সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
ডালিয়া (১১, বিধান সরণী, কল-৬, ফোন: ২২১৯০০৯৫) নববর্ষের জন্য স্পেশালি তৈরি করেছে গামছা চেক, সোলাপুরি চেকে রেশম পাড় শাড়ি ৬৫০ টাকা, সেলে ৫৫০ টাকায় পাবেন। মাঠা পাড় পটা ডুরে ধনেখালি ৬০০ টাকা, সেলে ৪৮০ টাকায় পাবেন। ঝুরি চেক, আয়না চেক, আঁচলে ঝালর ৫৫০ টাকা, সেলে ৩৭০ টাকায় মিলবে। মাঠা পাড় টাঙ্গাইল ৫৫০ টাকা, সেলে ৪৭০ টাকা থেকে পাবেন। জরির চুড়ি পাড় বুটিদার টাঙ্গাইল ৬০০ টাকা, সেলে ৪৮০ টাকায় পাবেন। নানান রঙের শেডে লক্ষ বুটি সরু জরি পাড় ১০০০ টাকা, সেলে ৮২০ টাকায় পাবেন। কটনে মুগা পাড়ে ঢাকাই ডিজাইন ও ঢাকাই আঁচল ১০৫০ টাকা, সেলে ৮৫০ টাকায় পাবেন। মাঠা পাড় অলওভার লতানে ঢাকাই নকশা ১২০০ টাকা, সেলে ৮৫০-৯০০ টাকায় মিলবে। কটনে কলকা বুটি, কলকা আঁচল ৮৫০ টাকা। সফট কটনে নানান রঙে টেম্পল বর্ডার, টেম্পল আঁচল ১৫০০ টাকা, সেলে ১১৫০ টাকায় পাবেন। ডালিয়া সফট কটনে মালটি কালার সুতোয় অলওভার ঢাকাই তৈরি করেছে। দাম ১৮০০ টাকা, সেলে ১১০০-১২০০ টাকায় পাবেন। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বিদ্যুৎ বসাকের তৈরি লিনেন সিল্কে জরি পাড়, ঢাকাই আঁচল শাড়ি, খুব এক্সক্লুসিভ। দাম ২৪০০ টাকা, সেলে মাত্র ১৬০০ টাকায় পাবেন। একই শিল্পীর তৈরি মসলিনে জরির ডুরে জরি বুটি, আঁচলে ঢাকাই ৩৩০০ টাকা, সেলে ২০০০-২২০০ টাকায় পাবেন। পিওর কটন টাঙ্গাইলে জরির টিস্যু আঁচল, চান্দেরি বুটি, ১৮০০ টাকা, সেলে ১১০০-১২০০ টাকা, কটনে হাতে বুটি, টেম্পল পাড়, আঁচলে ঢাকাই লতা ২৫০০ টাকা, সেলে ১৭০০ টাকায় পাবেন। অফ হোয়াইটেও পাবেন এই রকম নকশা। বড় ফুলের ঝাড় ঢাকাই, কলকা বুটি পাটলিপাল্লু কটন টাঙ্গাইল সেলে ১৬০০-১৭০০ টাকায় পাবেন। কটনে মুগা পাড়, বড় বল বুটি দেখতে খুব সুন্দর। দাম ৩২০০ টাকা, সেলে ২২০০ টাকায় পাবেন। বই ভাঁজ জরির পাড় বুটি দেওয়া শাড়ি সেলে ১০০০-১২০০ টাকায় পাবেন। কটন বাই কটন লিনেন মালটিকালার রেশম বুটি ৩২০০ টাকা, সেলে ২২০০ টাকায় পাবেন। ঢাকাইতে অলওভার কাজ করা শাড়িতে অফ বিট কালার কম্বিনেশন এনেছে ডালিয়া। দাম ৪০০০ টাকা, সেলে ৩০০০-৩২০০ টাকা। অফ হোয়াইট ও প্যাস্টেল কালার শেডে অলওভার নকশা পাড় ঢাকাই ৭০০০ টাকা, সেলে ৫০০০ টাকায় পাবেন। অল্প বয়সীদের জন্য রেশমে রেশম ঢাকাই জরির কারুকাজ করেছে এরা। দাম ৪০০০ টাকা, সেলে ৩২০০ টাকায় পাবেন।
