দেশ

অসম গণধর্ষণ: অব্যাহত বিক্ষোভ, সাম্প্রদায়িক তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী হিমন্ত 

গুয়াহাটি: শনিবারের পর রবিবার। ২৪ ঘণ্টার মধ্যে ফের সাম্প্রদায়িক মন্তব্য করে ফের বিতর্ক উস্কে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।  চলতি সপ্তাহে এক নাবালিকাকে গণধর্ষণের পর থেকেই উত্তপ্ত অসম। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর নেপথ্যে এলাকা দখলের ছক কাজ করছে। রাজ্যের বিভিন্ন অংশে মানুষকে ভয় পাওয়াতেই এধরনের অপরাধ সংগঠিত করা হচ্ছে। এরপর তাদের জমি-বাড়ি দখল করছে সংখ্যালঘুরা।  এভাবে পুরো ঘটনায় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা করলেও তাতে কাজ হচ্ছে না। নাবালিকার গণধর্ষণের ঘটনার প্রতিবাদে দোষীদের কড়া শাস্তির দাবিতে রবিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামলেন সাধারণ মানুষ। এরইমধ্যে বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মহিলাদের বিরুদ্ধে অপরাধেও সাম্প্রদায়িক তত্ত্ব দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দায় ঝাড়ার চেষ্টা করছেন। উল্লেখ্য, গত  বৃহস্পতিবার নগাঁও জেলার ঢিংয়ে টিউশন থেকে ফেরার পথে ১৪ বছরের ওই কিশোরীকে তিনজন ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে গত দু’দিন ঢিং দোকানপাট বন্ধ রেখেছিলেন স্থানীয়রা। এদিন দোকান-বাজার খুললেও  দোষীদের শাস্তির দাবিতে মিছিল বের হয়।  ঘটনার মূল অভিযুক্তকে শুক্রবার পুলিস গ্রেপ্তার করে। কিন্তু শনিবার সকালে পুলিসের কাছ থেকে পালানোর চেষ্টায় সে একটি পুকুরে ঝাঁপ দেয় এবং এরফলে জলে ডুবে তার মৃত্যু হয় বলে দাবি। বাকি দুই অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিস। ফরিদা বেগম নামে এক প্রতিবাদকারী জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। এটাই আমাদের দাবি। এটা এলাকার পক্ষে একটা লজ্জাজনক ঘটনা। ঢিং ছাড়াও কোকড়াঝাড়ের গোঁসাইগাঁওতেও বিক্ষোভ প্রদর্শন করা হয়।এছাড়াও শিবসাগর সহ অন্যান্য জায়গাতেও প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ। - ফাইল চিত্র
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা