সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
সম্পূর্ণা ও আঙ্গিক যৌথ উদ্যোগে পাঁচদিন ব্যাপী সম্পূর্ণা নামে একটি ফ্যাশন ও লাইফস্টাইল মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায় ও সৌমিলি ঘোষ। এই মেলায় মৃগনয়নী, সোমি’জ ক্যান প্রোডাক্ট সহ একাধিক সংস্থা ও বুটিক অংশ নিয়েছে। সার্দার্ন অ্যাভিনিউ, বিড়লা অ্যাকাডেমিতে মেলা চলবে ৩১ মার্চ পর্যন্ত। খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা।
শিল্পীনিকেতন (পি-৬৯৮ লেক টাউন, ব্লক-এ, কল-৮৯, ফোন: ৯৮৩০৪৯৬৭২৪) গ্রীষ্মকালীন প্রদর্শনী শুরু করেছে। এখানে পাবেন মলমল ও কটন শাড়িতে ব্লকপ্রিন্ট ৫০০-১০০০ টাকা, খেসে অ্যাপ্লিক ও কাঁথাকাজ করা শাড়ি ব্লাউজ পিস সমেত ১৫০০-১৮০০ টাকা, বাংলার তাঁতে অ্যাপ্লিক, কাঁথা, গুজরাতি বা পার্সি কাজ করা শাড়ি ১৫০০-২৫০০ টাকা। আর আছে নানারকম মিক্স অ্যান্ড ম্যাচের শাড়ি। সিল্ক ও তসরে এক্সক্লুসিভ কাঁথাকাজ কাশ্মীরি কাজ, গুজরাতি কাজ করা শাড়ি ৪৫০০-৯৪০০ টাকার মধ্যে পাবেন। শাড়ি ছাড়াও রয়েছে গুজরাতি, কাঁথা ও পার্সি কাজ করা সালোয়ার কামিজের পিস দাম ৯০০-১৬০০ টাকা, শুধু কামিজের পিস ৫০০-৯০০ টাকা। রেডিমেড লং স্কার্ট, র্যাপ অ্যারাউন্ড স্কার্ট, প্যালাজো পাবেন নানা ধরনের, দাম ৯০০-১২০০ টাকা, ছেলেদের পাঞ্জাবি ৫০০-২০০০ টাকা, কাঁথাকাজ করা জ্যাকেট পাবেন কটন ও সিল্কের ৮০০-২০০০ টাকা।
আর আছে ঘর সাজানোর সবরকম সরঞ্জাম। বেডকভার, ডিভান কভার, কুশন কভার, টেবিল কভার, সোফা ব্যাক ইত্যাদি। এখন সব কিছুতে এই দামের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।
ঘরোয়া বুটিক (১/৫৭ বি, ডোভার প্লেস, কল-১৯, ফোন: ৯৮৩০১৯২০৮৭) নববর্ষের নতুন কালেকশন সাজিয়ে প্রদর্শনী শুরু করেছে। ডিজাইনার জয়িতা মুখোপাধ্যায়ের ডিজাইনে তৈরি শাড়ি ও মেখলার সম্ভার বেশ অফ বিট। নানারকম ফ্যাব্রিক, অনেক ধরনের এমব্রয়ডারি আর মিররওয়ার্ক রয়েছে নতুন কালেকশনের মেখলা ও শাড়িতে। অর্ডার অনুযায়ী তৈরিও করে দেওয়া হয় মেখলা। প্রদর্শনী চলবে ১২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন ১১টা থেকে রাত ৮টা অবধি।
শ্রীমতী (১/১, মহারাজা টেগোর রোড, ঢাকুরিয়া, কল-৩১, ফোন: ৯৮৩০৪৩০৯৫৯) নববর্ষের সম্ভার সাজিয়ে প্রদর্শনী শুরু করেছে। ধনেখালির এক্সক্লুসিভ স্টক পাবেন। দাম ৪০০-৯০০ টাকা। তাঁতে ব্লক, হ্যান্ডপেন্টিং, কাঁথাকাজ, মিক্স অ্যান্ড ম্যাচ ১০০০-১৮০০ টাকার মধ্যে পাবেন। আর আছে সোনামুখী সিল্কে ব্লকপ্রিন্ট, মটকায় বাটিক ও ব্লক, তসর প্রিন্ট ও সিল্কে নানারকম এমব্রয়ডারি। পুরনো স্টকে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে।
মানসী’জ (পি ২৪১, লেক রোড, কল-২৯, ফোন: ৯০০৭৪৯১৩২৭) বাংলাদেশি শাড়িতে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। মানসী’জ-এর কর্ণধার মানসী বসু জানালেন, তিনি বাংলাদেশ থেকে এক্সক্লুসিভ ঢাকাই শাড়ি আনেন। কটন ঢাকাই জামদানি ও মসলিন ঢাকাই জামদানির রঙের বৈচিত্র ও কারুকাজের অভিনবত্ব নজর কাড়বে সবার। ঢাকাই জামদানি ছাড়াও পাবেন বাংলাদেশের টাঙ্গাইলের তাঁত, মীরপুরের কাতান সিল্ক ও রাজশাহীর তসর সিল্ক। ডিসকাউন্ট বাদ দিয়ে বাংলাদেশের টাঙ্গাইল ৭০০ টাকা থেকে দাম শুরু। ঢাকাই জামদানি ডিসকাউন্ট বাদ দিয়ে ৩৫০০ টাকা থেকে পাবেন। এক্সক্লুসিভ জামদানি ৮৫০০ টাকা দাম, সেলে ৫১০০ টাকায় পাবেন।
তিলোত্তমা লিংকের (মানি স্ক্যোয়ার মল, ১৬৪/১ মানিকতলা মেন রোড, ই এম বাইপাস, ফোন: ৯৮৩০০ ০৬৬০৩) উদ্যোগে দুস্থ শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্পের জন্য বিশেষ প্রাক বৈশাখী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মানি স্কোয়্যার মলের লা গ্রিগলিয়া হলে প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। এখানে ডিজাইনার কাঁথাস্টিচ, বাটিক, তসর, সিল্ক, ঘিচা, জারদৌজি, সাউথ ইন্ডিয়ান সিল্ক, ক্রেপ সিল্ক, মুর্শিদাবাদ ও বিষ্ণুপুর সিল্ক, শিফন, সুতি, লিনেন, বাংলাদেশের তাঁত প্রভৃতি শাড়ি সেরা কালেকশন পাওয়া যাবে। পাবেন ডিজাইনার পাঞ্জাবি, ছোটদের পোশাক, ট্রেন্ডি কুর্তা ও কুর্তি, সালোয়ার স্যুট। বেডকভার, বেডশিট, পিলো কভার, মহিলাদের ব্যাগ, ১.৫ গ্রাম গোল্ড জুয়েলারি, কসমেটিকস জুয়েলারি, সিলভার জুয়েলারি, স্টোন সিটিং গোল্ড জুয়েলারি প্রভৃতি কালেকশন ভালো লাগবে। কেনাকাটায় ছাড়ও দিচ্ছে তিলোত্তমা। খোলা দুপুর ১২টা থেকে রাত ৯টা।