ভাঁজে ময়লা বা নরম হয়ে গিয়েছে এমন তাঁতের শাড়িতে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। সেলে ধুতিও পাবেন ৩২০-৭৫০ টাকা। পাজামা কাটিং ধুতি ৬৫০ টাকায় পাবেন। অরবিন্দ মিলের টু বাই টু ব্লাউজের মেটিরিয়াল পাবেন কাপড়ের সঙ্গে রং মিলিয়ে।
তাঁত প্যালেস (২১৬এ, বিধান সরণী, কল-৬, ফোন: ২২৪১৩৬৬১) সেল শুরু করেছে। ডুরে বেগমপুরি শাড়ি ৩৫০ টাকার শাড়ি সেলে ২৬৫ টাকা, ৪০০ টাকা দামের সরু চেক ধনেখালি সেলে ৩২০ টাকায় পাবেন। ভালো কোয়ালিটির কটন ডুরে ধনেখানি ৪৫০ টাকা, সেলে ৩৯০ টাকা। ১২ হাত জরি পাড় ফুলিয়ার টাঙ্গাইল ৫৫০ টাকা, সেলে ৪৫০ টাকায় পাবেন। জরি ছাড়া রেশম পাড়, মাঠা পাড় লম্বা স্ট্রাইপ টাঙ্গাইল সেলে ৪৫০ টাকা। হাফ হাফ ডুরে স্ট্রাইপ গঙ্গা –যমুনা পাড় ৬০০ টাকা, সেলে ৫৩০ টাকা। সেলফ জল ডুরে, খড়কে ডুরে মাঠা পাড়, টেম্পল পাড় শাড়ি সেলে ৫০০-৫৫০ টাকায় পাবেন। হ্যান্ডলুম শাড়ি সেলে ৬০০ টাকা থেকে দাম শুরু। হ্যান্ডলুম মটকা শাড়ি ৩০০০ টাকা, সেলে ২৪০০ টাকায় পাবেন। সফট মসলিন সেলে ১৩০০ টাকা থেকে দাম শুরু। অলওভার কাজ করা মসলিন ঢাকাই সেলে ২৪০০-৪০০০ টাকার মধ্যে প্রচুর ডিজাইনে নানা রঙে পাবেন। মসলিনে অলওভার জরির বুটি ৩৩০০ টাকা দাম, সেলে ২৮০০ টাকায় পাবেন। ফুলিয়ার কটন টাঙ্গাইল এক্সক্লুসিভ ডিজাইনে পাবেন। দাম ১৪০০-৩০০০ টাকা। সফট কটনে মুগা পাড়, মুগা ডুরে ১৯৫০ টাকা, সেলে ১৭০০ টাকায় পাবেন। সফট কটন টাঙ্গাইল চওড়া পাড় ১১০০ টাকা, সেলে ৯৫০ টাকায় পাবেন। খাদি কটনে ইক্কত পাড় রেশম ডুরে শাড়িগুলো বেশ সুন্দর। ৩১০০ টাকা, সেলে ২৮০০ টাকায় পাবেন। নববর্ষ স্পেশাল খাদি কটনে ঢাকাই ৩১০০ টাকা, সেলে ২৮০০ টাকায় পাবেন। খাদি কটনে সেলফ চেক বুটি আঁচল, দাম ৪০০০ টাকা, সেলে ৩৫০০ টাকা। মহাপাড় মুগার খাদি কটনে ৪০০০ টাকা এখন ৩৫০০ টাকায় পাবেন। লিনেনে জুটের টেম্পল কনট্রাস্ট পাড় ৫৪০০ টাকা, সেলে ৪৯০০ টাকায় পাবেন। ফুলিয়ার হাতে বোনা এক্সক্লুসিভ ঢাকাই শাড়িতে ১০০০-২০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। চওড়া মুগা পাড় টাঙ্গাইলে ঢাকাই পাড় শাড়িটি খুব সুন্দর। হাতে বোনা ঢাকাইতে আলপনার নক্সা এবারের নববর্ষ স্পেশাল। আর আছে প্রিন্টেড শাড়ি সেলে ২৫০ টাকা থেকে শুরু। বেনারসিতে ১০-২০ শতাংশ ছাড় পাবেন।
আরএমসিএ বসাকে (ঠিকানা: ৩ডি, নন্দী স্ট্রিট, কল-২৯, ফোন: ২৪৬৪০২২১) চৈত্র সেল চলছে। তাঁতের শাড়ির দাম ৩৮৫-৭০০০ টাকা। হ্যান্ডলুম শাড়ির দাম ৬০০ টাকার থেকে শুরু। খাদি কটনের শাড়ির দাম ৮০০ টাকা থেকে শুরু। এছাড়া ১২০০ টাকা থেকে কটন জামেভার, ইক্কত ও ঢাকাই জামদানি শাড়ির দাম শুরু। সফট ঢাকাই জামদানি শাড়ির দাম ১৪০০-৪০০০ টাকা। ৪০০০-৫০ হাজার টাকার মধ্যে রয়েছে তসর ঢাকাই জামদানি শাড়ি। ২০০০-৫০ হাজার টাকার মধ্যে মসলিন ঢাকাই জামদানি শাড়ি পাওয়া যায়। তাঁত তসর শাড়ির দাম ২০০০-৩০০০ টাকা। এছাড়াও আছে সাউথ সিল্ক শাড়ি। দাম ৫৫০-৩০০০ টাকা। ৫০০ টাকা থেকে মিলবে ঘিচা সিল্ক শাড়ি। বোমকাই ও চান্দেরি সিল্ক শাড়ির দাম ৭০০ টাকা থেকে শুরু হয়। ১৬৫০ টাকা থেকে পিওর সিল্ক শাড়ির দাম শুরু হয়। তবে তসর প্রিন্ট শাড়ির দাম পড়বে ৩০০০-৪০০০ টাকা। কাঞ্জিভরম শাড়ির দাম ১০০০-৫০০০ টাকা। ৮০০০ টাকা থেকে অসম সিল্ক শাড়ির দাম শুরু হয়। ৮৪০০-১৩ হাজার টাকার মধ্যে মিলবে ওপারা সিল্ক শাড়ি। পিওর সিল্কে কাঁথা কাজের শাড়ির দাম ৪০০০-১০ হাজার টাকা। ৪০০০ টাকা থেকে মিলবে গাদোয়াল শাড়ি। জারদৌজি শাড়ির দাম ৪৫০০-৭০০০ টাকা। ৮০০০ টাকা থেকে বালুচরি শাড়ির দাম শুরু। ২০০০-২২০০ টাকা মধ্যে মটকা শাড়ির দাম পড়বে। ৩৫০০-১২ হাজার টাকার মধ্যে কাতান সিল্ক শাড়ি পাওয়া যায়। জামেভার শাড়ির দাম ৬ হাজার টাকা থেকে শুরু। ৬০০০-১০ হাজার টাকার মধ্যে রয়েছে পৈঠানি শাড়ি। ৫৫০-৩০০০ টাকার মধ্যে শিফন ও জর্জেট শাড়ি মিলবে। কাঁথা শাড়ির দাম ৫৭৫ টাকা থেকে শুরু। ১৩০০ টাকার থেকে সুপার নেট শাড়ির দাম শুরু। বিয়ের বেনারসি শাড়ির দাম ৩০০০-২০ হাজার টাকা। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রদেশের ট্র্যাডিশনাল সিল্ক শাড়ি।
ফ্যান্সি সালোয়ার স্যুট পিসের দাম ৪০০ টাকা থেকে শুরু। কটন ঢাকাই স্যুট পিসের দাম ১৮০০ টাকা থেকে শুরু। কাঁথা স্টিচের কটন ও তসর স্যুট পিসের দাম ৭১০ টাকা থেকে শুরু। কটন চিকনের কুর্তি ও স্যুট পিসের দাম ৮৪০ টাকা থেকে শুরু হয়।
এখানে পুরুষদের ধুতি, পাঞ্জাবি পাওয়া যায়। দাম ৪০০-৩০০০ টাকা। এই দামের ওপর ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় চলছে।
আরএমজিসি বসাকে (ঠিকানা-১/১ নন্দী, স্ট্রিট, কল-২৯, যশোদা ভবন, ফার্স্ট ফ্লোর, কল-১৯, ফোন: ২৪৬১-৭২৭৭) রয়েছে তাঁতের শাড়ির অপূর্ব ভাণ্ডার। চৈত্র সেল এখানে রমরমিয়ে চলছে। ১৪ এপ্রিল পর্যন্ত এই সেল চলবে। টাঙ্গাইল শাড়ির দাম ৪২৫ টাকা থেকে শুরু। মাঠা পাড়ের শাড়ির জমি কোনওটা প্লেন আবার কোনওটার রয়েছে বুটি, ডুরে বা চেকস। ৫৫০-৮০০ টাকার মধ্যে আছে সারা জমিতে বুটি সমেত রেশম বা জরি কিংবা সুতোর কাজের নকশা পাড়ের শাড়ি। রেশম পাড়ের সারা জমিতে বুটি সমেত রয়েছে কটন বালুচরি শাড়ি। দাম ১১০০-২০০০ টাকা। সফট হ্যান্ডলুম শাড়ির দাম ৫১০-৩০০০ টাকার মধ্যে। ১১৯০-২২০০ টাকার মধ্যে আছে সফট জামদানি শাড়ি। জমিতে বুটিহীন প্লেন ইঞ্চি পাড়ের সাদা শাড়ির দাম ৪৫০-৬০০ টাকা। জমিতে বুটি এবং সাইজ ও চওড়া পাড়ের তাঁতের সাদা ও কালার্ড শাড়ির দাম পড়বে ৫৫০-৮০০ টাকা। অলওভার জামদানি কাজ করা কটন ঢাকাই জামদানি শাড়ির দাম ১৫০০-১২ হাজার টাকা। ১৫০০ টাকা থেকে মিলবে জরির আঁচল ও পাড়ের সারা জমিতে বুটি সমেত তসর সিল্ক শাড়ি। অলওভার কাজের মসলিন জামদানি শাড়ির দাম ৪৫০০-২৫ হাজার টাকা। এছাড়া তসর কাঁথা স্টিচ শাড়ির দাম ৫০০০-২৫ হাজার টাকা। এছাড়া তসর কাঁথা স্টিচ শাড়ির দাম ৫০০০-১০ হাজার টাকা। বাংলাদেশি ঢাকাই জামদানি শাড়ির দাম ৫০০০ টাকা থেকে শুরু হয়। ১৫২৫-১০ হাজার টাকার মধ্যে মিলবে লিনেন হ্যান্ডলুম শাড়ি। সিল্ক কাঁথা স্টিচ শাড়ির দাম ৬০০০-১০ হাজার টাকা।
এখানে তাঁতের ওপর ফেব্রিকের শাড়ির দাম ৬০০ টাকা থেকে শুরু। তাঁতের ওপর অ্যাপ্লিক শাড়ির দাম শুরু হয় ৫০০ টাকা থেকে। ৪০০-৯০০ টাকার মধ্যে তাঁতের ব্লক প্রিন্ট রয়েছে। সারা জমিতে মাঠা ডুরেও মাঠা পাড়ের ধনেখালি শাড়ির দাম ২৯০ টাকা থেকে শুরু। তবে জমিতে বুটি, ডুরে, চেকস বা স্ট্রাইপ সমেত নকশা পাড়ের ধনেখালি শাড়ির দাম পড়বে ৫০০-১০০০ টাকা। সাদা ও রঙিন সাউথ কটন শাড়ির ৫০০ টাকার থেকে এখানে পাওয়া যায়। মুগা সিল্ক জামদানি শাড়ির দাম ১৫-৩০ হাজার টাকা। এঁদের জামদানি এক্সক্লুসিভ। সংস্থার কর্ণধার গৌরচন্দ্র বসাক তাঁর শৈল্পিক বুনন এবং জামদানি নকশার জন্য ছ’বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এখানে ঘিচা সিল্ক জামদানি শাড়ির দাম ৬০০০-১৫ হাজার টাকা। বিয়ের বেনারসির দাম ৫০০০-২০ হাজার টাকা। কটন কাঁথা স্টিচ শাড়িও আছে। কটন সালোয়ার স্যুট পিসের (থ্রি পিস) দাম ৫০০-৩০০০ টাকা। ১৫৯০-২০০০ টাকার মধ্যে পাওয়া যাবে কটন কাঁথা স্টিচের থ্রি পিস স্যুট পিস। সাদা ও রঙিন পাঞ্জাবি। দাম ৫০০-১১০০ টাকা। সাদা/কোরা/তসর রঙের রয়েছে তাঁতের ধুতি। দাম পড়বে ২৭৫-১০০০ টাকা। এই দামের ওপর ১০-৫০ শতাংশ ছাড় চলছে। ছবি: সুফল ভট্টাচার্য