সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
বিশ্বব্যাঙ্কের সরবরাহ করা ‘নারী, ব্যবসা ও আইন’ শীর্ষক রিপোর্ট থেকে জানা যায়, পৃথিবীতে ১৮৭টি দেশের মধ্যে মাত্র ছয়টিতে নারীরা পুরুষের মতোই অধিকার ভোগ করছে। সেই দেশগুলো হচ্ছে, বেলজিয়াম, ফ্রান্স, ডেনমার্ক, লাটভিয়া, লুক্সেমবার্গ ও সুইডেন।
ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থাটি গত দশ বছরের তথ্য বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে। এক্ষেত্রে তারা বিবেচনায় নিয়েছে প্রধানত অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সঙ্গে আরও ছিল চলাফেরার স্বাধীনতা, মাতৃত্ব, পারিবারিক সহিংসতা ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে এ বিষয়ে ব্যাপক পার্থক্য লক্ষ করা যায়। যেমন ধরা যাক, ইউরোপে নারীর অধিকার ভোগের হার যেখানে ৮৪.৭% সেখানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সেটি ৪৭.৩%। মেয়েদের আরও উন্নতি দাবি করেছে বিশ্বব্যাঙ্ক।
সুরজিৎ মুখোপাধ্যায়