Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

সাড়ে ১১ কোটি ব্যয়ে মাছ বাজার গড়ে উঠবে দীঘা মোহনায়

শ্রীকান্ত পড়্যা, দীঘা, বিএনএ: দীঘা মোহনায় সাড়ে ১১কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের পাইকারি মাছবাজার তৈরি করছে রাজ্য সরকার। দীঘায় মোহনায় উন্নতমানের কোনও বাজার ছিল না। সেজন্য দীঘা-শঙ্করপুর ফিস ট্রেডার্স অ্যান্ড ফিশারমেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মোহনায় একটি আন্তর্জাতিক মানের পাইকারি মার্কেটের দাবি ছিল। সংগঠনের পক্ষ থেকে রাজ্যকে এজন্য তিন একর জমি তুলে দেওয়া হয়। শেষমেশ বহু প্রতীক্ষিত সেই বিশ্বমানের পাইকারি মার্কেট গড়ে উঠতে চলেছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাইকারি মার্কেটের প্রথম পর্যায়ের কাজের সূচনা করেন। প্রথম পর্যায়ে ৬কোটি ১লক্ষ টাকার কাজ হবে। তারপর দ্বিতীয় ধাপে আরও সাড়ে ৫কোটি টাকার কাজ হবে।
গত বছর দীঘা মোহনায় ১লক্ষ ৩৬হাজার মেট্রিকটন মাছ ওঠে। যার আনুমানিক মূল্য ১০০০কোটি টাকা। এছাড়াও দীঘায় মোট ৩৬১৭মৎস্যযান আছে। বরফ কলের সংখ্যা ৭৩টি। মোট আটটি প্রসেসিং প্ল্যান্ট আছে। গোটা কর্মযজ্ঞে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ১লক্ষ ১৮হাজার মানুষ। এখানকার বেশিরভাগ সামুদ্রিক মাছ বিদেশে রপ্তানি করা হয়। সামুদ্রিক মাছের সন্ধানে সমুদ্রে নামা সমস্ত ট্রলার এসে পৌঁছায় দীঘা মোহনায়। কিন্তু, পাইকারি বাজারের ভগ্নদশা নিয়ে সরব ছিলেন মৎস্যজীবী থেকে ওই ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন। এতদিনে তাঁদের সেই দাবি পূরণ হতে চলেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক মানের ওই পাইকারি বাজার ‘ইউরো অ্যাপ্রুভ ইন্টারন্যাশনাল মার্কেট’ হিসেবে গড়ে উঠবে। অর্থাৎ মাছের গুণগত মান জানা যাবে ওই বাজার থেকে। সেখানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা এসে সরাসরি মাছ কিনতে পারবেন। ১০০শতাংশ স্বাস্থ্যবিধি মেনে ওই বাজার তৈরি হবে। চারিদিক ঘেরা থাকবে। ভিতর একটি পাখিও ঢুকতে পারবে না। হাত-পা ঢাকা অবস্থায় বাজারে ঢুকতে হবে। এরকম একটি বাজার গোটা দীঘা মোহনার চিত্রটাই বদলে দেবে বলে মনে করছে মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা।
বুধবার দীঘা-শঙ্করপুর ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণবকুমার কর এবং সম্পাদক শ্যামসুন্দর দাস মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনিক বৈঠকে অংশ নিয়েছিলেন। দীঘা মোহনায় আন্তর্জাতিক মানের পাইকারি মাছবাজার তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগী হওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন সংগঠনের সভাপতি। তিনি বলেন, আমরা গত কয়েক বছর ধরে দীঘা মোহনায় একটি উন্নতমানের পাইকারি মার্কেটের দাবি জানিয়ে আসছিলাম। এজন্য আমরা তিন একর জমিও দিয়েছি। শেষমেশ এদিন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক মানের ওই বাজারের প্রথম পর্যায়ের কাজের সূচনা করেছেন। যার অর্থমূল্য ৬কোটি ১লক্ষ টাকা। এর ফলে দীঘা মোহনায় ছবিটাই বদলে যাবে।
সংগঠনের সম্পাদক বলেন, দীঘা মোহনা থেকে নানা রকমের সামুদ্রিক মাছ বিদেশে রপ্তানি করা হয়। ১০০শতাংশ স্বাস্থ্যবিধি মানা হলে বিদেশে এখানকার মাছের কদর আরও বাড়বে। আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ। এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
দীঘার পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাঁচ একর জায়গার উপর পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এখানেও জগন্নাথ মন্দির গড়া হবে। পুরনো মন্দিরটি যেমন আছে, সেই অবস্থাতেই থাকবে। পাশাপাশি ন্যায়কালী, জলদা এবং শৌলায় মেরিনা ব্রিজের কাজ দ্রুত শেষ করার জন্য পূর্ত দপ্তরকে নির্দেশ দেন তিনি। বৈঠকে পূর্তদপ্তরের সচিব বলেন, আগামী বছর মার্চের মধ্যে জলদায়, এপ্রিলের মধ্যে ন্যায়কালী এবং জুনের মধ্যে শৌলায় কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
পাশাপাশি দীঘায় হোটেলের ভাড়া না বাড়ানোর জন্য দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অল্প খরচে কম দিনের মধ্যে ঘুরে বেড়ানোর একটি সুন্দর পর্যটনকেন্দ্র হল দীঘা। এখানে হোটেলভাড়া বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে। আপনাদের কাছে আবেদন, ভাড়া বাড়াবেন না।

পানীয় জলের দাবিতে বর্ধমানে অবরোধ, বিক্ষোভ

বিএনএ, বর্ধমান: বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় সজলধারা প্রকল্প থেকে পানীয় জল পাচ্ছেন না এলাকার কয়েকশো মানুষ। বার বার সংশ্লিষ্ট জায়গায় জানিয়েও কোনও ফল হয়নি। তাই পানীয় জলের দাবিতে বুধবার বর্ধমানের হটুদেওয়ান এলাকায় বর্ধমান-কাটোয়া রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
বিশদ

শান্তিপুরে আচমকা তৃণমূলের শহর সভাপতি বদল ঘিরে তুমুল জল্পনা

সংবাদদাতা, রানাঘাট: শান্তিপুর শহর তৃণমূলের সভাপতি পদে বদল ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে। সভাপতি পরিবর্তন করা হয়েছে এই মর্মে বুধবার দলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বের হয়। সেখানে বলা হয়, আগের সভাপতি অরবিন্দ মৈত্রর জায়গায় নতুন সভাপতি করা হল আব্দুল সালাম কারিগরকে। যা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে গুঞ্জন।
বিশদ

 মৃৎশিল্পীদের জন্য নয়া ভবন, উদ্বোধন করবেন মমতা

সংবাদদাতা, রানাঘাট: মৃৎশিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রানাঘাটের বীরনগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন দিঘিরপাড়া এলাকায় তৈরি হয়েছে নতুন ভবন। মুখ্যমন্ত্রীর জেলা সফরে এলে এই ভবন উদ্বোধন হওয়ার কথা রয়েছে। জেলায় প্রথম মৃৎশিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুন এই ভবনকে কমন প্রোডাকশন সেন্টার হিসেবে ব্যবহৃত করা হবে।
বিশদ

 তেহট্টের অপহৃত ২ নাবালিকা উদ্ধার বিহারে, গ্রেপ্তার মহিলা

সংবাদদাতা, তেহট্ট: অপহৃত দুই নাবালিকাকে বিহারের পূর্ব চম্পারণ জেলার মাজুলিয়া থেকে উদ্ধার করল তেহট্ট থানার পুলিস। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস এক মহিলাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুক্লা ওরফে পূজা। বাড়ি বিহারে। তেহট্টের দেবনাথপুরের ওই দুই নাবালিকা স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশুনা করে।
বিশদ

‘দিদিকে বলো’তে ফোন করে নালিশ জানাল পরিবার
মাড়গ্রামে ছাত্রী অপহরণ, অভিযোগ প্রত্যাহারে চাপ পুলিসের, শোরগোল

সংবাদদাতা, রামপুরহাট: অপহরণ হওয়া নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধারে গড়িমসি করছে পুলিস। উল্টে থানার ওসির শর্ত, অপহরণের অভিযোগ প্রত্যাহার করলে তবেই মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পুলিসের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ‘দিদিকে বলো’ নম্বরে ফোন করে জানালেন অসহায় মা।
বিশদ

 আসানসোলই চ্যালেঞ্জ ববির, কাল দু’টি বৈঠক

সুমন তেওয়ারি, আসানসোল, বিএনএ: কাল, শুক্রবার আসানসোলে দলের সর্বস্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বের সঙ্গে প্রথমবারের জন্য বৈঠকে বসছেন তৃণমূলের নব নিযুক্ত জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম (ববি)। লোকসভা ভোটে বিজেপির কাছে বিপর্যস্ত হওয়ার পর দলকে চাঙ্গা করতে তিনি কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বিশদ

 ক্যাম্প করে পাথর খাদানের শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করল শ্রম দপ্তর

সংবাদদাতা, রামপুরহাট: অফিসে বসে নয়। পাথর খাদানের শ্রমিকদের দুর্দশা মেটাতে মুরারইয়ের পাথর শিল্পাঞ্চল এলাকা গোপালপুরে ক্যাম্প করে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করল শ্রম দপ্তর।
বিশদ

খানাকুলের কলেজে অপরূপাকে কালো পতাকা, বিক্ষোভ

বিএনএ, আরামবাগ: বুধবার সকাল থেকে খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে এবিভিপির সমর্থকদের বিক্ষোভের জেরে কার্যত শিকেয় ওঠে পঠনপাঠন। এবিভিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত সোমবার কলেজের চেয়ার-টেবিল সহ সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে তৃণমূল ছাত্র পরিষদের সর্মথকরা।
বিশদ

 ঝাড়গ্রাম প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু

সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান হলেন বীরবাহা সরেন টুডু। বুধবারই তাঁকে শিক্ষা দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে। বীরবাহাদেবী নিজে শিক্ষিকা। তিনি রোহিনীর বালিকা বিদ্যালয়ের টিচার-ইনচার্জের দায়িত্বে ছিলেন।
বিশদ

 ডেবরায় চাঁদা তোলা নিয়ে উত্তেজনা, অবরোধ

 সংবাদদাতা, খড়্গপুর: চাঁদা তোলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে ডেবরার হরিহরপুর গ্রামে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকার কয়েকজন যুবক ধর্মঘটের জন্য দাঁড়িয়ে থাকা লরি থেকে চাঁদা তুলছিল। খবর পেয়ে পুলিস গেলে তারা পালিয়ে যায়। পুলিস এক যুবককে ধরে ফেলে।
বিশদ

 চুঁচুড়া কাণ্ড: আরামবাগে বিভিন্ন স্কুলে মিড ডে মিল পরীক্ষা আধিকারিকদের

বিএনএ, আরামবাগ: চুঁচুড়ায় ফ্যানভাত কাণ্ডের জেরে বুধবার সকাল থেকে আরামবাগ মহকুমার ৬টি ব্লকজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মিড ডে মিল কেন্দ্রগুলিতে আচমকাই হানা দেন প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি প্রশাসনের কর্তারা এদিন মিড ডে মিলে রান্না করা খাবার নিজেরাও চেখে দেখেন।
বিশদ

 লাভপুরে বিজেপি নেতা খুনে গ্রেপ্তার তৃণমূল কর্মী

সংবাদদাতা, শান্তিনিকেন: গত শনিবার রাতে লাভপুরের মীরবাঁধ গ্রামে খুন হন বিজেপি নেতা ডালু শেখ। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁকে খুনের অভিযোগে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ থেকে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত ওই তৃণমূল নেতার নাম জালাল শেখ। তার বাড়ি লাভপুর থানা এলাকাতেই।
বিশদ

রানাঘাটে যুবককে আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগ

সংবাদদাতা, রানাঘাট: যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বুধবার রানাঘাট থানার শ্যামাপ্রসাদপল্লিতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় বুধবার সকালে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শুভাশিস দে(২৬)।
বিশদ

 কৃষিমন্ত্রীর জেলায় পিছিয়ে শস্যবিমার কাজ, অসন্তোষ

রামকুমার আচার্য, সিউড়ি, বিএনএ: কৃষিমন্ত্রীর জেলা বীরভূমে শস্যবিমা যোজনায় চাষিদের অন্তর্ভুক্তির গতি শ্লথ হচ্ছে। চলতি মাসের ৩১ আগস্ট অন্তর্ভুক্তির শেষ দিন রয়েছে। তার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ফর্ম গ্রহণ হয়েছে মাত্র ৪৮ হাজার ৫১৮টি।
বিশদ

Pages: 12345

একনজরে
ওয়াশিংটন, ২১ আগস্ট (পিটিআই): আসন্ন জি-৭ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত। এরপরেই বিষয়টি ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যেকার ...

সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিক্ষোভ প্রদর্শন করেন। কলেজের অতিথি অধ্যাপকদের স্থায়ী করার বিষয়ে রাজ্য সরকার সম্প্রতি উদ্যোগ নিয়েছে। ...

 নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কাল, শুক্রবার স্যামসাং বাজারে নিয়ে আসছে উন্নতমানের মোবাইল গ্যলাক্সি নোট টেন ও টেন প্লাস। এস পেন নামের একটি কলম দিয়ে এই মোবাইল পরিচালনা করা যাবে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচের নায়ক গোকুলাম গোলরক্ষক উবেইদকে এবার ছেড়ে দেওয়াটা একেবারেই মানতে পারছেন না ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো। বুধবার ডুরান্ড কাপের সেমি-ফাইনালে ইস্ট বেঙ্গলের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩৯: মাদ্রাজ (বর্তমান চেন্নাই) শহরের প্রতিষ্ঠা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
১৮১৮: ভারতে ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর মৃত্যু
১৯১১: গায়ক দেবব্রত বিশ্বাসের জন্ম
১৯১৫: অভিনেতা শম্ভু মিত্রের জন্ম
১৯৫৫: রাজনীতিক ও প্রখ্যাত চিত্রতারকা চিরঞ্জীবীর জন্ম
১৯৮৯: নেপচুন গ্রহে প্রথম বলয় দেখা গেল



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৬৯ টাকা ৭২.৩৯ টাকা
পাউন্ড ৮৫.৪৬ টাকা ৮৮.৬১ টাকা
ইউরো ৭৭.৯০ টাকা ৮০.৯০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,১৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,১৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৭২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ষষ্ঠী ৪/২৮ দিবা ৭/৬। ভরণী ৫৩/১১ রাত্রি ২/৩৬। সূ উ ৫/১৯/২১, অ ৬/০/৩, অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে, বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/৩৯ গতে ১/৪ মধ্যে।
৪ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, সপ্তমী ৫৫/২৪/৯ রাত্রি ৩/২৮/৭। ভরণীনক্ষত্র ৪৫/২৬/১৪ রাত্রি ১১/২৮/৫৭, সূ উ ৫/১৮/২৭, অ ৬/২/৫৯, অমৃতযোগ রাত্রি ১২/৪৪ গতে ৩/৪ মধ্যে, বারবেলা ৪/২৭/২৫ গতে ৬/২/৫৯ মধ্যে, কালবেলা ২/৫১/৫১ গতে ৪/২৭/২৫ মধ্যে, কালরাত্রি ১১/৪০/৪৩ গতে ১/৫/৯ মধ্যে।
২০ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
 আজকের রাশিফল
মেষ: কর্মরতদের ক্ষেত্রে শুভ। বৃষ: বিদ্যার্থীদের পঠন-পাঠনে আগ্রহ থাকবে। মিথুন: উপার্জন বাড়বে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৬৩৯: মাদ্রাজ (বর্তমান চেন্নাই) শহরের প্রতিষ্ঠা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ...বিশদ

07:03:20 PM

চন্দ্রযান ২-এর তোলা চাঁদের প্রথম ছবি 
চন্দ্রযান ২-এর তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করল ইসরো ...বিশদ

08:25:16 PM

২৬ আগস্ট পর্যন্ত চিদম্বরমের সিবিআই হেফাজত 
পি চিদম্বরমের ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আজ সিবিআই঩য়ের ...বিশদ

06:50:00 PM

ফের আক্রান্ত পুলিস, এবার আমতায়
ফের একবার পুলিসকে মারধর করে উদি ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল। ...বিশদ

04:49:07 PM

রায়গঞ্জে বিজেপি সমর্থকের কান কাটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 
রায়গঞ্জের পূর্বপাড়া এলাকায় হাঁসুয়া দিয়ে এক মহিলার কান কেটে নেওয়ার ...বিশদ

04:21:05 PM