেই টেবিলে ডেস্ক টপ কম্পিউটার রাখার ব্যবস্থা রয়েছে। এমন টেবিল পাবেন ‘পেপারফ্রাই ডট কম’ সাইটে। দাম ৫০০০ টাকা থেকে শুরু। কম্পিউটার ইউনিটের পাশাপাশি বইয়ের তাক সহ টেবিলও রয়েছে। স্কুল বা কলেজ পড়ুয়াদের জন্য এই ধরনের টেবিল আদর্শ। দাম ৬০০০ টাকা থেকে শুরু।
শিশুদের জন্য নানা নকশা
আপনার কুট্টি সোনা কি এবছর সবে স্কুলে ভর্তি হয়েছে? নাকি স্কুলের নিচু ক্লাসের পড়ুয়া সে? তাহলে তার জন্য একটা রঙিন নকশাদার টেবিল চেয়ারের সেট কিনে দিন। ‘ফার্স্টক্রাই ডট কম’ ও ‘ইয়োইয়োস্টা ডট কম’ সাইটে বাচ্চাদের জন্য রয়েছে নজর কাড়া টেবিল চেয়ারের সেট। কোনওটায় জঙ্গলের দৃশ্য আঁকা, কোনওটা বা জেব্রা, জিরাফের আকারে তৈরি। এমন টেবিল চেয়ার পাবেন ১৫০০ টাকা থেকে। শুধু চেয়ার চাইলে নরম ভেলভেট টাচ ক্যাঙারু বা লায়ন স্টাইল সোফা চেয়ারও পাবেন দাম ১৭০০ টাকা থেকে শুরু।
মনের মতো চেয়ার
‘আর্বানল্যাডার ডট কম’, ‘পেপারফ্রাই ডট কম’, ‘ড্যামরোইন্ডিয়া ডট কম’ ইত্যাদি বিভিন্ন সাইটে নানা ধরনের চেয়ার পাবেন। কোনওটা চাকা লাগানো, কোনওটা বা সাধারণ। কাঠের, রট আয়রনের হরেক রকম নকশা এইসব চেয়ারে। লেদার ফিনিশ, ভেলভেট টাচ, কমফর্ট ফিল এমন বিভিন্ন নামে এই ধরনের চেয়ার রয়েছে। দাম ৩০০০ টাকা থেকে শুরু। অনলাইনে এই ধরনের চেয়ার টেবিলের ওপর অনেক রকম ছাড় পাওয়া যায়। ফলে সব সবটাই যাচাই করে ছাড় কোথায় কেমন, তা দেখে নিয়ে তবেই কিনবেন।