দেশ

প্রধান বিচারপতির বাড়ির পুজোয় প্রধানমন্ত্রী, সরব বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গণেশ পুজো উপল঩ক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাসভবনে যাওয়ায় প্রবল বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের বক্তব্য, এটা কোনও সরকারি অথবা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান নয়। একেবারেই প্রধান বিচারপতির বাসভবনের ব্যক্তিগত পুজো। সেখানে প্রধানমন্ত্রী এভাবে পৌঁছে যাওয়ায় দেশবাসীর কাছে ভুল বার্তা যায়। বিরোধীদের বক্তব্য, এই সৌজন্য এড়িয়ে যাওয়া উচিত ছিল। বুধবার প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে প্রধান বিচারপতির বাসভবনে একসঙ্গে সন্ধ্যারতি করতে। সঙ্গী ছিলেন প্রধান বিচারপতির স্ত্রী। 
শিবসেনা নেতা সঞ্জয় রাউত সাক্ষাৎ প্রসঙ্গে বলেছেন, প্রধান বিচারপতি সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার প্রধান। কেন্দ্রীয় সরকার অথবা শাসক দলের বহু মামলাই সুপ্রিম কোর্টে যায়। মামলার শুনানি হয়। এখনও বহু মামলা বিচারাধীন। এমতাবস্থায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি উভয়ের উচিত ছিল বিতর্ক এড়াতে এরকম কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে  সখ্য প্রদর্শন না করা। তাঁরা দু’জনেই সাংবিধানিক পদে রয়েছেন। তাই তাঁদের যে কোনও প্রকাশ্য উপস্থিতি ও আচরণের দিকে দেশবাসী নজর রাখে। মহারাষ্ট্রের বর্তমান সরকারের বৈধতা নিয়েই একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় কেন্দ্রীয় সরকার অন্যতম পার্টি ও অভিযুক্ত। সুতরাং সেই প্রেক্ষিতে যদি মহারাষ্ট্রবাসী দেখে যে প্রধান বিচারপতির রাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী আমন্ত্রিত এবং দু’জনে একসঙ্গে আরতি করছেন, সেটি বিভ্রান্তি তৈরি করে। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, বিচারবিভাগের স্বাধীনতা নিয়ে একটি বিতর্ক  চলছে দীর্ঘদিন ধরে। সেই আবহে এভাবে একটি ব্যক্তিগত সাক্ষাত অনেকরকম জল্পনার সৃষ্টি করবে। মানুষের মধ্যে প্রশ্ন উঠবে তাঁদের দু’জনের মধ্যে কী নিয়ে আলোচনা হল? এমন তো নয় যে, শুধুই আরতি করে প্রধানমন্ত্রী ফিরে এসেছেন? সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয় সিং একধাপ এগিয়ে প্রধান বিচারপতির দিকেও অঙ্গুলিহেলন করেছেন। বলেছেন, বিচারবিভাগের সঙ্গে প্রশাসনের যে স্পষ্ট পার্থক্য ও বিভাজন সংবিধানে উল্লেখ করা আছে, সেটা প্রধান বিচারপতি কি সামান্য হলেও লঙ্ঘন করলেন না? সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের উচিত প্রকাশ্যে এই নিয়ে বিবৃতি দেওয়া। প্রধান বিচারপতির এজলাসে কেন্দ্র বিরোধী বহু মামলাই রয়েছে। আগামী নভেম্বর মাসে প্রধান বিচারপতির অবসর। তার আগে এই ব্যক্তিগত সাক্ষাৎ উচিত নয়। অন্যদিকে বিজেপি বলেছে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই সাক্ষাৎ ও একে অন্যের বাসভবনে যাওয়ার ভারতীয় সংস্কৃতি। এটা নিয়েও প্রশ্ন তোলা অসৌজন্য। ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইফতার পার্টিতে হাজির ছিলেনসেই সময়ের প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণণ। -ফাইল চিত্র
21d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা