দেশ

শাড়ি-চুড়ির পাল্টা জুতো পেটার দাওয়াই বিআরএস-কংগ্রেস তীব্র বাকযুদ্ধ

হায়দরাবাদ: শাড়ি ও চুড়ি পরার নিদান,  পাল্টা জুতো মারার হুঁশিয়ারি! এমনই ঘটনায় তুলকালাম তেলেঙ্গানার রাজনীতি। রাজ্যে কংগ্রেসের কাছে হারার পর ভাঙন ধরেছে কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএসে। দলের ১০ বিধায়ক হাত শিবিরে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার দলবদলু বিধায়কদের আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিআরএস বিধায়ক কৌশিক রেড্ডি।  সাংবাদিক সম্মেলনে শাড়ি ও চুড়ি দেখিয়ে তিনি কটাক্ষের সুরে বলেন, ‘আপনারা পুরুষ নন। তাই এগুলি পরুন।’ তাঁর এই মন্তব্যকে নারী বিদ্বেষী বলে তোপ দেগেছে রাজ্যের শাসক দল কংগ্রেস। দলের নেতা কিরণ চামেলা বলেন, কৌশিকের এই মন্তব্য উস্কানিমূলক। আর এমন সব কথাবার্তা বলাই তাঁর অভ্যাস।  রাজ্যে কংগ্রেসের সভানেত্রী বান্দ্রু শোভারানির জুতো দেখিয়ে পাল্টা বিতর্কে জড়িয়েছেন। সাংবাদিক সম্মেলনে বিআরএস বিধায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি শাড়ি এবং চুরি দেখিয়েছেন। আমি আপনাকে জুতো দেখাচ্ছি। আপনি যদি মহিলাদের অপমান করেন আমরা আপনাকে জুতো পেটা করব।’ 
সামনেই তেলেঙ্গানায় পুর ও পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলবদল নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে। গত জুলাই মাসে তিনজন দলত্যাগী বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্পিকার গোড্ডাম প্রসাদ কুমারের কাছে আবেদন করে বিআরএস। তবে সেই নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি স্পিকার। সোমবার স্পিকার যাতে বিধায়কপদ খারিজ করেন, তার আর্জি জানিয়ে তেলেঙ্গানা হাইকোর্টে মামলা করেছে বিআরএস। 
26d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা